Indian Railways: ভারতীয় রেলে বিরল ঘটনা! একদিনে ৩ বার বদলেছে স্টেশনের নাম! বলুন তো দেখি কোন স্টেশন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Railways Which Railway Station Name In India Change 3 Times In Same Day: রেলকে প্রধান পরিবহণ হিসেবে ব্যবহার করলেও ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে অন্যতম হল ভারতের কোন রেস স্টেশনের নাম এক দিনে ৩ বার বদল করা হয়ছে।
advertisement
1/6

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/6
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের কোটি কোটি মানুষের নিত্যদিন যাতায়াতের একমাত্র মাধ্যম রেল।
advertisement
4/6
রেলকে প্রধান পরিবহণ হিসেবে ব্যবহার করলেও ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে অন্যতম হল ভারতের কোন রেস স্টেশনের নাম এক দিনে ৩ বার বদল করা হয়ছে।
advertisement
5/6
এবার আসা যাক প্রশ্নের উত্তরে। একই দিনে ৩ বার ভারতের যে রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে তা অবস্থিত রয়েছে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। আর সেই স্টেশনের নাম হুদা সিটি সেন্টার।
advertisement
6/6
প্রথমে ‘গুরুগ্রাম সিটি সেন্টার’ হিসেবে উল্লেখ করা হয়। এর কিছু সময় পর পরিবর্তন করে ‘মিলেনিয়াম সিটি সেন্টার’ রাখা হয়। শেষবারের মতো রাত ন’টায় এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম’।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ভারতীয় রেলে বিরল ঘটনা! একদিনে ৩ বার বদলেছে স্টেশনের নাম! বলুন তো দেখি কোন স্টেশন