TRENDING:

সিটের নীচে শুয়ে কে...? আচমকা ৪০ মিনিট থমকে গেল চলন্ত ট্রেন! পরমুহূর্তে যা ঘটল, কেঁপে উঠলেন যাত্রীরা!

Last Updated:
Indian Railways: আর পাঁচদিনের মতোই সেদিনও এক বুক যাত্রী নিয়ে ছুটছিল দিল্লি থেকে শামলিগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু বাগপতের আলাভালপুর রেল স্টেশনে পৌঁছতেই ঘটল অঘটন। কী ঘটেছিল সেই রাতে? শুনলে বুক কেঁপে উঠবে আপনারও।
advertisement
1/15
সিটের নীচে শুয়ে কে..? আচমকা ৪০ মিনিট থমকে গেল চলন্ত ট্রেন! পরমুহূর্তে কেঁপে উঠলেন যাত্রীরা
ভারতীয় রেল এক বিরাট পরিষেবা। প্রতিদিনই হাজার হাজার ট্রেনে ট্রেনে যেমন লক্ষ লক্ষ মানুষ তাঁদের গন্তব্যে পোঁছে যান, ঠিক তেমনই আবার স্টেশনেও চলে প্রচুর মানুষের আনাগোনা। আর তাঁর মধ্যেই এমন অনেক ঘটনা ঘটে যা কখনও খুবই মজাদার, তো কখনও আবার শিউরে ওঠার মতো। AI Generated Representative Image
advertisement
2/15
যার মধ্যে কোনও না কোনও ঘটনা প্রকাশ্যে আসতেই ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়া থেকে দেশের সংবাদ মাধ্যমে। সম্প্রতি চলন্ত ট্রেনে খুন, ডাকাতি এমনকি এক তরুণীর শ্লীলতাহানির ঘটনা গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। Representative Image
advertisement
3/15
উত্তর প্রদেশের বাগপত জেলার দিল্লি-সাহারানপুর রেলপথে ঘটে যাওয়া এই সব অপরাধমূলক ঘটনা রেল পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলেছে যাত্রী নিরাপত্তা নিয়েও। কিন্তু গত সপ্তাহে উত্তরপ্রদেশের এই রুটেই যা ঘটল তা অবিশ্বাস্য! এমনও কি হতে পারে? Representative Image
advertisement
4/15
আর পাঁচদিনের মতোই সেদিনও এক বুক যাত্রী নিয়ে ছুটছিল দিল্লি থেকে শামলিগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু বাগপতের আলাভালপুর রেল স্টেশনে পৌঁছতেই ঘটল অঘটন। কী ঘটেছিল সেই রাতে? শুনলে বুক কেঁপে উঠবে আপনারও।
advertisement
5/15
টানা ৪০ মিনিট ট্রেন নড়ছেই না। কারণ কী? জানা গেল গার্ড কিছুতেই সবুজ সঙ্কেত দিচ্ছেন না লোকো পাইলটকে। আর তাতেই ট্রেন ছাড়তে পারছেন না ড্রাইভার। কিন্তু হলটা কী? খোঁজ নিতে গিয়েই চোখ কপালে উঠল রেলকর্মীদের!
advertisement
6/15
গার্ড কোচে গিয়ে দেখা গেল কার্যত অচৈতন্য অবস্থায় সিটের নীচে পরে আছেন গার্ড মশা। প্রথমটা দেখে হকচকিয়ে গেলেই কিছুক্ষণেই খোলসা হল আসল কারণ। জানা গেল অতিরিক্ত মদ্যপানের কারণেই সজ্ঞান হারিছেন গার্ড।
advertisement
7/15
শুধু তাই নয় মাতাল অবস্থায় নিজের সিট থেকে একেবারে মাটিতে পরে গিয়েছেন তিনি। ভুলে মেরেছেন নিজের দায়িত্ব, কর্তব্য সব! আর তাতেই এমনকি ড্রাইভারকে গ্রিন সিগন্যাল দেওয়াও হয়নি তাঁর।
advertisement
8/15
জানাজানি হতেই হইচই পরে যায় ট্রেন শুদ্ধু। ছুটে এসে দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন যাত্রীরা। এ কী হাল গার্ডের? মুহূর্তের মধ্যেই ট্রেনের এই গার্ডের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন যাত্রীদের মধ্যেই কয়েকজন।
advertisement
9/15
নিমেষে চরম ভাইরাল হয়ে যায় এই রুটের ট্রেনের গার্ডের কীর্তি কলাপ, যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনায় সোচ্চার হয়েছেন নেটিজেনরাও।
advertisement
10/15
জানা যায় মাতাল গার্ড নির্ধারিত সময়ে ট্রেন চালককে সবুজ সঙ্কেতই দেখাননি। আর তাতেই হয়েছে বিপত্তি। সিগন্যাল না পেয়ে প্রায় ৩০ মিনিট ধরে একই স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। Representative Image
advertisement
11/15
দীর্ঘক্ষণ যখন কেউ চালককে সবুজ সঙ্কেত দেখায়নি তখনই বিষয়টি নিশ্চিত হয় যে আদতে নির্ঘাত মাতাল ছিল ট্রেনের গার্ড। নিয়ম মতো ট্রেনের শেষ বগিতে মোতায়েন গার্ড পিছন থেকে চালককে সবুজ সঙ্কেত দেওয়ার পরেই ট্রেনটি ছেড়ে যায় স্টেশন। Representative Image
advertisement
12/15
কিন্তু এই দিন মদ্যপ অবস্থায় এই বড় কাজটি করতে বেমালুম ভুলে যান। অবস্থা বেগতিক দেখে শেষমেশ যখন ট্রেনের কর্মীরা যখন পরীক্ষা করতে যান, তখন তাঁরাও দেখতে পান যে রেলের গার্ড মদ্যপ অবস্থায় তাঁরই সিটের নীচে অচেতন অবস্থায় পড়ে আছেন।
advertisement
13/15
যাত্রীরা এর একটি ভিডিও তৈরি করে ভাইরাল করে দেন এবং একইসঙ্গে প্রশ্ন তোলেন, এমন ভাবে গার্ড অচেতন অবস্থায় থাকলে যদি কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় কে নেবে?
advertisement
14/15
দিল্লি থেকে শামলিগামী যাত্রীবাহী ট্রেনের গার্ড আসলে এতটাই মাতাল হয়ে পড়েছিলেন যে ওই অবস্তায় তিনি নিজের সিটের নীচেই পড়ে যান। তিনি এমনকি চালককে সঙ্কেত দেওয়ার জন্য পতাকা নাড়ানোর অবস্থাতেও ছিলেন না।
advertisement
15/15
শুধু তাই নয়, এই কাণ্ডের জেরেই ট্রেনটি প্রায় ৪০ মিনিট দেরিতে শামলি পৌঁছায়।এই ভাবে দীর্ঘ ট্রেনে আটক পরে থাকায অনেক যাত্রীরাই সময় হাজার হাজার যাত্রীর শ্বাসকষ্ট হয়। যাত্রীরা তাদের মোবাইল ফোনে মাতাল গার্ডের একটি ভিডিও তোলেন। দিল্লি সদর দফতর বিষয়টি জানতে পেরেই ওই গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয় তাকে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সিটের নীচে শুয়ে কে...? আচমকা ৪০ মিনিট থমকে গেল চলন্ত ট্রেন! পরমুহূর্তে যা ঘটল, কেঁপে উঠলেন যাত্রীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল