Indian Rupee: জানেন, গান্ধিজির আগে ভারতের টাকায় কার ছবি ছিল? ৯৯% মানুষই জানেন না! নামটা শুনে কিন্তু চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Rupee: আপনি কি জানেন, মহাত্মা গান্ধির আগে ভারতীয় নোটে কার ছবি ছিল?
advertisement
1/6

আমেরিকার নোটে অনেক প্রেসিডেন্ট এবং অন্যদের ছবি থাকে, আবার যুক্তরাজ্যের নোটে রাজা বা রানির ছবি থাকে। ভারতের প্রতিটি নোটে মহাত্মা গান্ধির ছবি থাকে। যিনি আমাদের দেশের জাতির পিতা। তবে, আপনি কি জানেন, মহাত্মা গান্ধির আগে ভারতীয় নোটে কার ছবি ছিল? সেটাই এবার জেনে নেওয়া যাক।
advertisement
2/6
ব্রিটিশ শাসনের পর, সরকার ১৯৪৯ সালে প্রথমবার নতুন ডিজাইনযুক্ত নোট চালু করে। ওই নোটে অশোক স্তম্ভের ছবি ছিল।
advertisement
3/6
মহাত্মা গান্ধির ছবি নোটে প্রথম কবে মুদ্রিত হয় - ১৯৬৯ সালে প্রথমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধির ছবি মুদ্রিত নোট চালু করেছিল। এই নোটের ছবিতে এটাই ছিল যে, গান্ধিজি সেবাগ্রাম আশ্রমের সামনে বসে রয়েছেন।
advertisement
4/6
মহাত্মা গান্ধির হাস্যোজ্জ্বল মুখ প্রথমবার ১৯৮৭ সালে প্রতিটি ভারতীয় নোটে মুদ্রিত হয়। অক্টোবর ১৯৮৭-এ ৫০০ টাকার নোট মুদ্রিত হয়েছিল, যেখানে গান্ধিজির হাস্যোজ্জ্বল মুখ ছিল। তারপর থেকে তার ছবি প্রতিটি নোটে দৃশ্যমান হতে থাকে।
advertisement
5/6
মহাত্মা গান্ধির ছবির আগে ভারতীয় নোটে গ্রেট ব্রিটেনের কিং জর্জ ষষ্ঠের ছবি ছিল।
advertisement
6/6
স্বাধীনতার পর ব্রিটিশ রাজা-রাণির ছবি পরিবর্তন করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা অনেক পরে বাস্তবায়িত হয়েছিল। সেই সময়, সারণাথের সিংহ স্তম্ভের ছবি নোটে ব্যবহৃত হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Rupee: জানেন, গান্ধিজির আগে ভারতের টাকায় কার ছবি ছিল? ৯৯% মানুষই জানেন না! নামটা শুনে কিন্তু চমকে উঠবেন