Interesting Fact || Blue City: পিঙ্ক সিটি তো চেনেন, 'নীল শহর' কোথায় জানেন? কেন বলা হয় Blue City? কান পাতলে শোনা যায় অদ্ভুত সব কাহিনি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Where Is Blue City: রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, একথা বোধহয় সবার জানা। কিন্তু জানেন কী ভারতের নীল শহর কোনটি?
advertisement
1/7

রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, একথা বোধহয় সবার জানা। কিন্তু জানেন কী ভারতের নীল শহর কোনটি? ছবির মতো এক শহর রয়েছে এই ভারতেই। ভারতের একমাত্র নীল শহর। যাকে বলা হয় ব্লু সিটি অফ ইন্ডিয়া। আপনি যদি উঁচু থেকে দেখেন এই শহরকে তাহলে দেখবেন পুরো শহরটাই নীল রংয়ের। আর এই নীল রংয়ের শহরের নীল হওয়ার পিছনে রয়েছে নানা কাহিনি।
advertisement
2/7
উট আর মরুভূমির জায়গা রাজস্থান। আর এই মরু রাজ্যের মেহরানগড় দুর্গের লাগোয়া শহর যোধপুর। এই দুর্গের ওপর থেকে শহরটা দেখলে চোখ নীল রংয়ে ধাঁধিয়ে যেতে পারে। যতদূর নজর যায় শুধু নীল আর নীল।
advertisement
3/7
শুধু মরুরাজ্য নয়, ইতিহাসের রাজ্যও কিন্তু রাজস্থান। আর যোধপুর তার আত্মা। এই শহরের পুরোনো বাসিন্দাদের জিজ্ঞাসা করলে সব বাড়ির রং নীল হওয়ার একাধিক কারণ শোনা যায়। কেউ বলেন, একটা সময় ছিল যখন ব্রাহ্মণরা তাঁদের বাড়ির রং নীল করে দিতেন। যাতে শহরের বাকিরা সহজেই বুঝতে পারেন কোন বাড়িটা ব্রাহ্মণের।
advertisement
4/7
শোনা যায়, একটা সময় ভারতে বর্ণভেদ সামাজিক স্তরবিন্যাসের ব্যাখ্যা হিসাবে পরিগণিত হত। আর ব্রাহ্মণরা ছিলেন বর্ণভেদের একদম মাথা। আর তাঁদের সম্মান দিতেই নাকি এই ব্যবস্থা।
advertisement
5/7
অন্যদিকে এমনও শোনা যায়, ভগবান শিবের রং থেকেই এই নীল রং করা শুরু বাড়ির। বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভগবান শিব হলাহল পান করার পর তাঁর দেহ নীল হয়ে যায়। সেই সুবাদেই নীল রংকে পবিত্র রং ভাবা হয়ে থাকে ধার্মিক মনে। আর সেই হিসেবেও সম্ভবত নীল রং হয়ে থাকতে পারে বলে মনে করেন ইতিহাসবিদদের অনেকে।
advertisement
6/7
অনেকে আবার মনে করেন গরমের সময় যোধপুর আগুনের মত গরমে পুড়তে থাকে। সে সময় বাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই নীল রং।
advertisement
7/7
যোধপুরে এলে এমনই নানা মত শোনা যায় কান পাতলেই। তবে জয়পুর যেমন ভারতে গোলাপি শহর হিসাবে পরিচিত, তেমনই যোধপুর ভারতের একমাত্র নীল শহর নামে পরিচিত। আর সেখানেই এই শহরের বিশেষত্ব ইতিহাসের নিরিখে। পর্যটনের নিরিখেও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Interesting Fact || Blue City: পিঙ্ক সিটি তো চেনেন, 'নীল শহর' কোথায় জানেন? কেন বলা হয় Blue City? কান পাতলে শোনা যায় অদ্ভুত সব কাহিনি!