TRENDING:

First Train Journey: ১৭১ বছর আগে প্রথম চাকা গড়িয়েছিল দেশের যাত্রীবাহী ট্রেনের, কোথা থেকে কোথায় চলেছিল ট্রেন? ভাড়া কত ছিল? জানলে অবাক হবেন!

Last Updated:
গোটা দেশে যাত্রী পরিবহণের ক্ষেত্রে বৃহত্তম নেটওয়ার্ক হল ভারতীয় রেল।
advertisement
1/8
১৭১ বছর আগে প্রথম চাকা গড়ায় দেশের যাত্রীবাহী ট্রেনের, কোথা থেকে কোথায় চলেছিল ? কত ছিল ভাড়া
গোটা দেশে যাত্রী পরিবহণের ক্ষেত্রে বৃহত্তম নেটওয়ার্ক হল ভারতীয় রেল। গণপরিবহণের ক্ষেত্রে রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ।
advertisement
2/8
গোটা দেশ জুড়ে রেল নেটওয়ার্কের ২৩ হাজারের বেশি রেলট্র্যাক আপগ্রেড করে গোটা বিশ্বজুড়ে কৃতিত্ব অর্জন করেছিল ভারতীয় রেল।
advertisement
3/8
কিন্তু, আপনি কি জানেন আজ থেকে ১৭২ বছর আগে ১৮৫৩ সালে মুম্বই (তৎকালীন বম্বে) এবং থানের মধ্যে প্রথম গড়িয়েছিল যাত্রীবাহী ট্রেনের চাকা। সেই ট্রেনের ভাড়া কত ছিল জানেন?
advertisement
4/8
ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোরি বন্দরের (বর্তমানে মুম্বই) এবং থানের মধ্যে।
advertisement
5/8
তৎকালীন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে দ্বারা পরিচালিত এই ট্রেনটি মোট ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।
advertisement
6/8
ভারতের এই ট্রেনটিই ছিল প্রথম যাত্রীবাহী ট্রেন। আর এই ট্রেনের ভাড়া শুনলে আপনি কিছুটা অবাক হবেন। এই ট্রেনের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আন্তঃশ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল ৩০ পয়সা, ১৬ পয়সা, ৯ পয়সা, এবং ৫ পয়সা। পড়ে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর জন্য টিকিটের জন্য ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা এবং ২ টাকা।
advertisement
7/8
এরপরে কেটে গিয়েছে বহু বছর, ধারে ভারে বহরে বেড়েছে ভারতীয় রেল। ২০২৪-২৫ সালের রেলের আর্থিক সমীক্ষা অনুসারে, ১৭টি নতুন জোড়া বন্দে ভারত ট্রেন নেটওয়ার্ক চালু করা হয়েছে।
advertisement
8/8
২০২৪ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ২২৮টি কোচ তৈরি করা হয়েছে। এর বাইরে, ৯১টি গতিশক্তি মাল্টি-মডেল কার্গো টার্মিনাল চালু হয়েছে। একই সঙ্গে পিপিপি মডেলের অধীনে ১৬ হাজার ৪৩৪ কোটি টাকার ১৭টি প্রকল্প সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
First Train Journey: ১৭১ বছর আগে প্রথম চাকা গড়িয়েছিল দেশের যাত্রীবাহী ট্রেনের, কোথা থেকে কোথায় চলেছিল ট্রেন? ভাড়া কত ছিল? জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল