TRENDING:

TikTok Star Khabi Lame: কথা না বলেও ভিডিও করে হিট! ২২ বছরে ২০ কোটি ফলোয়ার এই টিকটক স্টার-এর

Last Updated:
TikTok Star Khabi Lame: কথা বলেন না, স্রেফ মুখের ভঙ্গিমায় লোক হাসান। এমন প্রতিভাকে আপনিও হয়তো দেখেছেন!
advertisement
1/6
কথা না বলেও ভিডিও করে হিট, ২২ বছরে ২০ কোটি ফলোয়ার এই টিকটক স্টার-এর
অনেকেই তাঁকে চেনেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটান যাঁরা। কথা না বলে ভিডিও করেন। তাতেই হিট টিকটকার খাবি লেম।
advertisement
2/6
‘লাইফ হ্যাকস্’-এর ভিডিও করেন তিনি। কিন্তু কোনও ভিডিওতেই কথা বলেন না সেনেগালের খাবি লেম। কথা বলেন না বলেই যেন তাঁকে দেখতে বেশি ভালবাসে লোকজন।
advertisement
3/6
শুধু মাত্র মুখভঙ্গিমায় যেন অনেক কথাই বুঝিয়ে দেন খাবি। সহজ কাজ কীভাবে জটিল করা হয় এবং সেই জটিলতা মনে কতটা বিরক্তি ও মজার উদ্রেক করে তা মুখে ফুটিয়ে তোলেন তিনি।
advertisement
4/6
মানুষকে হাসালেও তাঁর ব্যক্তিগত জীবন কিন্তু সমস্যায় ভরপুর। ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত খাবি। পড়াশোনা শেষ করতে পারেননি। তাঁর পরিবারকে সেনেগাল থেকে ইতালি চলে আসতে হয়েছিল।
advertisement
5/6
খাবি কখনও হোটেলে কাজ করেছেন, কখনও কারখানায়। তবে বছর দুয়েক আগে চাকরি খুইয়ে ঠিক করেন, এবার থেকে তিনি মজার ভিডিও বানাবেন। আর সেই মজার ভিডিও তাঁকে জনপ্রিয় করে তুলেছে। ২২ বছরের খাবির ফলোয়ার ২০ কোটি।
advertisement
6/6
চলতি বছরে খাবি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁকে দেখা যায়। টিকটকে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা চার্লি দি’অ্যামেলিওকে টপকে গিয়েছেন খাবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
TikTok Star Khabi Lame: কথা না বলেও ভিডিও করে হিট! ২২ বছরে ২০ কোটি ফলোয়ার এই টিকটক স্টার-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল