TRENDING:

Indian Railways: বলুন তো, ট্রেনে কোন ৪ টে জিনিস নিয়ে ওঠা নিষিদ্ধ? রেল পুলিশের চোখে পড়লে সোজা জেল

Last Updated:
ট্রেনে কী কী নিয়ে উঠলেই হাজতবাস? দেখে নিন তালিকা
advertisement
1/7
বলুন তো, ট্রেনে কোন ৪ টে জিনিস নিয়ে ওঠা নিষিদ্ধ? রেল পুলিশের চোখে পড়লে সোজা জেল
ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক! রোজ লক্ষ-লক্ষ মানুষ রেলে যাতায়াত করছেন। নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য কিছু নিয়ম চালু করেছে, যা মেনে চলা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা কিংবা কারাদণ্ডের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। বলুন তো, ট্রেনে কোন কোন জিনিস নিয়ে ওঠা যায় না?Image: News18
advertisement
2/7
অ্যাসিড-- ট্রেনে অ্যাসিডের মতো জিনিস নিয়ে উঠবেন না। রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে শাস্তি হতে পারে। সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ডও হতে পারে। ট্রেনে যে-কোনও রকমের ক্ষয়কারী বা করোসিভ পদার্থ নিয়ে ওঠা নিষিদ্ধ।
advertisement
3/7
স্টোভ বা গ্যাস সিলিন্ডার-- ট্রেনে গ্যাস সিলিন্ডার বা স্টোভ নিয়ে ওঠা যায় না। গ্যাস সিলিন্ডার নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে, তবে সিলিন্ডার অবশ্যই খালি হতে হবে।Image: News18
advertisement
4/7
বাজি--ট্রেনে বাজি-পটকা নিয়ে ওঠা যায় না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা এবং হাজতবাস। পাশাপাশি ট্রেনে যে-কোনওরকম বিস্ফোরক, বিপজ্জনক ও দাহ্য পদার্থ নিয়ে ওঠা নিষিদ্ধ।Image: News18
advertisement
5/7
শুকনো নারকেল-- ভারতীয় রেলওয়ের কড়া নিয়ম অনুযায়ী, ট্রেনে শুকনো নারকেল বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুকনো নারকেলের বাইরের অংশে খড়ের মতো তন্তুযুক্ত পদার্থ থাকে, যা অত্যন্ত দাহ্য এবং আগুন লাগার বড় ঝুঁকি তৈরি করে। যাত্রীদের কাছে এই ফল পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।Image: News18
advertisement
6/7
ট্রেনে একটা নির্দিষ্ট ওজন পর্যন্ত মাল পরিবহণ করতে কোনও বাড়তি টাকা লাগে না। ট্রাঙ্ক বা সুটকেসের মাপ হতে হবে-- ১০০ সেমি x ৬০ সেমি x ২৫ সেমি (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা)। কিন্তু তাই বলে আপনি স্কুটার বা সাইকেল নিয়ে ট্রেনে উঠতে পারবেন না।Image: News18
advertisement
7/7
এসি স্লিপার কোচ, এসিসি চেয়ার কার কোচ, স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাস কোচে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই নিয়ম লঙ্ঘন করে যদি কোনও যাত্রী কুকুর নিয়ে যান, তবে কুকুরটিকে সঙ্গে সঙ্গে ব্রেক ভ্যানে সরিয়ে দেওয়া হবে এবং লাগেজ স্কেল রেটের ছয় গুণ হারে চার্জ ধার্য করা হবে, যার ন্যূনতম পরিমাণ হবে ৫০ টাকা।Image: News18
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: বলুন তো, ট্রেনে কোন ৪ টে জিনিস নিয়ে ওঠা নিষিদ্ধ? রেল পুলিশের চোখে পড়লে সোজা জেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল