Jam And Jelly: জ্যাম আর জেলি কিন্তু একেবারেই আলাদা খাবার, পার্থক্যটা কোথায় জানেন?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

পাউরুটি বা রুটির উপরে মাখানো জ্যাম বা জেলি, প্রাতরাশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা একসঙ্গেই জ্যাম-জেলি বলি ঠিক-ই, কিন্তু জানেন কি, জ্যাম ও জেলি কিন্তু একেবারেই এক নয়, এদের মধ্যে ফারাক আছে। সেটা কোথায়?
advertisement
2/5
জেলি বানানো হয় ফল কিংবা সব্জির রস দিয়ে। তবে রসের মতো টলটলে হয় না জেলি, এক জায়গায় জমাট বেঁধে থাকে।
advertisement
3/5
জ্যাম বানানো হয় কোনও একটি ফল ভাল ভাবে পিষে নিয়ে। ফলে যে-কোনও জ্যামেই থাকে ফলের কিছু কুচি যা খাওয়ার সময়ে মুখে পড়ে।
advertisement
4/5
জেলি দেখতে হয় একেবারেই স্বচ্ছ, মসৃণ। জ্যাম হল থকথকে, জমাট বাঁধে না।
advertisement
5/5
খাদ্যগুণ প্রায় সমানই জ্যাম এবং জেলিতে। ডায়াবেটিস রোগীদের জন্য দুই-ই ক্ষতিকর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Jam And Jelly: জ্যাম আর জেলি কিন্তু একেবারেই আলাদা খাবার, পার্থক্যটা কোথায় জানেন?