TRENDING:

World's Dirtiest Man: প্রিয় খাবার মৃত পশু! বলুন তো বিশ্বের সবচেয়ে 'নোংরা' ব্যক্তিটি কে, শিউরে ওঠার মতো গল্প

Last Updated:
World's Dirtiest Man: পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষের আমো। উইকিপিডিয়া তেমনই বলছে ইরানের দক্ষিণ অংশে ফারস এলাকায় তাঁর নিজের গ্রাম দেজগাহতে থাকতেন তিনি। ২০২২ সালে মৃত্যু হয় তাঁর। জানা যায়, হৃদয়ভঙ্গের পরেই সন্ন্যাস নেন আমো।
advertisement
1/6
প্রিয় খাবার মৃত পশু! বলুন তো বিশ্বের সবচেয়ে 'নোংরা' ব্যক্তিটি কে, শিউরে মতো গল্প
শীতে স্নান করতে অনেকেরই ভয় করে। দু'এক দিন গায়ে জল না ঢেলেও কাটিয়ে দেন অনেকে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কত দিন স্নান করে থাকতে পারবেন? আপনার উত্তর যা-ই হোক না কেন, আমো হাজির আখ্যান জানলে অবাক হবেন।
advertisement
2/6
পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষের আমো। উইকিপিডিয়া তেমনই বলছে ইরানের দক্ষিণ অংশে ফারস এলাকায় তাঁর নিজের গ্রাম দেজগাহতে থাকতেন তিনি। ২০২২ সালে মৃত্যু হয় তাঁর। জানা যায়, হৃদয়ভঙ্গের পরেই সন্ন্যাস নেন আমো।
advertisement
3/6
তার পর থেকে কোনও সম্পর্কে জড়াননি আমো। খাদ্য বলতে মৃত জন্তু-জানোয়ারের মাংস। বিশেষত মরা পর্কুপাইন খেতে খুবই ভালবাসতেন তিনি। জানা যায়, পাঁচ দশকেরও বেশি স্নান করেননি তিনি। সাবান-শ্যাম্পু তো দূর অস্ত!
advertisement
4/6
আমো পাইপ টানতে ভালবাসতেন। তবে সেখানে ভরা থাকত বিভিন্ন পশুর বর্জ্য পদার্থ। তামাকের বদলে তার ধোঁয়াতেই সুখটান দিতেন এই বৃদ্ধ। তাঁর সারা গায়ে ছিল কাদা, ধুলোবালির প্রলেপ।
advertisement
5/6
জানা যায়, জলকে ভয় পেতেন বলেই স্নান করতেন না আমো। তাই বলে যে, জল কম খেতেন, তেমনটা নয়। সারা দিনে একটি মরচে ধরা পাত্র থেকে সারাদিনে তিনি পাঁচ লিটার জলপান করতেন।
advertisement
6/6
উইকিপিডিয়া দাবি, আমো-ই হলেন পৃথিবীর সবচেয়ে নোংরা ব্যক্তি। তাঁকে নিয়ে ২০১৩ সালে তাঁকে নিয়ে তৈরি হয় একটি তথ্যচিত্র 'দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমো হাজি'।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World's Dirtiest Man: প্রিয় খাবার মৃত পশু! বলুন তো বিশ্বের সবচেয়ে 'নোংরা' ব্যক্তিটি কে, শিউরে ওঠার মতো গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল