TRENDING:

কোভিডের দিনে দেবীর দোলায় আগমন, গমন নৌকায়, মাহাত্ম্য জানুন

Last Updated:
শাস্ত্র বলছে এবারের প্রলয়ের ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল।
advertisement
1/4
কোভিডের দিনে দেবীর দোলায় আগমন, গমন নৌকায়, মাহাত্ম্য জানুন
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অনেক জায়গায় প্যান্ডেলের কাজও শেষ। করোনার আবহেই দুর্গাপুজা, কতটা ঠিক কতটা ভুল তা নিয়ে প্রশ্ন থাকছেই। শাস্ত্র বলছে এবারের প্রলয়ের ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল।
advertisement
2/4
দেবীর আগমন বা গমন সেই বছরটি বা পরের বছর কেমন যাবে বোঝায়। যেমন দেবীর আগমন যদি গজে হয় তবে বোঝায় মর্ত্যে নেমে আসবে শান্তির আবহ। আর ঘোড়ায় দেবীর আগমনের অর্থ ছত্রভঙ্গ, এটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এবারে দেবীর আগমন ও গমন দোলা ও নৌকায়।
advertisement
3/4
শাস্ত্র মতে, দোলা হল মড়কের প্রতীক। অন্য দিকে বন্যার দ্যোতনা বয়ে আনে নৌকো, তবে ফসলের উৎপাদনশীলতাকেও চিহ্নিত করে এই নৌকাগমনের বিষয়টি। তাই অনেকে বলছেন, দেবীর আগমন মড়কের বার্তাবাহক হলেও দেবী খাদ্যসুরক্ষার বরাভয় জুগিয়েই যাবেন।
advertisement
4/4
২০১৯ সালের দুর্গাপুজোয় দেবীর আগমন এবং গমন দুটোই ছিল ঘো়ড়ায়। হিন্দু শাস্ত্রবিদরা মনে করেন একই বাহনে যাওয়া আসা কুইঙ্গিত। গতবছর পুজোর কয়েক মাস পর থেকেই থাবা বসাতে শুরু করে করোনা মহামারী।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোভিডের দিনে দেবীর দোলায় আগমন, গমন নৌকায়, মাহাত্ম্য জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল