Jalebi Bai Recipe: নতুন বছরে কামড় দিন মিষ্টি-নোনতা লাজবাব স্বাদের 'জলেবি বাই'-তে! সহজেই বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Jalebi Bai Recipe: নতুন বছরে নতুন কিছু রেসিপি তৈরি করতে মন চাইছে আপনার? তাহলে তৈরি করতে পারেন জলেবি বাই। নাম শুনে চমকে যাবেন না একেবারেই। এটি চিকেন দিয়ে তৈরি।
advertisement
1/5

নতুন বছরে নতুন কিছু রেসিপি তৈরি করতে মন চাইছে আপনার? তাহলে তৈরি করতে পারেন জলেবি বাই। নাম শুনে চমকে যাবেন না একেবারেই। এটি চিকেন দিয়ে তৈরি। মিষ্টি-নোনতা স্বাদের ফিউশন ও চিকেনকে জিলিপির আকারে তৈরি করে দেখতে ও স্বাদে নতুনত্ব আনার রেসিপি হল এই খাবার। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
এটি তৈরি করতে হলে চিকেন লেগপিস ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর অরেঞ্জ জুস, আদা-রসুন বাটা, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, রোস্টেড কিউমিন পাউডার, নুন, লঙ্কার গুঁড়ো, তন্দুরি চিকেন মশলা, মাস্টার্ড অয়েল দিয়ে ভাল করে চিকেনকে ম্যারিনেট করতে হবে।
advertisement
3/5
এরপর ময়দা মেখে জিলিপির আকারে ভাজতে হবে সেগুলিকে। তবে চিনি দেওয়া যাবে না। বদলে সিরাপ, চাট মশলা যোগ করতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে এই খাবার।
advertisement
4/5
এই নতুন রেসিপি পরিবেশন করা হলে অনেকেই চমকে যাবে। এই তথ্য জানিয়েছেন ডায়টেশিয়ান তথা রন্ধন বিশারদ দেবজ্যোতি জানা। জলেবি বাই চিকেন হল মিষ্টি ও নোনতার মিশ্রণে নতুন এক খাবার।
advertisement
5/5
এটিকে মুরগির মাংসকে কিমা বানিয়ে মশলা দিয়ে মাখিয়ে জিলিপর মতো প্যাঁচানো আকারে তৈরি করা যেতে পারে এবং চিনির সিরায় ডুবিয়ে পরিবেশন করাও যেতে পারে। দুধ ও জাফরানে ভেজানো পাঁউরুটি অথবা কাজু দিয়ে ডো তৈরি করে ব্যবহার করা যেতেও পারে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Jalebi Bai Recipe: নতুন বছরে কামড় দিন মিষ্টি-নোনতা লাজবাব স্বাদের 'জলেবি বাই'-তে! সহজেই বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি