TRENDING:

International Men's Day: পুরুষদের মধ্যে ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব! কর্মক্ষেত্রে নারায়ণ মূর্তির ৯-৯-৬ নীতির ‘কুপ্রভাব’ বুঝিয়ে দিলেন চিকিৎসক

Last Updated:
এক সময় চিনের প্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলিতে বহু ক্ষেত্রে মনে চলা হতো এই নীতি৷ এই নীতি অনুযায়ী, সংস্থার কর্মীদের সকাল ৯টা য়তেকে রাত ৯টা সপ্তাহে ৬দিন কাজ করতে হতো৷ নারায়ণ মূর্তির এহেন তুলনার পরেই বিভিন্ন প্রতিক্রিয়া থেকে শুরু করে মিম শেয়ার শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
1/7
পুরুষদের মধ্যে ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব! ৯-৯-৬ নীতির ‘কুপ্রভাব’ বুঝিয়ে দিলেন চিকিৎসক
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারতের যুব সমাজের উচিত সপ্তাহে ৭২ ঘণ্টা কাজ করা৷ ওয়ার্ক-লাইফ ব্যালেন্স সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়ে ফের আলোচনায় ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি৷ এবার নিজের যুক্তির সপক্ষে তিনি টেনে এনেছেন চিনের কুখ্যাত ৯৯৬ নীতি৷
advertisement
2/7
কী এই ৯-৯-৬ নীতি? এক সময় চিনের প্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলিতে বহু ক্ষেত্রে মনে চলা হতো এই নীতি৷ এই নীতি অনুযায়ী, সংস্থার কর্মীদের সকাল ৯টা য়তেকে রাত ৯টা সপ্তাহে ৬দিন কাজ করতে হতো৷ নারায়ণ মূর্তির এহেন তুলনার পরেই বিভিন্ন প্রতিক্রিয়া থেকে শুরু করে মিম শেয়ার শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
3/7
তবে নেটিজেনদের এই সমস্ত প্রতিক্রিয়ার মাঝে নজরে এসেছে এক কার্ডিওলজিস্টের প্রতিক্রিয়া৷ নিজের পোস্টে নারায়ণ মূর্তির ৭২ ঘণ্টা প্রতি সপ্তাহ নীতির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, এমন করলে আর কিছুই হবে না, সংশ্লিষ্ট কর্মী আর সন্তান জন্ম দিতে সক্ষম থাকবেন না৷
advertisement
4/7
ডা. দীপক কৃষ্ণামূর্তি, ডিরেক্টর এবং কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রধান কার্ডিওলজিস্ট লিখেছেন, ‘‘কম বার যৌন মিলন, বিশেষ করে ওভিউলেশনের আশপাশের দিনগুলিতে, কারণ সাধারণ জীববিজ্ঞানটাই অনেকের অজানা, মানুষের সাধারণ উপায়ে সন্তানধারণ করতে না পারার অন্যতম কারণ৷ আমার মনে হয়৷ আর যদি সপ্তাহে ৭২ ঘণ্টা কাজ করা নিয়ম হয়ে যায়, তাহলে আমার মনে হয় মানুষের এমনিতেও শরীরে কোনও এনার্জি বেঁচে থাকবে না৷’’
advertisement
5/7
ওই চিকিৎসক প্রখ্যাত পডকাস্টার দিলীপ কুমারের একটি টুইট রিট্যুইট করে লেখেন৷ দিলীপ তাঁর পোস্টে লিখেছিলেন, ‘‘IVF ভবিষ্যতে বড় ব্যবসা হতে চলেছে৷ কোনও কোনও কম্পানি তো বছরে ১৫০০ কোটি টাকা রেভেনিউ কামায়৷’’ দিলীপের মতে, জনমানসে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের সমস্যায় IVF সংস্থাগুলির এই বাড়বাড়ন্তের মূল কারণ৷ দিলীপ লেখেন,...
advertisement
6/7
দিলীপের মতে, বন্ধ্যাত্বে সমস্যা বাড়ার অন্যতম কারণ আমাদের লাইফস্টাইলে পরিবর্তন, বেশি বয়সে বিয়ে, দূষণ এবং বেশি বয়সে সন্তানধারণে সচেষ্ট হওয়া৷
advertisement
7/7
প্রসঙ্গত, চিকিৎসকেরা জানান, অতিরিক্ত বাইরের খাবার, কর্মস্থলে স্ট্রেস, বাড়তি ওয়ার্কিং আওয়ার মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত করে দিচ্ছে যুব সমাজকে৷ যা প্রভাব ফেলছে তাদের ব্যক্তিগত জীবনে৷ অতিরিক্ত স্ট্রেস প্রভাব ফেলছে পুরুষদের স্পার্ম কাউন্টেও৷ যার জেরেই অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে সন্তান উৎপাদন ও সন্তানধারণে সমস্যা৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
International Men's Day: পুরুষদের মধ্যে ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব! কর্মক্ষেত্রে নারায়ণ মূর্তির ৯-৯-৬ নীতির ‘কুপ্রভাব’ বুঝিয়ে দিলেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল