Weekly Horoscope (28 June-4 July): কর্মক্ষেত্রে উন্নতির যোগ কতটা? প্রেম-প্রীতির জন্য সপ্তাহটা কেমন? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভাগ্যের ওঠানামা লেগেই থাকে ৷ তাই দেখে নিন, এই নতুন সপ্তাহ কেমন কাটবে সব রাশির জাতক-জাতিকাদের ৷
advertisement
1/12

মেষ: যদি কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তাহলে সেটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করলে হালকা অনুভব করতে পারেন ৷ কোনও কাছের মানুষের পরামর্শ কাজে লাগবে আপনার ৷ কর্মক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ বিষয়গুলিকে কাজে লাগান ৷ রোম্যান্সের জন্য সপ্তাহটা বেশ ভাল ৷
advertisement
2/12
বৃষ- আপনার কথা বলার ধরণগুলির উপর নজর রাখুন ৷ কারোর তা অন্য কারোর ভাল নাও লাগতে পারে ৷ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে ৷ এবং সিনিয়ররাও খুশি থাকবেন ৷ কোনও রিলেশনশিপের ক্ষেত্রে একটু বুঝেশুনেই এগোন ৷
advertisement
3/12
মিথুন- কোনও বাধা-বিপত্তিকে অনায়াসে পার করতে পারবেন ৷ কোনও শেষ না হওয়া প্রজেক্ট এখনই শেষ করার প্রয়োজন রয়েছে ৷ বাকিদের থেকে নিজেকে গুটিয়ে বা আলাদা রাখবেন না ৷ প্রেমের জন্যও সপ্তাহটা বেশ ভাল ৷
advertisement
4/12
কর্কট- কিছু ভাল কথা এবং মুখের হাসিই অন্যদের আপনার প্রেমে পড়তে বাধ্য করবে ৷ কর্মক্ষেত্রে সবরকম বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে চলবেন আপনি ৷ প্রেমের ক্ষেত্রে নিজের পার্টনারের কথাও শোনার প্রয়োজন রয়েছে আপনার ৷
advertisement
5/12
সিংহ- নিজের খরচের উপর নজর রাখুন ৷ ঠিক কী অবস্থা এখন আপনার, তাহলে বুঝতে পারবেন ৷ কর্মক্ষেত্রে ঠিক যতটা সাফল্য আপনি চাইছেন, ততটা হয়তো এখনই পাবেন না ৷ তাই নিজের কাজ চালিয়ে যান ৷ রোম্যান্সের জন্য সপ্তাহটা ভাল ৷
advertisement
6/12
কন্যা- আপনি যাকে ভাল ভাবছেন, তাকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে ৷ কারণ আপনি হয়তো ভাবছেন ওই মানুষটিকে ভালমতোই চিনে ফেলেছেন ৷ আদতে কিন্তু তা নয় ৷ কর্মক্ষেত্রে কোনও বিশেষ বিষয়ের উপর নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷ প্রেমের ক্ষেত্রে আরও একটু দায়িত্বশীল হন ৷ আপনার কোনও দুর্ব্যবহার একেবারেই ভাল লাগবে না পার্টনারের ৷
advertisement
7/12
তুলা- আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টগুলিকে ফুটিয়ে তোলার সময় হয়েছে ৷ কর্মক্ষেত্রে দারুণ কোনও খবর পেতে পারেন ৷ প্রেমের ক্ষেত্রে সপ্তাহটা ভাল ৷ নিজের প্রিয়জনকে বোঝান, কতটা আপনি তাঁকে ভালোবাসেন ৷
advertisement
8/12
বৃশ্চিক- পরিবারের কোনও সমস্যা নিয়ে খুব চিন্তায় থাকতে পারেন আপনি ৷ তাই মাথার উপর থেকে বিপুল চাপ সরিয়ে একটু হালকা হওয়ার চেষ্টা করুন ৷ আপনার কথা বলার স্কিল বরাবরই দুর্দান্ত ৷ কর্মক্ষেত্রে সেটাকে কাজে লাগান ৷ সপ্তাহটা কোনও পুরুষ বা মহিলা বন্ধুর সঙ্গে ফ্লার্টিংয়ের জন্য খুবই ভাল ৷
advertisement
9/12
ধনু- কোনও কিছু নিয়ে খুব বেশি চিন্তা করবেন না ৷ কর্মক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলকে আরও কাজে লাগান ৷ প্রেম-প্রীতির জন্য সপ্তাহটা ভাল ৷
advertisement
10/12
মকর- অনেক কাজের চাপ সামলেছেন ৷ এবার একটু রিল্যাক্স করুন ৷ বাকিদের সঙ্গে যোগাযোগ এখন খুব ভাল আপনার ৷ সোশ্যাল লাইফও আরও জমজমাট করে তুলুন ৷ কর্মক্ষেত্রে চিন্তার কিছু নেই আপাতত ৷
advertisement
11/12
কুম্ভ- খুব বেশি খরচ যদি এর মধ্যে করে ফেলেছেন ৷ তাহলে এবার একটু সেদিকে নজর দেওয়ার সময় হয়েছে ৷ কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ৷ রোম্যান্সের জন্য সপ্তাহটা দারুণ ৷ তাই আর দেরি না করে প্রিয় মানুষটিকে মনের কথা বলেই ফেলুন ৷
advertisement
12/12
মীন- নিজের কাজের উপর একটু নজর দিন ৷ সবকিছু হয়তো যেমনটা চান, তা নাও হতে পারে ৷ কোনও খারাপ মানুষের সঙ্গ এড়িয়ে চলুন ৷ একটু-আধটু ফ্লার্টিং চললেও প্রেমের জন্য খুব একটা ভাল নয় এই সপ্তাহ ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Weekly Horoscope (28 June-4 July): কর্মক্ষেত্রে উন্নতির যোগ কতটা? প্রেম-প্রীতির জন্য সপ্তাহটা কেমন? জেনে নিন