TRENDING:

'সরি, স্যার প্লিজ আমায় ক্ষমা করুন...', আমেরিকায় হাত জোর করে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল!

Last Updated:
Indian Woman In US: সম্প্রতি মার্কিন মুলুকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়ে যায়। যা দেখতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। কী এমন দেখা গিয়েছে সেই ভিডিওতে যা দেখে রীতিমতো দ্বিধাবিভক্ত আসমুদ্রহিমাচল?
advertisement
1/13
'সরি, স্যার প্লিজ আমায় ক্ষমা করুন..', হাত জোর করে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় মহিলা!
সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা যা একসূত্রে বেঁধে রেখেছে গোটা বিশ্বকে। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক না কেন সমাজ মাধ্যমের র্যাডারে তা ধরা পরেই যায়। যে কোনও চাঞ্চল্যকর, সাড়া জাগানো ঘটনা মুহূর্তে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে এক কোণ থেকে অন্য কোণে।
advertisement
2/13
ঠিক একই ভাবে সম্প্রতি মার্কিন মুলুকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়ে যায়। যা দেখতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। কী এমন দেখা গিয়েছে সেই ভিডিওতে যা দেখে রীতিমতো দ্বিধাবিভক্ত আসমুদ্রহিমাচল?
advertisement
3/13
চরম ভাইরাল এই ভিডিওতে আমেরিকার একটি নামী বিপনীতে চুরি করতে গিয়ে ধরা পড়ার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় মহিলাকে হাত জোর করে হাউ হাউ করে কাঁদতে দেখা যায়। Image : Instagram
advertisement
4/13
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টার্গেট স্টোরে চুরির সময় ধরা পড়ার পরই ওই ভারতীয় মহিলা কাঁদতে কাঁদতে পুলিশের কাছে অনুনয় বিনয় করতে থাকেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওটি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় চরম ভাবে নজর কেড়েছে। Image : Instagram
advertisement
5/13
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওটিতে ঘটনার সঠিক স্থান এবং তারিখ এখনও স্পষ্ট নয়। তবে ভাইরাল ভিডিওতে ওই ভারতীয় মহিলাকে বারবার অফিসারদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়।
advertisement
6/13
"প্লিজ স্যার, সরি স্যার, ক্ষমা করে দিন', 'আমি ভুলে গিয়েছিলাম', 'আমি টাকা দিয়ে দেব' ইত্যাদি বলে বার বার অনুনয় বিনয় করতে দেখা যায় মহিলাকে। মহিলার দাবি, তিনি অনিচ্ছাকৃতভাবে জিনিসপত্রের জন্য টাকা দিতে ব্যর্থ হয়েছেন।" Image : Instagram
advertisement
7/13
উত্তরে অফিসাররা তাঁকে বারবার ঘুরে দাঁড়ানোর নির্দেশ দেওয়ার পরেও, তিনি কাঁদতে থাকেন। "না স্যার, আমি সত্যি দুঃখিত। দয়া করে আমায় ক্ষমা করে দিন", বার বার হাত জোড় করে বলে চলেন ওই মহিলা।
advertisement
8/13
ভিডিওটি চলতে চলতে, মহিলাকে হাতকড়া পরানো হতে পারে বলেও সতর্ক করা হয়। উল্টোদিকে থাকা একজন অফিসারকে বোঝাতে শোনা যায়, তাঁকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হতে পারে, সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তাঁকে কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হবে।
advertisement
9/13
তবে তা শুনেও মহিলাটি কাঁদতে থাকেন। জিজ্ঞাসা করন যে তিনি কি তার স্বামীকে ফোন করতে পারেন, কিন্তু অফিসাররা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।
advertisement
10/13
@Ambar_SIFF_MRA/X প্রোফাইল থেকে পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। ভিডিওটি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করা হয় বলে জানা গিয়েছে। কিন্তু তারপর এটি সরিয়ে ফেলা হয়। তবুও, বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পুনঃআপলোড এখনও ছড়িয়ে পড়ছে যা চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল প্ল্যাটফরমগুলোতে।
advertisement
11/13
প্রসঙ্গত, গত মে মাসে, ইলিনয়ের একটি টার্গেট স্টোর থেকে ১.১ লাখ টাকার পণ্য চুরির অভিযোগে একজন ভারতীয় মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। খবরে বলা হয় তিনি দোকানের ভেতরে প্রায় সাত ঘণ্টা কাটিয়েছিলেন এবং টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন।
advertisement
12/13
যদিও পরে মহিলা ক্ষমা চেয়ে দাবি করেন যে তিনি "টাকা দিতে ভুলে গিয়েছেন" এমনকি ঘটনাস্থলেই বিল মিটিয়ে দেওয়ার প্রস্তাবও দেন। যদিও স্থানীয় পুলিশের তরফে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
13/13
এই ঘটনার পর, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসা পরামর্শমূলক সতর্কতা জারি করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে "হামলা, চুরি বা চুরির" মতো অপরাধের ফলে সঙ্গে সঙ্গে পদক্ষেপস্বরূপ ভিসা বাতিল করা হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'সরি, স্যার প্লিজ আমায় ক্ষমা করুন...', আমেরিকায় হাত জোর করে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল