Richest States List: ভারতের সবচেয়ে 'ধনী' ৭ রাজ্য কোনগুলি জানেন? বলুন তো কত নম্বরে পশ্চিমবঙ্গ? চমকে দেবে তালিকা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Richest States List: আজ এই প্রতিবেদনে এমনই কিছু অজানা তথ্য তুলে ধরা হল। পরীক্ষার জিকে প্রশ্নের ভিড়ে এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে আপনাকেও। আচ্ছা বলুন তো, ভারতের সবথেকে ধনী ৭ রাজ্য কোনগুলি? কত নম্বরেই বা স্থানে রয়েছে আমাদের বাংলার?
advertisement
1/17

সাধারণ জ্ঞান, তা সে দেশ ও রাজ্য সংক্রান্ত হোক, বা জ্ঞান-বিজ্ঞান, এই একটি বিষয়ের মধ্যে লুকিয়ে থাকে চমৎকার সব অজানা তথ্য। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে চাকরির পরীক্ষা সবেতেই অন্যদের টেক্কা দিতে এই জ্ঞানের জুড়ি মেলা ভার। তাই সাধারণ জ্ঞানের চর্চা পড়ুয়া থেকে চাকুরীজীবি সকলের জন্যই বেশ জরুরি।
advertisement
2/17
আজ এই প্রতিবেদনে এমনই কিছু অজানা তথ্য তুলে ধরা হল। পরীক্ষার জিকে প্রশ্নের ভিড়ে এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে আপনাকেও। আচ্ছা বলুন তো, ভারতের সবথেকে ধনী ৭ রাজ্য কোনগুলি? কত নম্বরেই বা স্থানে রয়েছে আমাদের বাংলার?
advertisement
3/17
আপনিও নিশ্চই জানেন না এই প্রশ্নের উত্তর। চলুন জেনে নেওয়া যাক আজই। বস্তুত, ভারতের কিছু কিছু রাজ্য জিডিপির দিক থেকে অন্য রাজ্যদের থেকে অনেকটাই এগিয়ে। এই রাজ্যগুলি দেশের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করে। শুধু তাই নয়, এই ৭ রাজ্যের অর্থনৈতিক শক্তি এবং শিল্প ভারতকে অর্থনৈতিক ভাবে বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে বলেই মনে করা হয়।
advertisement
4/17
এই তালিকা অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যের রাজধানী শহর মুম্বইয়ের জিএসডিপি (গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট) ৩১ ট্রিলিয়নেরও বেশি।
advertisement
5/17
ভারতের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলি যেমন মুম্বই স্টক এক্সচেঞ্জ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং টাটা, গোদরেজ, রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিগুলিরও সদর দফতর এখানেই। তা ছাড়া বেশ কিছু বিদেশি ব্যাঙ্কের শাখাও এখানে রয়েছে।
advertisement
6/17
শিল্প ও উৎপাদন ক্ষেত্র, যার মধ্যে স্বয়ংচালিত, প্রযুক্তি এবং ভোগ্যপণ্য ক্ষেত্র রয়েছে, সেই নিরিখেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাজ্য। এছাড়াও মহারাষ্ট্রের সংস্কৃতি বিশ্ব বিখ্যাত, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও অন্যতম উল্লেখযোগ্য অর্থকরী ইন্ডাস্ট্রি।
advertisement
7/17
মহারাষ্ট্রের পরেই তালিকায় রয়েছে তামিলনাড়ু। উৎপাদন খাতে তামিলনাড়ুর একটি অনন্য স্থান রয়েছে। এই একটি দিক থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্য যার জিএসডিপি ২০ ট্রিলিয়নেরও বেশি। তামিলনাড়ু তার টেক্সটাইল বাণিজ্য এবং পোশাক শিল্পের জন্যও বিশেষভাবে সুপরিচিত।
advertisement
8/17
তামিলনাড়ুর আরেকটি উল্লেখযোগ্য দিক হল অটোমোবাইল শিল্প। তামিলনাড়ু তথ্য প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি দেখিয়েছে এবং বিশ্বব্যাপী ব্যাপক বিনিয়োগ করেছে। যার জন্য এই রাজ্য গোটা বিশ্বে সুপরিচিত।
advertisement
9/17
তালিকায় পরবর্তী নাম গুজরাত। গুজরাত হল তামিলনাড়ুর পরে বৃহত্তম শিল্প সংস্থাগুলির অন্যতম কেন্দ্র। এই রাজ্যের জিএসডিপি প্রায় ২০ ট্রিলিয়ন। এটি আন্তর্জাতিকভাবে পেট্রোকেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
10/17
গুজরাতের শিল্প ক্ষেত্র, উৎপাদন, রফতানি এবং বিনিয়োগ দেশের অর্থনৈতিক অবস্থাকে নিঃসন্দেহে আরও উন্নতির পথে নিয়ে যাচ্ছে বলেই মত অর্থনীতিবিদদের। সর্দার সরোবর বাঁধ উৎসাহিত করছে কৃষি ক্ষেত্রকেও, যা রাজ্যের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি।
advertisement
11/17
উত্তরপ্রদেশ দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি রাষ্ট্র যা দেশের খাদ্য নিরাপত্তা প্রদান করে। সেই অনুযায়ী এটির জিএসডিপি প্রায় ১৯.৭ ট্রিলিয়ন। গম, চাল, আখ, আলু ইত্যাদির মতো অনেক ফসলের জন্য উত্তরপ্রদেশ খুবই গুরুত্বপূর্ণ। সেবা খাত, পর্যটন ও তথ্যপ্রযুক্তি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে।
advertisement
12/17
তালিকার পরবর্তী স্থানে রয়েছে কর্ণাটক, যা সিলিকন সিটি নামে পরিচিত এবং এর সদর দফতর বেঙ্গালুরু রয়েছে। ব্যাঙ্গালোরের আইটি ইনস্টিটিউটগুলি বিশ্বব্যাপী স্বীকৃত। ব্যাঙ্গালোরে আইটি কোম্পানি এবং স্টার্ট-আপ বাড়ছে এবং অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করছে।
advertisement
13/17
এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। ১৩ ট্রিলিয়নেরও বেশি জিএসডিপি-সহ এই রাজ্যের অর্থনীতি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ব্যবসাকে অগ্রাধিকার দেয়। রাজ্যের রাজধানী কলকাতায় একটি ঐতিহাসিক বাণিজ্য বন্দর রয়েছে। এর বাইরে এখানকার বাণিজ্যিক কেন্দ্রগুলিও গুরুত্বপূর্ণ।
advertisement
14/17
কলকাতার দেশের সাংস্কৃতিক পীঠস্থান। একসময় ব্রিটিশদের রাজধানী ছিল এই শহর। ব্রিটিশদের প্রবর্তিত স্থাপত্য ও শিল্পকলা আজও সেখানে দেখা যায়। ঐতিহাসিক স্থানের পাশাপাশি, এটি পাট, চা, ইস্পাত, বস্ত্রের মতো অনেক শিল্পের জন্য বিখ্যাত।
advertisement
15/17
তালিকায় সর্বশেষ নামটি হল অন্ধ্রপ্রদেশ। এর জিএসডিপি ১১.৩ ট্রিলিয়ন। এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এর অর্থনীতিকে প্রতিফলিত করে। সেখানে তথ্যপ্রযুক্তি ও বায়োটেকনোলজির উপর জোর দেওয়া হয়েছে।
advertisement
16/17
রাজ্যের রাজধানী অমরাবতীতে আইটি কোম্পানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
advertisement
17/17
প্রাকৃতিক সম্পদ এবং ভাল সেক্টরে চাকরির কারণে অন্ধ্রপ্রদেশ একটি উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে এগিয়ে চলেছে বলেই মত অর্থনীতিবিদদের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Richest States List: ভারতের সবচেয়ে 'ধনী' ৭ রাজ্য কোনগুলি জানেন? বলুন তো কত নম্বরে পশ্চিমবঙ্গ? চমকে দেবে তালিকা