TRENDING:

শিবরাত্রির ঠিক আগে পালন করে নিন বিজয়া একাদশী, জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেবে এই মহাব্রত

Last Updated:
মহাশিবরাত্রি পালনের প্রচলন তো বহুল তবে এই একাদশী তার আগে পালন করলে জীবনে অর্থ-কাম-মোক্ষ সব সংকল্পই হবে পূরণ
advertisement
1/7
শিবরাত্রির ঠিক আগে পালন করুন বিজয়া একাদশী, জীবন ভরবে পূর্ণতায়
ইশ্বরের অনন্য আশীর্বাদেই জীবন পূর্ণতা দান করে ৷ মানুষ নিজের নিজের মতো করেই ইশ্বর সাধনা করে ৷ শুক্রবার হচ্ছে মহাশিবরাত্রি তার আগে আজ একাদশী চলছে ৷ এই একাদশীতে বিজয়া একাদশী হিসেবে বিষ্ণু তথা নারায়ণের পুজোয় সিদ্ধিলাভ অনিবার্য৷ জীবেনর যা বাধা থাকে তা দূর হয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত ৷ Photo- File
advertisement
2/7
কথিত আছে শ্রীরাম চন্দ্র লঙ্কা বিজয়ের মনোস্কামনা নিয়ে সমুদ্রের তিরে বসে এই ব্রত পালন করেছিলেন ৷ এই ব্রত পালন করলে যে কোনও মনোস্কামনা পূরণ হবেই ৷ Photo- File
advertisement
3/7
হিন্দু পঞ্চাঙ্গের অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ৷ মহাশিবরাত্রির দু দিন আগে এই একাদশী তিথি পড়েছে ৷ এবারের বিজয়া একাদশীর তারিখ ১৯ জানুয়ারি অন্যদিকে ২১ পেব্রুয়ারি মহা শিবরাত্রি ৷ একাদশী তিখি এবার থাকছে ১৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৩২ মিনিটে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ১৯ ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে ২ মিনিটে ৷ অন্যদিকে এবারের তিথি পালনের আদর্শ সময় ২০ ফেব্রুয়ারি সকাল ৬ টা ৫৬ মিনিট থেকে ৯ টা ১১ অবধি ৷ Photo- File
advertisement
4/7
বিজয়া একাদশীতে নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে পড়াশুনো ও টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে প্রচুর লাভ হয় ৷ এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় ৷ Photo- File
advertisement
5/7
এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্বচ্ছ্ব বস্ত্র পরিধান করতে হবে ৷ এরপর সংকল্প ধারণ করতে হয় ৷ যে জায়গায় পুজো হবে সে জায়গার বেদিতে সাত রকমের শস্য রাখতে হবে ৷ (যাতে থাকবে অড়হর, মুগ, গম, ছোলা, যব, চাউল আর বাজরা )
advertisement
6/7
বেদির ওপর একটি কলস স্থাপন করতে হয় , তাতে আম -অশোক সহ পঞ্চবটীর পাতা লাগাতে হবে এরপর ভগবান বিষ্ণুর ছবি স্থাপনা করে সেখানে হলুদ ফুল দিতে হবে ৷ পায়ে দিতে হবে তুলসী ৷
advertisement
7/7
তারপর ধুপ ও দীপ দিয়ে অর্চনা করতে হবে ৷ ঠাকুরের আরতি করার পর ফলাহার করবেন ৷ সারারাত ভজন-পূজনের মধ্যে দিয়ে রাত জেগে জাগরণ পালন করতে হবে ৷ পরের দিন সকালে ব্রাহ্মণদের খাওয়ান ৷ এরপর আপনি খাবার গ্রহণ করুন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শিবরাত্রির ঠিক আগে পালন করে নিন বিজয়া একাদশী, জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেবে এই মহাব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল