Composit Gas Cylinder: ৬৩৩ টাকায় বাড়িতে আনুন রান্নার গ্যাস, অনেক সুবিধা, সংসার খরচও কমবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Composit Gas Cylinder: ৬৩৩ টাকায় রান্নার গ্যাস! সংসার খরচ কমাতে পারবেন কিছুটা। জেনে নিন।
advertisement
1/6

রান্নার গ্যাস ও পেট্রোল, ডিজের দাম যেন রোজই বাড়ছে। আর নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই রাজ্যে প্রায় ৯২৭ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তার পর কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তাও মাত্র ১৯ টাকা মতো। এমন পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম নিয়ে মধ্যবিত্তের মাথায় চিন্তার শেষ নেই।
advertisement
2/6
কেন্দ্রীয় সরকারের এই ১৯ টাকা ভর্তুকির মায়া যদি ছাড়তে পারেন তা হলে আপনাদের আমরা কম খরচে রান্নার গ্যাস পাওয়ার রাস্তা বলে দিতে পারি। কম্পিজিট সিলিন্ডার। অনেকে নামটা শুনেছেন। অনেকে আবার জানেন না এই সম্পর্কে। এই রান্নার গ্যাসের সিলিন্ডার আপনি পেতে পারেন মাত্র ৬৩৩ টাকায়।
advertisement
3/6
এলপিজি সিলিন্ডারে গ্যাস থাকে ১৪.২ কেজি। তবে কম্পোজিট সিলিন্ডারে আপনি গ্যাস পাবেন ৫ ও ১০ কেজিতে। ৫ কেজির দাম পড়বে ৩৩০ টাকা। ১০ কেজির ৬৩৩ টাকা ৫০ পয়সা। তবে মনে রাখতে হবে, এলপিজির মতো কম্পোজিট সিলিন্ডারের দামও মাসের শুরুতে নির্ধারিত হয়। অর্থাত্ এই মাসে যা দাম ডিসেম্বরে সেটায় পরিবর্তন হতে পারে।
advertisement
4/6
ইন্ডেন-এর ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার নিতে হলে শুরুতে আপনাকে দিতে হবে ৩,৩৫০ টাকা। ৫ কেজির ক্ষেত্রে শুরুতে জমা দিতে হবে ২,১৫০ টাকা। আপনি বাড়িতে ডাবল সিলিন্ডার না রাখলেও চলবে। যার যেমন সামর্থ, তিনি তেমন বুূকিং করতে পারবেন। যেটা এলপিজির ক্ষেত্রে হবে না। ফলে আপনার এক মাসের সংসার খরচ অনেকটা কমতে পারে।
advertisement
5/6
এলপিজি সিলিন্ডার হয় লোহার। ফলে এদিক-ওদিক নাড়াতে বেশ অসুবিধা হয়। কম্পোজিট সিলিন্ডার কিন্তু লোহার নয়। ফলে সহজেই রান্নাঘরের এদিক-ওদিক নিয়ে যেতে পারবেন। অনেক সময় এলপিজি গ্যাস সিলিন্ডারে জং ধরে মেঝেতে দাগ পড়ে যায়। কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে সেটা হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
advertisement
6/6
কম্পোজিট সিলিন্ডার এমনভাবে তৈরি হয় যাতে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন, কতট গ্যাস রয়েছে। গ্রাহক চাইলে বাড়িতে ডাবল সিলিন্ডার রাখার সুবিধাও নিতে পারেন। https://iocl.com/composite-cylinder- ইন্ডেন-এর ওয়েবসাইটে গিয়ে পিন কোড দিয়ে চেক করে নিন, আপনার নিকবর্তী কোথায় কম্পোজিট সিলিন্ডার পাবেন!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Composit Gas Cylinder: ৬৩৩ টাকায় বাড়িতে আনুন রান্নার গ্যাস, অনেক সুবিধা, সংসার খরচও কমবে