TRENDING:

International Mother Language Day | Bengali Language: বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাকও হবেন, গর্বও করবেন!

Last Updated:
International Mother Language Day | Bengali Language: বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাকও হবেন, গর্বও করবেন!
advertisement
1/6
বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাক হবেন, গর্বও হবে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের অবশ্যই বাংলা ভাষার বিষয়ে একটা তথ্য জেনে রাখা উচিত। বিশ্বে কতই তো ভাষা রয়েছে। তারই একটা বাংলা। কিন্তু বিশ্বজুড়ে কত মানুষ বাংলায় কথা বলেন, তা কি বলতে পারবেন? বিশ্বতালিকায় সেই স্থান কিন্তু আপনাকে অবাক করে দেবে।
advertisement
2/6
জানলে হয়ত অবাক হবেন, শুধু ভারতে স্বীকৃত সরকারি ভাষার সংখ্যাই ২২টি। শুধু তাই নয়, এছাড়াও ভারতের নানা প্রান্তে নানা ভাষায় কথা বলেন মানুষ।
advertisement
3/6
বিশ্বজুড়ে কত ভাষাই যে রয়েছে, তার ইয়ত্তা নেই। কিন্তু তারমধ্যে বাংলায় কত মানুষ কথা বলেন, এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। আর জানার পর বাঙালি হিসেবে আপনি যে গর্ববোধ করবেন, তা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।
advertisement
4/6
বাংলায় সাধারণত কথা বলেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ। এছাড়া গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র বাঙালি, যাদের কথা বলার ভাষা এই বাংলাই। কর্মসূত্রে বিশ্বের এ প্রান্ত ও প্রান্তে কত মানুষ যে রয়েছেন, যাঁরা বাংলাভাষী।
advertisement
5/6
জেনে রাখুন, ভারতে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন হিন্দি ভাষায়। ভারতের স্বীকৃত ভাষাগুলির মধ্যে হিন্দির স্থান তাই ১ নম্বরে। আর এরপরই রয়েছে বাংলার স্থান। অর্থাৎ ভারতে বাংলা ভাষা বলেন, এমন মানুষের সংখ্যা রয়েছে ২ নম্বরেই। ভারতের মোট জনসংখ্যার ৮.০৩ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন।
advertisement
6/6
আর বিশ্বের মধ্যে বাংলায় কথা বলা মানুষের সংখ্যা রয়েছে সপ্তম স্থানে। এ কী কম গর্বের! পরিসংখ্যান অনুযায়ী, গোটা পৃথিবীতে ২৬৫ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন। এই তালিকার ১ নম্বরে রয়েছে ইংরেজি। ২ নম্বরে ম্যান্ডারিন চাইনিজ, ৩ নম্বরে রয়েছে ভারতের হিন্দি ভাষা। ৪ নম্বরে রয়েছেন স্প্যানিশ ভাষা, আর ৫ নম্বরে ফরাসি ভাষা, আরবির স্থান ৬, আর এর ঠিক পরেই রয়েছে বাংলা ভাষা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
International Mother Language Day | Bengali Language: বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাকও হবেন, গর্বও করবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল