Interesting Facts: নেই ফুসফুস, কান ! নিজের ওজনের তিন গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়ে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

নিত্যদিন বাড়ি-বাইরে পিঁপড়েদের দেখা। ছোট্ট এই প্রাণীটি হাজার বিষ্ময়ে ভরা! পিঁপড়েদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়। তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে কলোনি করে থাকে।
advertisement
2/6
পিঁপড়েরা প্রায় ডাইনোসরদের মতো প্রাচীন। এই পৃথিবীতে ২০০,০০০ বছরের বেশি সময় ধরে আছে পিঁপড়েরা
advertisement
3/6
পিঁপড়েরা নিজেদের মধ্যে যোগাযোগ করে ফেরোমোন কেমিক্যাল ব্যবহার করে। এই কেমিক্যাল-এর সাহায্যে তারা নিজেদের মধ্যে সংবাদ পাঠায়, বিপদ দেখলে সাবধান করে, খাবারের সন্ধান দেয়।
advertisement
4/6
পিঁপড়েদের একদল শ্রমিক। তাদের কাজ কলোনির রানি ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁপড়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে ৩ গুণ বেশি ওজন বহন করতে পারে।
advertisement
5/6
পিঁপড়ের ফুসফুস ও কান নেই। শরীরের দুই পাশের ছিদ্র দিয়ে শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শোনে। তাদের পাকস্থলী দুটি। একটি খাবার খাওয়ার জন্য আরেকটি খাবার জমানোর জন্য।
advertisement
6/6
বিশ্বে মোট পিপড়ার সংখ্যা এক ট্রিলিয়নের বেশি। বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিপড়ার ওজন সমান সমান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Interesting Facts: নেই ফুসফুস, কান ! নিজের ওজনের তিন গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়ে