কন্ডোম নিষিদ্ধ যে দেশে! জানেন নামটা? শুনলে কিন্তু অবাকই হবেন
- Published by:Suman Majumder
Last Updated:
Countries where condoms are banned: যে দেশে কন্ডোম ব্যবহার করা যায় না! নামটা জানেন কি?
advertisement
1/7

বিশ্বের প্রায় সব দেশেই কন্ডোম ব্যবহার করা হয়। তবে বিশ্বের ছয়টি দেশ রয়েছে যেখানে কন্ডোমের ওপর কোনো না কোনো ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। যেখানে শুধুমাত্র একটি দেশ আছে যেখানে এই নিষেধাজ্ঞা আইনত প্রযোজ্য।
advertisement
2/7
জনসংখ্যা নিয়ন্ত্রণে কন্ডোমের জুড়ি মেলা ভার। তবে ৬টি দেশে কন্ডোম ব্যবহার কার্যত নিষিদ্ধ। আজ সেই ৬টি দেশের কথাই আমরা বলব।
advertisement
3/7
আফগানিস্তানে কন্ডোমের ব্যবহার নিষিদ্ধ। আর সেটা একেবারে আইনত। ২০২৩ থেকে সেখানে তালিবান শাসন চলছে।
advertisement
4/7
ইন্দোনেশিয়াতেও কন্ডোমের ব্যবহার নিয়ে দেশবাসীকে কোনও উৎসাহ দেয় না সেখানকার সরকার। এমনকী কন্ডোম ব্যবহারের উপর যাতে আইনি উপায়ে নিষেধাজ্ঞা জারি করা যায়, ,সেই চেষ্টাও চলছে।
advertisement
5/7
নাইজেরিয়াতে কন্ডোম নিয়ে কোনওরকম প্রচার করা যায় না। নাইজেরিয়ায় জনঘনত্ব অনেক বেশি।
advertisement
6/7
ফিলিপিন্সেও কন্ডোমের ব্যবহার খুব কম হয়। সেখানে কট্টরপন্থীদের দাপটে কন্ডোম নিয়ে কোনওরকম প্রচার করা যায় না।
advertisement
7/7
উত্তর কোরিয়াতেও কন্ডোমের ব্যবহার ভাল নজরে দেখা হয় না। তবে সেখানে আইনত কোনও বাধা নেই।