Indian Railways Viral Video: চলন্ত ট্রেনের খোলা দরজায় নেচে-গেয়ে 'রিলস' বানাচ্ছিল মেয়ে, হাজির হল মা, তার পরই 'লঙ্কাকাণ্ড', কিল, চড়, ঘুষি...গোটা ঘটনায় চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুবতী চলন্ত ট্রেনের খোলা দরজার সামনে নেচে-গেয়ে রিল বানাচ্ছেন। তার সামনে বসা এক যুবক সেই ভিডিও শ্যুট করছেন
advertisement
1/7

ইদানীং ভাইরালের যুগ! নয়া প্রজন্ম রিল বানানোয় মত্ত! নাওয়া-খাওয়া ভুলে চলছে রিল বানানো। অনেক সময় রিল বানাতে গিয়ে নিজেদের ঝুঁকির মুখেও ফেলে দিচ্ছেন। কেউ রেললাইনে রিল বানাতে গিয়ে দুর্ঘটানর সম্মুখীন হচ্ছে, কেউ বা পাহাড়রর খাদে রিল বানাতে গিয়ে পা পিছলে খাদে পড়ছেন! সদস্য এমনই এক ঘটনা সামনে এল! এবার চলন্ত ট্রেনের খোলা দরজার সামনে রিল বানাচ্ছিলেন যুবতী আর তাতেই ঘটল বিপত্তিImage: Instagram
advertisement
2/7
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুবতী চলন্ত ট্রেনের খোলা দরজার সামনে নেচে-গেয়ে রিল বানাচ্ছেন। তার সামনে বসা এক যুবক সেই ভিডিও শ্যুট করছেন। বলা বাহুল্য, এই কাজটি দণ্ডনীয় অপরাধ। চলন্ত ট্রেনের দরজা খুলে সেখানে দাঁড়ানো 'ক্রাইম'! এখানে তো যুবতী আবার নাচছেন!
advertisement
3/7
এর পরই ঘটনার আসল চমক! ঘটনাস্থলে হাজির যুবতীর মা। মেয়েকে চলন্ত ট্রেনের দরজার সামনে নাচতে দেখে তিনি তো রাগে অগ্নিশর্মা! মেয়ের চুলির মুটি ধরে টেনে ভিতরে ঢোকালেন। সবার সমানেই চলল বেধড়ক মার। চড়-থাপ্পর, চুল টানা কিছুই বাদ নেই।
advertisement
4/7
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মায়ের কীর্তি ভাইরাল হয়েছে! নেটিজেনরা বলেছেন, মা একেবারেই ঠিক করেছেন! সন্তান দোষ করলে তাকে শাসন করা মায়ের কর্তব্য! তা সে সন্তান যত বড়ই হোক না কেন!
advertisement
5/7
এই মা কিন্তু বেজায় স্ত্রিক্ট! মেয়ে তাকে যতবারই কিছু বোঝাতে চাইছে, তিনি কোনও সাফাই না শুনে সপাতে চড় মেরে যাচ্ছেন! চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ট্রেনের অন্দরে!
advertisement
6/7
যুবতীর নাচ-গানের থেকে বেশি ভাইরাল হয়েছে যুবতীর মার খাওয়ার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, মা মেয়েকে প্রচণ্ড মারধর করছেন। তিনি মেয়ের চুল ধরে গালেও একের পর এক চড় কষাচ্ছেন।
advertisement
7/7
ভিডিওতে আরও দেখা যায়, মারধরের পর মেয়ে চুপচাপ গিয়ে নিজের সিটে বসে পড়ে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে saiba__19 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। All Images: Instagram
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways Viral Video: চলন্ত ট্রেনের খোলা দরজায় নেচে-গেয়ে 'রিলস' বানাচ্ছিল মেয়ে, হাজির হল মা, তার পরই 'লঙ্কাকাণ্ড', কিল, চড়, ঘুষি...গোটা ঘটনায় চমকে যাবেন