TRENDING:

টেনে হিঁচড়ে বের করা হল...! রাজধানী এক্সপ্রেসের 2AC কোচের আপার বার্থে যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেল প্যাসেঞ্জারের

Last Updated:
Indian Railways: ট্রেনের রাতের খাবার শেষ করার পর বার্থে শুতে গেলেই যদি এমন ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না? এবার তেমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজধানী এক্সপ্রেসের মতো বিখ্যাত ট্রেনে।
advertisement
1/14
টেনে হিঁচড়ে বের করা হল! রাজধানী এক্সপ্রেসের 2AC কোচের আপার বার্থে যা ঘটল, মুহূর্তে...
ট্রেন নিঃসন্দেহে পরিবহণের গণমাধ্যমগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি। স্বল্প দৈর্ঘ্যের যাত্রা হোক, বা দীর্ঘ পথ, বেড়াতে যাওয়া হোক বা চাকরিস্থলে সময়ে পৌঁছন, ট্রেন পছন্দ সকলেরই। সময়ে গন্তব্যে পৌঁছনোর পাশাপাশি অল্প খরচে দীর্ঘ পথ ভ্রমণ রেল পথকে অন্যান্য সবকিছুর থেকে এগিয়ে রাখে।
advertisement
2/14
ভারতীয় রেলের যাত্রীদের জন্য প্রতিটি দূরপাল্লার ট্রেনেই থাকে সুব্যবস্থা। থাকে আরামদায়ক আসন, বার্থ থেকে শুরু করে টয়লেট, মায় প্যান্ট্রি। দূরপাল্লার ট্রেন যাত্রার অন্যতম আকর্ষণ হল মিনিটে মিনিটে চা, খাবার আর আরাম করে বার্থে শুয়ে বসে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। AI Generated Representative Image
advertisement
3/14
কিন্তু ট্রেনের রাতের খাবার শেষ করার পর বার্থে শুতে গেলেই যদি এমন ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না? এবার তেমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজধানী এক্সপ্রেসের মতো বিখ্যাত ট্রেনে। AI Generated Representative Image
advertisement
4/14
ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুক করার সময় সকলেই নিজেদের পছন্দের বার্থ বেছে নেওয়ার বিকল্প পেয়ে থাকেন। বেশিরভাগ মানুষই এই সময় তাঁদের পছন্দ অনুসারে লোয়ার বার্থ বা উপরের বার্থ বেছে নেন। AI Generated Representative Image
advertisement
5/14
এক্ষেত্রে কোচটি 3AC হলে আবার মিডল বার্থের অপশনও পাওয়া যায়। কিন্তু ভেবে দেখুন আপনি বিছানা পেতে সবে শুতে যাচ্ছেন আর ঠিক সেই মুহূর্তেই যদি হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে বার্থ? কী হবে যাত্রীর হাল ভাবুন! AI Generated Representative Image
advertisement
6/14
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে শিয়ালদহ রাজধানীতে। আচমকা ট্রেনের উপরের বার্থটি ভেঙে যায়। যার কারণে, উপরে এবং নীচে উভয় বসা যাত্রীদের চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়। এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই আগুনের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। AI Generated Representative Image
advertisement
7/14
ভাইরাল ভিডিওতেও দেখা যায় উপরের বার্থটি সম্পূর্ণ ভাঙা। রেল কর্মীরা তার চারপাশে এসে ভেঙে পড়া বার্থটি সরাতে ব্যস্ত। এই ঘটনাটি 12313 শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি একটি ট্রেনের 2AC কোচ।
advertisement
8/14
শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের ভাইরাল এই ভিডিওতে দেখা যায় ট্রেনের উপরের বার্থটি ভাঙা। আর কমপক্ষে ৩ থেকে ৪ জন লোক এটি সারানোর কাজে ব্যস্ত। তাঁরা প্রথমে বার্থটি আলাদা করে নিয়ে তারপর ভাল করে চারদিক থেকে এটি দেখতে শুরু করেন। Representative Image
advertisement
9/14
ভিডিও দেখে বোঝা যায় এই সময়, কোচের সামনের উপরের বার্থে বসে থাকা ব্যক্তি তাঁর মোবাইল ফোনে এই পুরো ভিডিওটি রেকর্ড করছেন। প্রায় ২৮ সেকেন্ডের এই ফুটেজটি এই ক্লিপিংস দিয়ে শেষ হয়। Representative Image
advertisement
10/14
কিন্তু এই সিটে বসা যাত্রীকে অন্য সিট দেওয়া হয়েছিল কিনা তা এই ভিডিও থেকে স্পষ্ট নয়। প্রসঙ্গত, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ১২৩১৩ পশ্চিমবঙ্গের শিয়ালদহ থেকে ধানবাদ, গয়া এবং কানপুর হয়ে নয়াদিল্লি পৌঁছয়। Representative Image
advertisement
11/14
রাজধানী এক্সপ্রেসের মতো দেশের প্রথম সারির এই ট্রেনের কামরায় এমন কাণ্ডের ভিডিও দেখে আঁতকে উঠেছেন মানুষ। একটি রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনে এহেন হাল হলে বাকি সাধারণ ট্রেনের কী হাল? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। যাত্রী নিরাপত্তা নিয়েও উঠেছে বড় প্রশ্নচিহ্ন!
advertisement
12/14
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগেও লিখেছেন, 'এসব কী হচ্ছে?' @thetrainfluencer নামের একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করে লিখেছেন - ভারতীয় রেল, কী হচ্ছে এসব? যাত্রীদের নিরাপত্তা বিপন্ন! এখনও পর্যন্ত এই ভিডিওটি ৪ লক্ষেরও বেশি ভিউ এবং ৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে। পোস্টটিতে শত শত মন্তব্যও এসেছে।
advertisement
13/14
ট্রেনের বার্থ ভাঙার এই ঘটনায় কমেন্ট সেকশনে ব্যবহারকারীরাও ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রতিক্রিয়ায় কেউ কেউ ভারতীয় রেলের কাছে বার্থগুলি আরও ভাল ভাবে ঠিক করার জন্য আবেদনও করেছেন।
advertisement
14/14
একই সঙ্গে, অনেকেই আবার বলছেন, এখন থেকে ট্রেনে যাত্রার সময় এই ভয় তাঁদের তাড়া করবে। পোস্টটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন - মিডল ও লোয়ার বার্থে থাকা ব্যক্তিদের জন্য এ এক নতুন ভয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
টেনে হিঁচড়ে বের করা হল...! রাজধানী এক্সপ্রেসের 2AC কোচের আপার বার্থে যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেল প্যাসেঞ্জারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল