TRENDING:

Indian Railways: অসুস্থ অবস্থায় ট্রেনে যাচ্ছেন, জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? ৯৯ শতাংশ মানুষ খোঁজই রাখেন না

Last Updated:
Indian Railways: বেশিরভাগ মানুষ এ নিয়ে কিছুই জানেন না। অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন?
advertisement
1/7
অসুস্থ অবস্থায় ট্রেনে যাচ্ছেন,জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন?৯৯ শতাংশ মানুষই জানেন না
ভারতীয় রেলে প্রত্যেকদিনই কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশের লাইফলাইন রেলযাত্রা। কেউ জেনারেল কোচে যাচ্ছেন তো কেউ এসি কিংবা অন্য কোনও কোচে। একেক ট্রেনে, কোচে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা, নিয়ম।
advertisement
2/7
ভারতীয় রেলে যাত্রার সময়ে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। তবে বহু মানুষ সে সব নিয়ে খোঁজই রাখেন না। এমনকী টিকিট কাটার সময়ও প্রচুর ছাড় পাওয়া যায়।
advertisement
3/7
প্রবীণ যাত্রীদের পাশাপাশি অসুস্থ যাত্রীদের জন্যও রেলে রয়েছে ছাড় দেওয়ার নিয়ম রয়েছে। তবে বেশিরভাগ মানুষ এ নিয়ে কিছুই জানেন না। কিন্তু অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? যদিও রেল বলছে অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। এক্ষেত্রে রোগ কী সেটি জানাতে হয় রেলকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
4/7
কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত রেলের টিকিটে ছাড় দেওয়া হয়। যেমন, ক্যানসার রোগী এবং সঙ্গে থাকা একজন টিকিটে ছাড় পান স্লিপার এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ। ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। অ্যাটেনডেন্ট স্লিপার এবং এসি-থ্রি টায়ারে একই ভাবে ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
advertisement
5/7
হার্ট সার্জারি অথবা ডায়ালেসিস করতে যাচ্ছেন ট্রেনে চেপে? হার্ট সার্জারির জন্যে যদি ট্রেনে কোথাও যেতে হয় তাহলে ভাড়াতে ছাড় দেওয়া হয়। অপারেশন কিংবা ডায়ালেসিস করাতে ট্রেনে যাত্রা করলেও টিকিটে ছাড় দেয় রেল। কিন্তু কত টাকা পর্যন্ত সেই ছাড় পাওয়া যায়?
advertisement
6/7
রেল সূত্রে খবর, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে ছাড় দেওয়া হয়। ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়।
advertisement
7/7
টিবি রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন এমন রোগীরাও ছাড় পান রেলের টিকিটে। এমনকী তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন। সেকেন্ড, স্লিপার এবং ফার্স্ট ক্লাসে ৭৫ শতাংশ পর্যন্ত রেলওয়ে টিকিটে ছাড় দিয়ে থাকে। তবে সংশ্লিষ্ট যাত্রী যে অসুস্থ সেই সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হবে। ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন জমা দিতে বলতে পারে রেল। প্রয়োজনে রেলের চিকিৎসক আপনাকে পরীক্ষাও করতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: অসুস্থ অবস্থায় ট্রেনে যাচ্ছেন, জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? ৯৯ শতাংশ মানুষ খোঁজই রাখেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল