Indian Railways: 'ম্যাডাম আপনার টিকিটটা দেখি...', টিটি বলতেই মহিলা দেখালেন সেই কার্ড, নিমেষে গলা শুকিয়ে গেল চেকারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: ট্রেনে টিকিট চেক করার অন্য একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে এক টিকিট পরীক্ষক এক বৃদ্ধার থেকে টিকিট চাইছেন। বৃদ্ধা ট্রেনে স্লিপার ক্লাস কোচে উঠেছিলেন। টিটি টিকিট চাইতেই যা দেখালেন বৃদ্ধা...
advertisement
1/5

বাম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয়েছে', এমন মন্তব্য করলেন কোন সাংসদ?
advertisement
2/5
ছোট ভিডিওটি, সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই টিটি যেভাবে এই পরিস্থিতি শান্তভাবে সামলেছেন তার প্রশংসা করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে টিটিই ট্রেনের স্লিপার কোচে বৃদ্ধা মহিলার বিপরীতে বসে টিকিট চাইছেন। Representative Image
advertisement
3/5
তবে, ওই বৃদ্ধা টিকিটের পরিবর্তে নিজের তার আধার কার্ড দেন টিটিকে। এই ঘটনা দেথে হাসেন যখন তিনি এটি নেন এবং আবার টিকিট চান, কিন্তু তিনি বিভ্রান্ত দেখেন এবং নরমভাবে বলেন, "আমার কাছে শুধু এটাই আছে।" (ঘটনার সেই দৃশ্য, Image: X)
advertisement
4/5
কড়া প্রতিক্রিয়া না দিয়ে, টিটিই হাসতে থাকেন এবং কার্ডটি পরীক্ষা করেন। পরে কোনও কড়া কথা না বলে বৃদ্ধাকে সাধারণ কয়েকটি প্রশ্ন করেন টিটিই। মহিলা সেই সময়ে ভয় পেলেও, টিটিই শান্তভাবে তাকে আধার কার্ড রেখে দিতে বলেন তবুও বৃ্দ্ধাকে সেই আসন থেকে সরে আসতে বলেননি। Representative Image
advertisement
5/5
এই ভিডিওটি কখন বা কোথায় তোলা হয়েছে বা মহিলা একা ভ্রমণ করছিলেন কিনা সে সম্পর্কে কোন বিবরণ পাওয়া যায়নি, তবে ভিডিওটি চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই টিটই-র ভূমিকার প্রশ্ন করেছেন। তাই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: 'ম্যাডাম আপনার টিকিটটা দেখি...', টিটি বলতেই মহিলা দেখালেন সেই কার্ড, নিমেষে গলা শুকিয়ে গেল চেকারের