Marriage tax: বিয়ে করলেই দিতে হয় কর! যত বিয়ে তত বেশি টাকা, আইন ভারতের প্রতিবেশী দেশেই, বলুন তো কোন দেশ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Marriage tax: বিয়ে করতেও দিতে হয় কর! অবাক লাগলেও এই রকম একটি আইন ২০ তারিখ পর্যন্ত কার্যকর ছিল আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশেই।
advertisement
1/6

বিয়ে করতেও দিতে হয় কর! অবাক লাগলেও এই রকম একটি আইন ২০ তারিখ পর্যন্ত কার্যকর ছিল আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশেই।
advertisement
2/6
অবাক লাগল এটাই সত্যি দেশটির নাম বাংলাদেশ। এখানে প্রথমে বিয়ে করতে গেলে কোন কর না দিতে হলেও তারপরে কেউ যতগুলি বিয়ে করবে দিতে হবে কর।
advertisement
3/6
আরও মজার এই নিয়ম হল যত বেশি কেউ বিয়ে করবেন, করের পরিমাণও লাফিয়ে লাফিয়ে বাড়বে। বাংলাদেশের আইনের তপশিলের ১৫২ নম্বর ধারা অনুযায়ী প্রথম স্ত্রীর মৃত্যুর পর কেউ দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশের মুদ্রায় ১০০ টাকা কর দিতে হত।
advertisement
4/6
প্রথম স্ত্রী জীবিত থাকলে তাও যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে দিতে হত ৫০০০ টাকা কর। প্রথম দুই স্ত্রী জীবিত থাকলে তাদের সঙ্গেই যদি কেউ তৃতীয় বিয়ে করতে চান তাহলে দিতে হতো ২০,০০০ টাকা কর।
advertisement
5/6
এরকম আজব নিয়ম এখানেই শেষ নয়, স্ত্রীদের জীবদ্দশায় যদি কেউ চতুর্থ বিয়ে করতে চান তাহলে দিতে হতো ৫০ হাজার টাকা কর। তবে এখানে নিঃসন্তান বা মানসিকভাবে অসুস্থ হলে দ্বিতীয় বিয়ে করতে গেলে ২০০ টাকা কর।
advertisement
6/6
বাংলাদেশে ক্ষমতায় আসার পর মুহাম্মদ ইউনুস সরকার ২১ জানুয়ারি এরকম কর প্রত্যাহারের কথা ঘোষণা করে। এখন থেকে কেউ বিয়ে করতে গেলে এই কর দিতে হবে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Marriage tax: বিয়ে করলেই দিতে হয় কর! যত বিয়ে তত বেশি টাকা, আইন ভারতের প্রতিবেশী দেশেই, বলুন তো কোন দেশ?