TRENDING:

'কোথায় যাবেন আপনারা....?' ১ নং প্ল্যাটফর্মের 'বেঞ্চে' বসা ৩ যাত্রীর দিকে এগিয়ে এল RPF, হঠাৎ গভীর ঘুমের ভান, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল তিনজনের!

Last Updated:
Indian Railways: একটি ঘটনা সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে। অন্যান্য দিনের মতো সেদিনও রুটিন চেকিং অভিযানে ছিল আরপিএফ। প্ল্যাটফর্মে আসা-যাওয়া যাত্রীদের উপর নজর রাখছিল তারা। কিন্তু হঠাৎ একটি জিনিসে চোখ আটকে গেল বাহিনীর। কী এমন দেখলেন তাঁরা?
advertisement
1/15
'কোথায় যাবেন আপনারা....?' ১ নং প্ল্যাটফর্মের 'বেঞ্চে' বসা ৩ যাত্রীর দিকে এগিয়ে এল RPF
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল। প্রতিটি স্টেশনে এই লক্ষ্যেই মোতায়েন করা হয় টিকিট পরীক্ষক ও আরপিএফ। দফায় দফায় টহল দিয়ে চলে জিআরপির বাহিনী। Representative Image
advertisement
2/15
স্টেশন ও ট্রেনের কামরায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও কসুর করে না ভারতীয় রেলের কর্মী থেকে রেল রক্ষী বাহিনীর জওয়ানরা। মুহূর্তে মুহূর্তে চলে প্রহরা। কিন্তু এত কড়া নজরদারি এড়িয়েও চলে অপ্রীতিকর ও বেআইনি কাজ কারবার। Representative Image
advertisement
3/15
অসাধু মানুষরা ট্রেন ও স্টেশনের ভিড়ের সুযোগ নিয়েই চালিয়ে যায় এমন কিছু যা যাত্রী ও রেলের জন্য বড় ঝুঁকির কারণ পর্যন্ত হতে পারে। তবে কোনও কোনও সময় নিজেদের সামান্য ভুলেই রেল পুলিশের নজর এড়াতে ব্যর্থ হয় অনেক বাঘা বাঘা অপরাধীরাও। Representative Image
advertisement
4/15
তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে। অন্যান্য দিনের মতো সেদিনও রুটিন চেকিং অভিযানে ছিল আরপিএফ। প্ল্যাটফর্মে আসা-যাওয়া যাত্রীদের উপর নজর রাখছিল তারা। কিন্তু হঠাৎ একটি জিনিসে চোখ আটকে গেল বাহিনীর। কী এমন দেখলেন তাঁরা? Representative Image
advertisement
5/15
প্রয়াগরাজ রেল সুরক্ষা বাহিনী, ক্রাইম উইং, রেল সুরক্ষা বাহিনী প্রয়াগরাজ (RPF) এবং সরকারি রেল পুলিশ, প্রয়াগরাজ (GRP) প্রয়াগরাজ স্টেশনে যৌথ অভিযান এবং তল্লাশি চালাচ্ছিল। Representative Image
advertisement
6/15
একটি প্ল্যাটফর্মে ট্রেন চলে যাওয়ার পর বাহিনীর কয়েকজন আরপিএফ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টহল দিতে শুরু করেন। এই সময়ে তাঁদের চোখ পড়ে ওই তিনজনের দিকে। Representative Image
advertisement
7/15
একটি বেঞ্চে তিনজন লোক বসেছিল। আরপিএফকে এগিয়ে এসে তাঁদের সঙ্গে কথা বলতে দেখে, তিনজনই ঘুমের ভান করতে শুরু করে দেন। জওয়ানরা কিন্তু সহজেই তাদের এই চালাকি ধরে ফেলে। Representative Image
advertisement
8/15
তবে লোকগুলো যে ঘুমের ভান করছে তা বুঝতে পারলেও প্ৰকাশ না করে, কিছু না বলে, তারা খানিকটা এগিয়ে গিয়ে ফিরে এসে আবার সেই বেঞ্চের পিছনেই দাঁড়ান। Representative Image
advertisement
9/15
বেঞ্চে ওই তিনজনই ভেবেছিল আরপিএফ জওয়ানরা চলে গিয়েছে এবং তারা সেই ভেবেই চোখ খুলে নিজেদের মধ্যে একটি কথা বলে হঠাৎ জোরে হেসে ওঠে। এতেই নিমেষের মধ্যে গোটা রহস্য ফাঁস হয়ে যায় এবং পরে তিনজনকেই গ্রেফতার করা হয়। Representative Image
advertisement
10/15
আরপিএফ সূত্র জানায়, সেদিন তিনজন যাত্রী এক নম্বর প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন এবং RPF-কে এড়াতে, জওয়ানরা কাছাকাছি আসতেই তারা তিনজনই চোখ বন্ধ করে ফেলেন। এরপর জওয়ানরা চলে গিয়েছে ভেবে তাঁরা বলেন, "আবারও কেমন বোকা বানালাম"। এই কথা বলেই জোরে হাসতে শুরু করে তারা। Representative Image
advertisement
11/15
কিন্তু কখন যে জওয়ানরা বেঞ্চের ঠিক পিছনে এসে দাঁড়িয়ে ছিল তা আসলে টের ও পায়নি ওই তিনজন। তিন যুবকের এই কীর্তি দেখে আরপিএফ জওয়ানরা কিন্তু কয়েক মুহূর্তেই বুঝতে পারলেন যে কিছু একটা গোলমাল আছে। তারা দ্রুত এগিয়ে এলেন। জওয়ানদের দেখে, তিনজনই উঠে চলে যাওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে জওয়ানরা তাঁদের ঘিরে ধরে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। Representative Image
advertisement
12/15
জিজ্ঞাসাবাদে তিনজনই তাদের নাম প্রকাশ করেছে। জানা গিয়েছে এরা প্রয়াগরাজের ফাফামাউয়ের বাসিন্দা সুনীল ভারতিয়া, মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা প্রমোদ ধারিকর এবং মির্জাপুরের জিগানার বাসিন্দা দীপক কুমার। Representative Image
advertisement
13/15
পুলিশি জেরায় তারা জানায় যে তারা আদতে চোর। তারা নিয়মিত ভাবেই ট্রেন এবং স্টেশনে আসা-যাওয়া করা যাত্রীদের মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে। Representative Image
advertisement
14/15
একটি বেঞ্চে তিনজন লোক বসেছিল। আরপিএফকে এগিয়ে এসে তাঁদের সঙ্গে কথা বলতে দেখে, তিনজনই ঘুমের ভান করতে শুরু করে দেন। জওয়ানরা কিন্তু সহজেই তাদের এই চালাকি ধরে ফেলে। Representative Image
advertisement
15/15
রেলরক্ষী বাহিনীর জওয়ানরা ওই তিনজনের কাছ থেকে চারটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। খুব সম্ভবত এগুলি চুরি করা হয়েছিল। শুধু তাই নয়, ওই তিন যুবক আসলে এই মোবাইল ফোন বিক্রি করতে এসেছিল। গ্রেফতারের পর জেরায় আরও অনেক ঘটনা ফাঁস হয়ে যায়। দীর্ঘদিন ধরে তাদের তল্লাশি করা হচ্ছিল বলেও জানা যায়। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'কোথায় যাবেন আপনারা....?' ১ নং প্ল্যাটফর্মের 'বেঞ্চে' বসা ৩ যাত্রীর দিকে এগিয়ে এল RPF, হঠাৎ গভীর ঘুমের ভান, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল তিনজনের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল