TRENDING:

IRCTC Ticket Cancellation Charges: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটা যেতে পারে জানেন! জানুন পুরো হিসাব...

Last Updated:
IRCTC Ticket Cancellation Charges: IRCTC কনফার্মড ট্রেন টিকিট বাতিলে চার্জ কত কাটে, রিফান্ড কবে ও কিভাবে মেলে, তৎকাল টিকিট রিফান্ডের নিয়ম, এবং ট্রেন বাতিল হলে পূর্ণ ভাড়া ফেরতের শর্ত—সব তথ্য একসাথে জানুন...
advertisement
1/8
ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটা যেতে পারে জানেন! জানুন পুরো হিসাব...
আপনি ভ্রমণের পরিকল্পনা করেছেন এবং ট্রেনের কনফার্ম টিকিটও পেয়েছেন, কিন্তু কোনো কারণে যাত্রার পরিকল্পনা বদলে গেছে? তখন প্রথম প্রশ্ন আসে—টিকিট বাতিল করলে কত টাকা কাটা হবে এবং রিফান্ড কিভাবে মিলবে? IRCTC এই জন্য নির্দিষ্ট নিয়ম করেছে, যা নির্ভর করে আপনি কখন টিকিট বাতিল করছেন তার উপর।
advertisement
2/8
ই-টিকিট বাতিল করতে এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে আপনার বুক করা টিকিটে (Confirmed IRCTC Ticket) ক্লিক করুন এবং কয়েক মিনিটের মধ্যেই বাতিল হয়ে যাবে। চার্ট তৈরি হওয়ার আগে এবং পরে—দুই সময়েই বাতিলের আবেদন করা যায়। তবে চার্ট তৈরি হওয়ার পরে সরাসরি রিফান্ড পাওয়া যাবে না, বরং TDR ফাইল করতে হবে।
advertisement
3/8
রেলওয়ে কাউন্টারে ই-টিকিট বাতিল করা যায় না রেলওয়ে কাউন্টারে ই-টিকিট বাতিল করা সম্ভব নয়। আপনি চাইলে টিকিটের শুধু কিছু অংশ (পার্টিয়াল) বা পুরোটা (ফুল) বাতিল করতে পারেন।
advertisement
4/8
টাকা কাটার হিসাব – ৪৮ ঘণ্টার বেশি আগে এসি ফার্স্ট ক্লাস / এক্সিকিউটিভ ক্লাস – ২৪০ টাকা, এসি ২ টিয়ার / ফার্স্ট ক্লাস – ২০০ টাকা, এসি ৩ টিয়ার / এসি চেয়ার কার / এসি ৩ ইকোনমি – ১৮০ টাকা স্লিপার ক্লাস – ১২০ টাকা, সেকেন্ড ক্লাস – ৬০ টাকা, ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে - ভাড়ার ২৫% টাকা চার্জ কাটা হবে, তবে উপরের উল্লেখিত ন্যূনতম চার্জের কম হবে না।
advertisement
5/8
১২ থেকে ৪ ঘণ্টা আগে বা চার্ট তৈরি হওয়া পর্যন্ত - ভাড়ার ৫০% চার্জ কাটা হবে এবং ন্যূনতম চার্জের নিয়ম এখানেও প্রযোজ্য হবে।
advertisement
6/8
চার্ট তৈরি হওয়ার পরে বাতিলের নিয়ম চার্ট তৈরি হওয়ার পরে ই-টিকিট সরাসরি বাতিল করা যায় না। এর জন্য TDR ফাইল করতে হয়, যা ট্রেনের নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা আগে পর্যন্ত করতে হবে। দেরি হলে কোনও রিফান্ড দেওয়া হবে না।
advertisement
7/8
তৎকাল টিকিট ও ট্রেন বাতিলের রিফান্ড: কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না। তবে তৎকাল টিকিট যদি ওয়েটলিস্টেড বা RAC হয় এবং ট্রেন ছাড়ার অন্তত ৪ ঘণ্টা আগে বাতিল করা হয়, তবে প্রতি যাত্রীর জন্য ২০ টাকা + GST কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
advertisement
8/8
ট্রেন যদি প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা প্রযুক্তিগত কারণে PRS সিস্টেমে "Cancelled" দেখায়, তবে পুরো ভাড়া ফেরত দেওয়া হবে। ই-টিকিটের ক্ষেত্রে এই বাতিল অনলাইনে করতে হবে এবং ট্রেনের নির্ধারিত সময়ের ৩ দিনের মধ্যে করতে হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IRCTC Ticket Cancellation Charges: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটা যেতে পারে জানেন! জানুন পুরো হিসাব...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল