TRENDING:

Viral News: ঠিক মৃত্যুর আগে মানুষ কী ভাবে, কী দেখে? গবেষণা করতে গিয়ে চমকে গেলেন বিজ্ঞানীরা

Last Updated:
Viral News: হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় ওই মানুষটির মগজে চলছিল আশ্চর্য সব কাণ্ড৷
advertisement
1/5
ঠিক মৃত্যুর আগে মানুষ কী ভাবে, কী দেখে? গবেষণা করতে গিয়ে চমকে গেলেন বিজ্ঞানীরা
আপনার যখন মৃত্যু আসন্ন, তখন আপনার মগজের মধ্যে ঠিক কি চলে, সে কথার বিস্তারিত উত্তর এখনও দিতে পারেনি বিজ্ঞান৷ যদি লুইসিভিলে বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে অবাক করা সব তথ্য৷ তাঁরা মানুষের মৃত্যুকালীন চিন্তার নাগাল পাওয়ার খুব কাছাকাছি পৌঁছেছেন৷
advertisement
2/5
এই সময়ে মগজে ঠিক কী চলে, তা নিয়ে নানারকম যুক্তি ও প্রতিযুক্তি রয়েছে৷ তবে এতদিন সেগুলিকে বিশ্লেষণ করা হয়নি৷ সম্প্রতি চিকিৎসক আজমল জেমারের নেতৃত্বে একটি গবেষক দল একটি মৃতপ্রায় মানুষের মগজের কাজকর্ম বিশ্লেষণ করে দেখেন৷ তাঁরা একরকমের পরিবর্তন দেখতে পেয়েছিলেন৷
advertisement
3/5
এই গবেষকের দল এপিলেপ্সিতে আক্রান্ত এক রোগির উপর পরীক্ষা শুরু করেছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ চিকিৎসার সময়েই তাঁর হঠাৎ হার্ট অ্যাটাক হয়, সেখানেই তিনি প্রয়াত হয়৷ এই পুরো ঘটনাক্রম ইলেক্ট্রো এনসেফেলোগ্রাফি করা হয়৷
advertisement
4/5
হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় ওই মানুষটির মগজে চলছিল আশ্চর্য সব কাণ্ড৷ মোট শেষ ৯০০ সেকেন্ডের উথালপাথাল করা মগজের কাজকর্ম বিজ্ঞানীকে অবাক করেছে৷ বলা হয়েছে, ওই মানুষটির হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে ওই মানুষটির মন ছুটেছিল অতীতের দিকে৷
advertisement
5/5
ফ্ল্যাশের মতো অতীতের বিভিন্ন ঘটনা চোখের সামনে ভেসে উঠেছিল বলে মনে করা হচ্ছে৷ আসলে মানুষের মগজের মধ্যে অনেকটা জুড়ে থাকে স্মৃতি৷ সেটাই ফিরে ফিরে আসে মৃত্যুর আগে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ঠিক মৃত্যুর আগে মানুষ কী ভাবে, কী দেখে? গবেষণা করতে গিয়ে চমকে গেলেন বিজ্ঞানীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল