New Year Resolution: নতুন বছরে 'রেজোলিউশন' নেবেন! কিন্তু এর ইতিহাসটা কী, ২০২৫ পড়ার আগে জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ব্যাবিলনীয়রা ঈশ্বরের কাছে সেই সময় শপথ নিতেন, যাতে সারা বছর প্রতিটি কাজ ভালভাবে করতে পারেন। ঐতিহাসিকদের মতে সেটাই সূত্রপাত ‘রেজোলিউশন-এর।
advertisement
1/6

ব্যাবিলনে আজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে নববর্ষ পালনের রীতির কথা শোনা যায়। কিন্তু তখন আজকের মতো ক্যালেন্ডার ছিল না। বসন্তে প্রথম পূর্ণিমাই ছিল নববর্ষ পালনের সময়। সেই উৎসবকে বলা হত আকিতু ফেস্টিভ্যাল। আকিতু উৎসব উৎসর্গ করা হয়েছিল দেবতা মারডুককে। এই মারডুক কে জানেন, তিনি হলেন সূর্য। এই উৎসব ১১ দিন ধরে পালন করা হত। ব্যাবিলনীয়রা ঈশ্বরের কাছে সেই সময় শপথ নিতেন, যাতে সারা বছর প্রতিটি কাজ ভালভাবে করতে পারেন। ঐতিহাসিকদের মতে সেটাই সূত্রপাত ‘রেজোলিউশন-এর।
advertisement
2/6
রোমানদের মধ্যেও ছিল ‘রেজোলিউশন’। প্রথম দিকে রোমান ক্যালেন্ডারের সঙ্গে সূর্যের কোনও সংযোগ ছিল না। রোমানরাও ব্যাবিলনীয়দের মতো মার্চ মাসে নতুন বছর শুরু করতেন। রোমান সম্রাট জুলিয়াস সিজার সেই পরিবর্তন আনেন। আজকের দিনের নববর্ষ, গ্রেগরিয়ান নববর্ষ ৪৬ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন রোমে শুরু হয়েছিল। সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন এবং ১ জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসাবে ঘোষণা করেছিলেন। রোমান দেবতা জানুসকে সম্মান জানাতেই সিজার মুলত বর্ষবরণের মার্চের উৎসবটি জানুয়ারিতে স্থানান্তরিত করেছিল । এই জানুস একজন দ্বিমুখী ঈশ্বর, যার এক মুখ যা পিছনের দিকে তা বিগত বছরের দিকে ফিরে তাকিয়ে আর এক মুখ যা সামনের দিকে তা নতুন বছরের দিকে তাকিয়ে। নতুন বছরে, রোমানরা জানুসকে বলি উৎসর্গ করতেন এবং ভাল আচরণের জন্য সিদ্ধান্ত নিতেন। যা হল রেজেলিউশন।
advertisement
3/6
নববর্ষের সংকল্প মধ্যযুগে অব্যাহত ছিল। নাইটরা বছরের শেষে একটি "ময়ূর মানত" করতেন। জীবন্ত বা রোস্টেড ময়ূরের উপর হাত রেখে নাইটহুডের মূল্যবোধ বজায় রাখার জন্য তাদের সংকল্প করতেন এমন উল্লেখ পাওয়া যায় ইতিহাসের পাতায়। ১৭ শতকের মধ্যেই রাজা রাজারা বা নাইটদের থেকে নববর্ষের রেজোলিউশন ধীরে ধীরে সাধারণ মানুষের হয়ে উঠছিল। ১৬৭১ সালে, স্কটিশ লেখক অ্যান হ্যালকেটের ডায়েরিতে ২ জানুয়ারীতে বেশ কয়েকটি রেজোলিউশন লেখা পাওয়া যায় তাতে লেখা ছিল "আমি আর বিরক্ত করব না"। যাই হোক এরপর থেকে ধীরে ধীরে প্রায় দুই শতাব্দী ধরে ইউরোপ থেকে এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পরে, নববর্ষের রেজোলিউশন ধর্মীয় বেড়া জাল থেকে বেরিয়ে হয়ে যায় সার্বজনীন। তবে দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে নতুন বছরের রেজোলিউশন-এর শপথ নেওয়ার নানা রীতি রয়েছে।
advertisement
4/6
ব্রাজিলে নববর্ষের প্রাক্কালে, রেজোলিউশন তৈরি করতে সমুদ্র সৈকতে যাওয়া ঐতিহ্য। মধ্যরাতের পরে, সাগরে গিয়ে সাতটি ইচ্ছা করার সময় সাতটি ঢেউ লাফ দেন তারা। জলের মধ্যে সমস্ত সাদা পোশাক পরে বিশুদ্ধ ভাবে এই কাজ করাই ঐতিহ্য সেখানে। সেই সঙ্গে জলের দেবী ইয়েমাঞ্জা-র প্রতি শ্রদ্ধা জানান। ইতালিতে, নববর্ষের রেজোলিউশনকে বুওনি প্রপোসিটি বা "ভাল উদ্দেশ্য" বলা হয়। এই রেজোলিউশনগুলো যেমন বেশি ব্যায়াম করা বা ধূমপান ত্যাগ করা মত সাধারণ বিষয়। অন্য দিকে বছরের প্রথম দিনে কিছু ইতালীয়দেরও ভাগ্য আনয়ন করার ঐতিহ্য রয়েছে। সেটি বেশ মজার, আপনি যদি সারা বছর মানিব্যাগ মোটা করতে চান তাহলে চর্বিযুক্ত শুয়োরের মাংস খেতে হবে, সৌভাগ্যের জন্য কালো চোখের মটর, মানে বরবটির দানা খেতে পারেন। এও বলা হয় ইতালীয়রাও মনে করেন নতুন বছরে লাল আন্ডারওয়্যার পরলে সামনের বছরে সৌভাগ্য আসে।
advertisement
5/6
কলম্বিয়াতে, লোকেরা রেজোলিউশন করে না কিন্তু ডিসিওস অর্থাৎ ইচ্ছা করে । ঘড়ির কাঁটা ১ জানুয়ারী মধ্যরাতে আঘাত করার সাথে সাথে প্রতিটি ঘন্টার জন্য একটি করে আঙ্গুর খাওয়ার ঐতিহ্য। প্রতিটি আঙ্গুরের জন্য, আপনি একটি ইচ্ছা - তাই মোট ১২টি আঙ্গুর এবং ১২টি ইচ্ছা। এই ইচ্ছাগুলি মুলত প্রিয়জনদের সুস্বাস্থ্য কামনা । এদেশের কিছু লোক নববর্ষে একটি কাগজে তাদের শুভেচ্ছা লিখে সারা বছর তাদের কাছে রাখে। ৩১ ডিসেম্বর তারা সেই ইচ্ছার কাগজ পুড়িয়ে দেন। এদেশের কিছু অন্যান্য ঐতিহ্য রয়েছে। যারা বছরভর প্রচুর অর্থ চান, তারা মসুর ডাল দিয়ে তাদের পকেট ভর্তি করতে পারেন। কেউ যদি ভ্রমণ করতে চান, তাহলে স্যুটকেসটি নববর্ষের মধ্যরাতে অবশ্যই সঙ্গে রাখতে হবে।
advertisement
6/6
স্প্যানিশরাও মধ্যরাতের ঘন্টার স্ট্রোকে ঠিক ১২ টি আঙ্গুর খেয়ে তাদের নতুন বছর শুরু করে। যদি ১২ বার বেল বাজানো শেষ হওয়ার আগে ১২টা আঙ্গুর খেতে পারেন অর্থাৎ প্রতি দুই সেকেন্ডে একটি আঙ্গুর, তাহলে একটি খুব ভালো এবং সমৃদ্ধপূর্ণ নতুন বছর হবে। আর ঘড়ির কাঁটা মধ্যরাত শেষ হওয়ার মধ্যে যদি সমস্ত আঙ্গুর শেষ না হয়, তাহলেই ভাগ্য খারাপ হবে! এমন টাই মনে করে স্পেনীয়রা। নানা মুনির নানা মতের মতো দেশ ও কাল ভেদে নানান রীতিনীতি। তবুও আজ জেন জি-এর যুগে রেজেলিউশন বেঁচে আছে মানুষের চলার পথে এগিয়ে যাওয়ার রুটিন হয়ে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
New Year Resolution: নতুন বছরে 'রেজোলিউশন' নেবেন! কিন্তু এর ইতিহাসটা কী, ২০২৫ পড়ার আগে জেনে নিন