Indian Railways:একলাফে প্ল্যাটফর্মে উঠলেন মহিলা, যেই না ট্রেনে উঠতে যাবেন, খপাৎ করে ধরল GRP, আশপাশের যাত্রীরা চমকে উঠল,তার পর...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্ল্যাটফর্মে দোড়ে উঠলেন মহিলা কিন্তু ট্রেনে ওঠা আর হল না, ততক্ষণে চলে এসেছে জিআরপি-র দল
advertisement
1/7

স্বামী-স্ত্রী ট্রেন ধরতে রওনা দিয়েছিলেন রেলস্টেশনের উদ্দেশ্যে! কিন্তু পথে দেরি হয়ে গেল। যখন তাঁরা রেলস্টেশনে পৌঁছলেন, তখন ট্রেন ছাড়ার আর অল্প সময় বাকি। ট্রেন মিস হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি স্ত্রী দৌড়ে প্ল্যাটফর্মে ওঠেন। আর তখনই হয়ে গেল বড় ভুল! কী করে ফেললেন স্ত্রী?
advertisement
2/7
ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবে, এই ভয়ে মহিলা দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে ওঠেন। তাঁর কাছে টিকিট ছিল, কিন্তু তাও তাঁকে গুনতে হয় মোটা টাকা জরিমানা। জরিমানা মিটিয়ে শেষমেশ তিনি ট্রেনে উঠতে পারেন। কিন্তু কেন দিতে হয়েছিল জরিমানা?
advertisement
3/7
মহিলা ট্রেন ধরতে তড়িঘড়িতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যান রেল লাইন পার হয়ে। এটি বড় অপরাধ। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের ব্যবহার করতে হবে ওভারব্রিজ। এই কারণেই মহিলাকে বৈধ ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও মোটা টাকা জরিমানা দিতে হয়।
advertisement
4/7
যাত্রী সুবিধা ক্রমাগত বাড়ানো হচ্ছে ঝাঁসি রেল বিভাগের তরফে। একই সঙ্গে, নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হচ্ছে। রেললাইন এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় যাঁরা অহেতুক ঘোরাফেরা করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও গুনতে হচ্ছে।
advertisement
5/7
২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঝাঁসি রেল বিভাগ ৩৯৫ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং মোট ৯৫,২০০ জরিমানা আদায় করেছে। এই সমস্ত ব্যক্তিকে অনুমতি ছাড়াই রেললাইনের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এর মধ্যে ওরাই স্টেশনে ১১৫ জন, গোয়ালিয়রে ৯৩ জন, চিত্রকূটে ৪৮ জন এবং ঝাঁসিতে ১৯ জন ধরা পড়েছে। এছাড়াও অন্যান্য স্টেশন থেকেও বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। রেললাইন ও রেলস্টেশনে রিল বানানোর জন্যও অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেক যাত্রীকে স্টেশনের মধ্যে রেললাইন পার হওয়ার সময় পাকড়াও করা হয়।
advertisement
6/7
সময় সময় রেল প্রশাসনের পক্ষ থেকে রেলযাত্রী এবং রেললাইনের উপর দিয়ে হেঁটে চলা সাধারণ মানুষকে সচেতন করা হয় যে, ভুলভাবে রেললাইন পার হওয়া একেবারেই অনুচিত। এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রচার চালানো হয়। রেল সুরক্ষা বাহিনী (RPF) টহল দেয় এবং সাধারণ মানুষকে রেললাইন থেকে দূরে সরিয়ে রাখে।
advertisement
7/7
বিভাগের রেল ম্যানেজার দীপক কুমার সিনহা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রেল। ঘোষণা এবং অন্যান্য মাধ্যমে নিয়মিত সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কেউ ভুলভাবে রেললাইন পার না হন। যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways:একলাফে প্ল্যাটফর্মে উঠলেন মহিলা, যেই না ট্রেনে উঠতে যাবেন, খপাৎ করে ধরল GRP, আশপাশের যাত্রীরা চমকে উঠল,তার পর...