INR vs PKR exchange rate: ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের টাকা! তবু ভারতের ধারেকাছে নেই ইসলামাবাদ! জানেন ভারতের ১ টাকা মানে ওদের কত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
INR vs PKR exchange rate: ভারত এবং পাকিস্তান দুই দেশের মুদ্রার নামই রুপিয়া। যদিও ভারতের মুদ্রাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম বলে। জানেন ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত?
advertisement
1/5

ভারত এবং পাকিস্তান দুই দেশের মুদ্রার নামই রুপিয়া। যদিও ভারতের মুদ্রাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম বলে।
advertisement
2/5
পাকিস্তান এবং ভারত এক দিন আগে পরে স্বাধীন হলেও ভারতের থেকে পাকিস্তানের মুদ্রা ভারতের থেকে অনেকটা পিছিয়ে।
advertisement
3/5
যদিও ভারতের মুদ্রার ডলারের তুলনায় অনেকটাই পড়েছে। ডলারের সাপেক্ষেও ভারতের মুদ্রার দাম অনেকটাই পড়েছে।
advertisement
4/5
এর প্রভাব পড়েছে ভারত এবং পাকিস্তানের টাকার দামেও। মঙ্গলবার শেষ মুহূর্তে ভারতের ১ টাকা মানে পাকিস্তানের মুদ্রার দাম গিয়ে দাঁড়ায় ৩ টাকা ২২ পয়সা।
advertisement
5/5
১ মাস আগেও ভারতের ১ টাকা মানে পাকিস্তানের ৩ টাকা ২৭ পয়সা ছিল। কিন্তু একাধিক কারণে বর্তমানে টাকার দাম অনেকটা পড়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
INR vs PKR exchange rate: ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের টাকা! তবু ভারতের ধারেকাছে নেই ইসলামাবাদ! জানেন ভারতের ১ টাকা মানে ওদের কত?