Viral News: ঠিক মৃত্যুর আগে মানুষ কী ভাবে, কী দেখে? গবেষণা করতে গিয়ে চমকে গেলেন বিজ্ঞানীরা
- Published by:Uddalak B
Last Updated:
Viral News: হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় ওই মানুষটির মগজে চলছিল আশ্চর্য সব কাণ্ড৷
advertisement
1/5

আপনার যখন মৃত্যু আসন্ন, তখন আপনার মগজের মধ্যে ঠিক কি চলে, সে কথার বিস্তারিত উত্তর এখনও দিতে পারেনি বিজ্ঞান৷ যদি লুইসিভিলে বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে অবাক করা সব তথ্য৷ তাঁরা মানুষের মৃত্যুকালীন চিন্তার নাগাল পাওয়ার খুব কাছাকাছি পৌঁছেছেন৷
advertisement
2/5
এই সময়ে মগজে ঠিক কী চলে, তা নিয়ে নানারকম যুক্তি ও প্রতিযুক্তি রয়েছে৷ তবে এতদিন সেগুলিকে বিশ্লেষণ করা হয়নি৷ সম্প্রতি চিকিৎসক আজমল জেমারের নেতৃত্বে একটি গবেষক দল একটি মৃতপ্রায় মানুষের মগজের কাজকর্ম বিশ্লেষণ করে দেখেন৷ তাঁরা একরকমের পরিবর্তন দেখতে পেয়েছিলেন৷
advertisement
3/5
এই গবেষকের দল এপিলেপ্সিতে আক্রান্ত এক রোগির উপর পরীক্ষা শুরু করেছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ চিকিৎসার সময়েই তাঁর হঠাৎ হার্ট অ্যাটাক হয়, সেখানেই তিনি প্রয়াত হয়৷ এই পুরো ঘটনাক্রম ইলেক্ট্রো এনসেফেলোগ্রাফি করা হয়৷
advertisement
4/5
হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় ওই মানুষটির মগজে চলছিল আশ্চর্য সব কাণ্ড৷ মোট শেষ ৯০০ সেকেন্ডের উথালপাথাল করা মগজের কাজকর্ম বিজ্ঞানীকে অবাক করেছে৷ বলা হয়েছে, ওই মানুষটির হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে ওই মানুষটির মন ছুটেছিল অতীতের দিকে৷
advertisement
5/5
ফ্ল্যাশের মতো অতীতের বিভিন্ন ঘটনা চোখের সামনে ভেসে উঠেছিল বলে মনে করা হচ্ছে৷ আসলে মানুষের মগজের মধ্যে অনেকটা জুড়ে থাকে স্মৃতি৷ সেটাই ফিরে ফিরে আসে মৃত্যুর আগে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ঠিক মৃত্যুর আগে মানুষ কী ভাবে, কী দেখে? গবেষণা করতে গিয়ে চমকে গেলেন বিজ্ঞানীরা