Indian Railways: রাজধানী, শতাব্দীও থেমে যায় 'এই' ট্রেনকে রাস্তা ছাড়তে! দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন কোনটি জানেন? তাজ্জব হয়ে যাবেন শুনলে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways || Train Interesting Fact: রাজধানী, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেস এই তিনটি ট্রেন এখন রেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন। কিন্তু এগুলি ছাড়াও এমন ট্রেন আছে যা রাজধানীকে থামিয়ে এগিয়ে যায়। জানেন সেগুলি কোন ট্রেন?
advertisement
1/10

ভারতে অন্যতম সর্বাধিক জনপ্রিয় গণ পরিবহণ ব্যবস্থা নিঃসন্দেহে ট্রেন। কারণ প্রতিদিন লাখ লাখ যাত্রী ট্রেন চলাচল করেন এই দেশে। স্বভাবতই যাত্রীদের কাছে ট্রেনের গুরুত্ব অপরিসীম। আজকের দ্রুততার যুগে এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে পৌঁছে যেতে ট্রেনের ভূমিকা অনস্বীকার্য।
advertisement
2/10
ট্রেনে যাতায়াত করার সময় আমরা প্রায়ই দেখি এক ট্রেন অপর ট্রেনকে থামিয়ে এগিয়ে যায়। সাধারণত বিভিন্ন প্রিমিয়াম ট্রেন, যেমন রাজধানী (Rajdhani Express) বা শতাব্দীকে (Shatabdi Express) জায়গা দেওয়ার জন্যই অন্য ট্রেনকে থামিয়ে দেওয়া হয়।
advertisement
3/10
ভারতীয় রেলের সর্বাধিক গুরুত্বপূর্ন ট্রেনের কথা বললে নাম আসে রাজধানী অথবা শতাব্দীর। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই তিনটি ট্রেন এখন রেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন। কিন্তু এগুলি ছাড়াও এমন ট্রেন আছে যা রাজধানীকে থামিয়ে এগিয়ে যায়। জানেন সেগুলি কোন ট্রেন? এমন কোন ট্রেন আছে যার জন্য পথ ছেড়ে দিতে হয় রাজধানী বা শতাব্দীকেও?
advertisement
4/10
১) ত্রাণ চিকিৎসা সরঞ্জাম ট্রেন : ট্রেন দুর্ঘটনার সময় সেখানে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য এই ট্রেনের ব্যবহার হয়। অন্য সব ট্রেনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই ট্রেনটিকে। রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনকেও থামিয়ে আগে যেতে দেওয়া হয় এই ট্রেনকে। প্রতীকী ছবি
advertisement
5/10
২) রাষ্ট্রপতির ব্যবহার করা ট্রেন : ভারতের রাষ্ট্রপতির ব্যবহৃত ট্রেনটিও উচ্চ অগ্রাধিকার পায়। তবে রেলের চেয়ে আকাশপথে বেশি ভ্রমণ করেন রাষ্ট্রপতি। তাই এই ট্রেন খুব একটা দেখা যায় না। প্রতীকী ছবি
advertisement
6/10
৩) রাজধানী এক্সপ্রেস : গুরুত্বের বিচারে ৩ নম্বরে আসে রাজধানী এক্সপ্রেস। দেশের সবচেয়ে প্রিমিয়াম ট্রেন এটি। অন্যান্য সমস্ত ট্রেনকে থামিয়ে এগিয়ে যায় রাজধানী এক্সপ্রেস।
advertisement
7/10
.৪) শতাব্দী এক্সপ্রেস : রাজধানীর পর শতাব্দী এক্সপ্রেসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এই ট্রেন যেদিন ছাড়ে সেদিনই যাত্রা শেষ করে। প্রতীকী ছবি
advertisement
8/10
৫) দুরন্ত এক্সপ্রেস: এটিও একটি দূরপাল্লার ভ্রমণ ট্রেন। ২০০৯ সালে এই ট্রেন শুরু হয়। দ্রুততার হিসেবে এই ট্রেনটিও অত্যন্ত গুরুত্ব পায় ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে।
advertisement
9/10
৬) তেজস এক্সপ্রেস: এটিও একটি আধা-উচ্চ গতির এসি ট্রেন। রাজধানী, শতাব্দী এবং দুরন্তের পরে পছন্দের ক্রম অনুসারে এর নম্বরটি আসে।
advertisement
10/10
৭) গরীব রথ এক্সপ্রেস : যাত্রীদের কম দামে উন্নত সুবিধা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। এই ট্রেনটি অগ্রাধিকার ক্রমে সাত নম্বরে রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: রাজধানী, শতাব্দীও থেমে যায় 'এই' ট্রেনকে রাস্তা ছাড়তে! দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন কোনটি জানেন? তাজ্জব হয়ে যাবেন শুনলে!