TRENDING:

GK: পয়সা খরচা করে জাপান যেতে হবে না! দেশেই আছে 'মিনি জাপান'...কোথায় জানেন?

Last Updated:
‘মিনি জাপান’ নামে পরিচিত, আতশবাজি, দেশলাই ও প্রিন্টিং শিল্পে দেশের অগ্রণী শহর, জওহরলাল নেহরু এই নামকরণ করেছিলেন! জানেন কোথায় আছে এই শহর?
advertisement
1/7
পয়সা খরচা করে জাপান যেতে হবে না! দেশেই আছে 'মিনি জাপান'...কোথায় জানেন?
শুধু দেশের আতশবাজির রাজধানী হিসেবেই পরিচিত নয়, ‘মিনি জাপান’ বা ‘কুট্টি জাপান’ নামেও পরিচিত এই শহর। কঠোর পরিশ্রম, শিল্পমনস্কতা ও আত্মনির্ভরতার অনন্য উদাহরণ হয়ে উঠেছে এটি, যার শিল্পভিত্তিক সাফল্য আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত।
advertisement
2/7
দেশের প্রায় ৭০ শতাংশ আতশবাজি ও দেশলাই এবং প্রায় ৬০ শতাংশ প্রিন্টিং শিল্পের উৎপাদন হয় এই শহরেই। শিল্পনির্ভর এই সাফল্যের জন্যই শিবকাশীকে ‘মিনি জাপান’ বা তামিলে ‘কুট্টি জাপান’ বলা হয়।
advertisement
3/7
জানা যায়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এই নামকরণ করেছিলেন। কোথায় এই শহর, বুঝতে পারছেন নিশ্চয়ই!
advertisement
4/7
শিল্পোন্নতির শুরু ষাটের দশকের গোড়ায়। সেই সময় দেশে দুর্ভিক্ষ ও চরম বেকারত্বের পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নেন আতশবাজি, সেফটি ম্যাচ ও প্রিন্টিং শিল্প গড়ে তোলার। সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে ধীরে ধীরে গড়ে ওঠে একটি আত্মনির্ভর শিল্পভিত্তিক অর্থনীতি।
advertisement
5/7
আজ এখানে পূর্ণ কর্মসংস্থান রয়েছে। শিল্পায়নের পাশাপাশি সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই শহর উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিবেশগত উদ্বেগের কথা মাথায় রেখে বর্তমানে এখানকার আতশবাজি শিল্পে ‘গ্রিন ক্র্যাকার’ উৎপাদনের দিকে জোর দেওয়া হচ্ছে, যাতে দূষণ কম হয়।
advertisement
6/7
এই অভিযোজন ক্ষমতাই শিবকাশীকে দীর্ঘদিন ধরে প্রাসঙ্গিক ও টেকসই করে রেখেছে—যা অনেকাংশেই জাপানের শিল্পদর্শনের সঙ্গে তুলনীয়।
advertisement
7/7
এই শহর দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর শিবকাশীকেই আসলে 'মিনি জাপান' বলা হয়।  আপনি কি গিয়েছেন এখানে?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: পয়সা খরচা করে জাপান যেতে হবে না! দেশেই আছে 'মিনি জাপান'...কোথায় জানেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল