TRENDING:

রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, 'কই টিকিটটা...?' তারপর যা হল, সবাই স্তম্ভিত!

Last Updated:
Rajdhani Express: ঘুম বেশি ক্ষণ স্থায়ী হল না! কিছুক্ষণ পর টিকিট পরীক্ষক (TT) এসে তাঁদের ডাকলেন। ঘুমজড়ানো চোখে তাঁরা টিকিট দেখালেন। কিন্তু পরক্ষণেই যা ঘটল, তা দেখে সবাই হতবাক!
advertisement
1/7
রাজধানী এক্সপ্রেসে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, 'কই টিকিটটা...?' যা হল, ভয়ঙ্কর!
রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। সংরক্ষিত কামরায় টিকিট পরীক্ষা করতে এলেন টিটিই (TTE), একে একে যাত্রীদের টিকিট দেখে যাচ্ছিলেন তিনি। তার পর এসে দাঁড়ালেন সেই সিটের সামনে। যেখানে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী। তার পর যা হল, ভাবতেও পারছেন না!
advertisement
2/7
সেই 'কই, টিকিট দেখি?' বলতেই এক যাত্রী ধড়ফড় করে উঠে বসলেন ঘুম ভেঙে। যাত্রী হড়বড় করে উঠে টিকিট বের করলেন। কিন্তু টিটি তা হাতে নিয়েই চমকে উঠলেন! চোখ কুঁচকে ভালো করে দেখলেন টিকিটটি, তারপর তাঁর মুখ কঠিন হয়ে গেল। পরের মুহূর্তেই যা ঘটল, তা দেখে কামরার অন্য যাত্রীরাও হতবাক!
advertisement
3/7
গত এক মাসে টিকিট পরীক্ষার মাধ্যমে রেলের রাজস্ব হিসাবে এসেছে ১.৭৩ কোটি টাকা। এর মধ্যে টিকিটবিহীন যাত্রী, অনিয়মিত টিকিটধারী এবং বিনা বুকিংয়ের লাগেজ বহনকারীদের জরিমানা করা হয়েছে। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন অবৈধ যাত্রীদের দৌরাত্ম্য কমছে, অন্যদিকে রেলের আয়ও বাড়ছে।
advertisement
4/7
সূত্রের খবর, দুই ব্যক্তি রাজধানী এক্সপ্রেসের থার্ড এসি কামরায় যাত্রা করছিলেন। মাথায় গামছা বাঁধা অবস্থায় তাঁরা বসেই ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর টিটিই এসে তাঁদের ডাক দেন এবং টিকিট দেখতে চান। তাঁরা টিকিট দেখানোর পরই টিটিই রীতিমতো ক্ষুব্ধ হন, কারণ তাঁদের টিকিট ছিল সাধারণ শ্রেণির!
advertisement
5/7
এরপর টিটিই জরিমানার একটি স্লিপ ধরিয়ে দেন। সেটি দেখে দুই যাত্রী হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁরা উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইতে শুরু করেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাঁরা টিটিই-এর পা পর্যন্ত ধরে ফেলেন। ঘটনাটি দেখে আশপাশের যাত্রীরা জড়ো হন।
advertisement
6/7
তবে জরিমানা নেওয়ার পরই তাঁদের ছেড়ে দেওয়া হয়। যদিও মোটা অঙ্কের জরিমানা দিতে হয় ওই দুই ঘুমন্ত যাত্রীকে। কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
7/7
রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, স্টেশন এবং ট্রেনে নিয়মিত টিকিট পরীক্ষা অভিযান চালানো হচ্ছে, যাতে বিনা টিকিট ও অবৈধ যাত্রা রোখা যায়। সংরক্ষিত কামরায় বিনা অনুমতিতে প্রবেশ বা অনিয়মিত টিকিট নিয়ে যাত্রা করলে ভবিষ্যতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, 'কই টিকিটটা...?' তারপর যা হল, সবাই স্তম্ভিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল