অম্বুবাচীতে ভুলেও এই কাজগুলি করবেন না, নিয়ম মেনে চললে জীবন ভরে উঠবে আশীর্বাদে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অম্বুবাচী তিথিতে এই নিয়ম পালন না করলে জীবনে নেমে আসবে ঘোর দুঃসময়
advertisement
1/6

লোকবিশ্বাস মতে, আষাড় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাঙলা প্রবাদে রয়েছে ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। অম্বুবাচীর সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় তাই একনজরে দেখে নিন অম্বুবাচীতে পালনীয় নিয়মগুলি৷ Photo- File
advertisement
2/6
এই পর্বে ইশ্বরের আরাধনা করুন ৷ ইশ্বরের চিন্তায় এই সময়ে অন্তঃকরণের শুদ্ধি হয় ৷ Photo- Representative
advertisement
3/6
ঘরে যে দেবীমূর্তিগুলি আছে সেহুলি লাল কাপড় দিয়ে ঢেকে দিন ৷ Photo- Representative
advertisement
4/6
এই সময়ে আগুনে রান্না করা উচিত নয় ৷ তাই এই সময় ফল -দুধ খেয়ে থাকাই ভালো ৷ আর যদি রান্না করা খাবার খেতে হয় তাহলে অম্বুবাচী তিথি পড়ার আগেই রান্না করে রাখুন, এই পর্বে সেগুলিই অল্প অল্প করে খান ৷ Photo- Representative
advertisement
5/6
এই সময় মন্ত্রোচ্চারণ ছাড়া পুজো করুন এই পর্বে ইশ্বর আরাধনার জন্য ধুপ -দীপ দিয়ে পুজো করতে হয় ও ইশ্বরের বিষয়ে স্মরণ করতে হয় কিন্তু যে দেবীর যে মন্ত্র সেগুলি বলতে নেই ৷ Photo- Representative
advertisement
6/6
এই পর্বে কোনও মঙ্গলময় কাজ বা বড় কাজে হাত দেওয়া উচিত নয় ৷ লোকাচারমতে এই সময় বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এইরকম কোনও কাজ করা উচিত নয় ৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অম্বুবাচীতে ভুলেও এই কাজগুলি করবেন না, নিয়ম মেনে চললে জীবন ভরে উঠবে আশীর্বাদে