IRCTC Ladakh Tour: এত সস্তায় লাদাখ ভ্রমণ! কল্পনাতেও আসবে না, IRCTC-র দুর্দান্ত অফার! মিস করবেন না
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IRCTC Ladakh Tour: এই প্যাকেজের মধ্যে থাকা, খাওয়ার, ভ্রমণ সবই রয়েছে। প্যাকেজের মধ্যেই হোটেল ভাড়া, বেড়ানোর জন্য গাড়ি, টিকিট কোনও কিছু নিয়েই ভাবতে হবে না।
advertisement
1/8

আইআরসিটিসির একদিকে যেখানে ট্রেনের মাধ্যমে গোটা দেশে আলাদা আলাদা অংশের ট্যুর প্যাকেজ চালানো শুরু করেছে সেখানে দেশের আলাদা আলাদা অংশে অবস্থিত, যেসব জায়গার দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সে সকল জায়গাতে সকলের জন্য টুর প্যাকেজ শুরু করেছে।
advertisement
2/8
এই সূচির অঙ্গ অনুযায়ী আইআরসিটিসি-র তরফে লাদাখ ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজ আনা হয়েছে। যে কেউ এই দুর্দান্ত প্যাকেজের সুবিধে নিতে পারবেন। আসুন জেনে নিই প্যাকেজের বিস্তারিত বিবরণ।
advertisement
3/8
এই প্যাকেজের মধ্যে থাকা, খাওয়ার, ভ্রমণ সবই রয়েছে। প্যাকেজের মধ্যেই হোটেল ভাড়া, বেড়ানোর জন্য গাড়ি, টিকিট কোনও কিছু নিয়েই ভাবতে হবে না।
advertisement
4/8
IRCTC-র তরফে এই ট্যুর প্যাকেজের নাম রাখা হয়েছে, থ্রিলিং লেহ-লাদাখ উইথ জিরো পয়েন্ট। লাদাখ ঘোরার এই প্যাকেজের কোড NDH31. এই প্যাকেজে আপনি লাদাখ ঘুরতে চাইলে বোর্ডিং পয়েন্ট হবে দিল্লি।
advertisement
5/8
এই প্যাকেজটি ৭ দিন ৬ রাতের। এই প্যাকেজে লাদাখ ঘুরতে চাইলে যা যা দেখতে পাবেন, তা হল লেহ, তুরতুক, প্যাংগং, নুব্রা, শাম উপত্যকা। ৮ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই প্যাকেজের মধ্যে আপনি ঘুরতে যেতে পারবেন।
advertisement
6/8
এই প্যাকেজের জন্য কত টাকা খরচ পড়বে? IRCTC-র তরফে জানানো হয়েছে, একলা গেলে খরচ পড়বে ২৪,৫০০ টাকা। দুইজন যাত্রী একসঙ্গে গেলে প্যাকেজে জনপ্রতি খরচ পড়বে ১৯,৯০০ টাকা। তিনজনের জন্য জনপ্রতি খরচ আরও কিছুটা কমবে। দিতে হবে ১৯,৪০০ টাকা। ৫-১১ বছর বয়সী শিশু থাকলে বিছানা ছাড়া শিশুদের জন্য জনপ্রতি খরচ পড়বে ১৩৭০০ টাকা এবং বিছানা খরচ পড়বে ১৮২০০ টাকা।
advertisement
7/8
এই প্যাকেজে ঘুরতে গেলে নন-এসি গাড়িতে ঘোরানো হবে। লেহ-তে থাকা হবে তিন রাত, নুব্রা ভ্যালিতে দুই রাত আর প্যাংগং-এ এক রাত থাকার ব্যবস্থা করেছে আইআরসিটিসি। এই জায়াগাগুলিতে হোটেলে থাকা এবং সকালের জলখাবার ও ৬ রাতের খাবার আপনি ওই প্যাকেজের মধ্যেই পাবেন। এছাড়াও থাকবে ভ্রমণ বীমা, ইনার লাইন পারমিট, জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার।
advertisement
8/8
কীভাবে বুক করবেন এই প্যাকেজ? সরাসরি IRCTC ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে করে ফেলতে পারেন বুকিং। এ ছাড়াও আইআরসিটিসি-র পর্যটক সুবিধাকেন্দ্র, জোনাল অফিস কিংবা আঞ্চলিক অফিসে গিয়েও এই প্যাকেজ আপনি নিজের বা গোটা পরিবারের জন্য বুক করতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IRCTC Ladakh Tour: এত সস্তায় লাদাখ ভ্রমণ! কল্পনাতেও আসবে না, IRCTC-র দুর্দান্ত অফার! মিস করবেন না