অনেক দেশের মানুষই রোজ স্নান করেন না! রোজ গায়ে জল ঢালেন কারা, জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Bathing: শীতকালে স্নান করাটাই সব থেকে কঠিন কাজ! জেনে নিন, কোন দেশের মানুষ সপ্তাহে ক'দিন স্নান করেন!
advertisement
1/9

শীতে স্নান করাটাই যেন সব থেকে কঠিন কাজ! তবে জানেন কি, পৃথিবীর অনেক দেশের মানুষই রোজ স্নান করেন না। কেউ কেউ তো আবার সপ্তাহে একবার স্নান করেন। একটা দেশের ভৌগলিক অবস্থাব অনুযায়ী সেখানকার মানুষের স্নানের অভ্যাস নির্ভর করে।
advertisement
2/9
সারা দুনিয়ায় মহিলারা পুরুষদের থেকে বেশি স্নান করে। দুনিয়ায় ৬৩ শতাংশ মহিলা রোজ স্নান করে। ৫৮ শতাংশ পুরুষ রোজ স্নান করে।
advertisement
3/9
চিনের গ্রামের বহু মানুষ রোজ স্নান করেন না। চিনের পশ্চিম অংশের বহু গ্রামের মানুষ মাসে ২-৩ বার স্নান করেন। ওই অঞ্চলে শীত বেশি। তার উপর জল গরম করার সুবিধাও তেমন নেই।
advertisement
4/9
চিনের গ্রামাঞ্চলে ৮০ কোটি মানুষ থাকে। তার মধ্যে ২০ কোটি মানুষ মাসে একবার মাত্র স্নান করে। চিনের বহু গ্রামে সোলার সিস্টেমে চালিত সর্বজনীন স্নানাগারের ব্যবস্থা আছে। সেখানে গরম জল পাওয়া যায়।
advertisement
5/9
চিনের শহরাঞ্চলের মানুষ রোজ স্নান করেন না। তার কারণ তাঁদের ব্যস্ততা। বেশিরভাগ মানুষ সেখানে সপ্তাহে ২ বার স্নান করেন।
advertisement
6/9
বেশিরভাগ ইংরেজ সপ্তাহে ৩ বার স্নান করেন। কেউ কেউ আবার সপ্তাহে ৫বার স্নান করেন।
advertisement
7/9
স্পেনে বেশিরভাগ মানুষ সপ্তাহে ২ বার স্নান করেন। ফ্রান্সের মানুষও বেশিরভাগ সপ্তাহে ২-৩ বার স্নান করেন। রেকর্ড বলছে. ফ্রান্সে বেশিরভাগ মানুষ বছরে মাত্র ৬০০ গ্রাম সাবান ব্যবহার করেন।
advertisement
8/9
রাশিয়ার বেশিরভাগ মানুষ সপ্তাহে মাত্র একবার স্নান করেন। রেকর্ড বলছে, প্রতি পাঁচজন রাশিয়ানের মধ্যে একজন নিজের বাড়িতে পর্যাপ্ত জল সরবরাহ পান।
advertisement
9/9
রাশিয়ার বেশিরভাগ মানুষ সপ্তাহে মাত্র একবার স্নান করেন। রেকর্ড বলছে, প্রতি পাঁচজন রাশিয়ানের মধ্যে একজন নিজের বাড়িতে পর্যাপ্ত জল সরবরাহ পান। ভারতীয়রা স্নানের ক্ষেত্রে এগিয়ে। কেউ কেউ সপ্তাহে সাতদিন স্নান করেন। জাপানিরা সপ্তাহে সাধারণত ৫-৬ দিন স্নান করেন।