Indian Railways: যুবক ট্রেনে যাত্রীদের একটাই প্রশ্ন করত,তার পরেই শুরু হত 'আসল খেলা', ট্রেন থেকে নামার সময় সে 'বড়লোক', কিন্তু কীভাবে? শেষমেশ পুলিশ যা ফাঁস করল, শুনলে চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যাঁরা রোজ ট্রেনে যাতায়াত করেন, তাঁদের কাছে যুবক ছিল আর পাঁচটা টিটিই-র মতোই একজন। কালো পোশাক, হাতে কলম, মুখে একটাই কথা-- “টিকিট দেখান”! এই কথাটা বলার পর যদি সামনে থাকা যাত্রী একটু ঘাবড়ে যেতেন বা টিকিটে কিছু গণ্ডগোল বার হত, তখনই শুরু হত আসল খেলা।
advertisement
1/6

যাঁরা রোজ ট্রেনে যাতায়াত করেন, তাঁদের কাছে যুবক ছিল আর পাঁচটা টিটিই-র মতোই একজন। কালো পোশাক, হাতে কলম, মুখে একটাই কথা-- “টিকিট দেখান”! এই কথাটা বলার পর যদি সামনে থাকা যাত্রী একটু ঘাবড়ে যেতেন বা টিকিটে কিছু গণ্ডগোল বার হত, তখনই শুরু হত আসল খেলা।Image: News18
advertisement
2/6
ট্রেনে ওঠা কালো পোশাক, হাতে কলম থাকা 'টিটিই' তখনই QR কোড দেখিয়ে বলত – “জরিমানা হবে, এই কিউআর কোড করে টাকা দিন।” এর পর যা ঘটত, তা ছিল এক প্রতারণার চিত্রনাট্য।Image: News18
advertisement
3/6
আহমেদাবাদ রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এক ভুয়ো টিটিইকে গ্রেফতা করেছে, যে ট্রেনে টিকিট পরীক্ষার নাম করে যাত্রীদের QR কোড স্ক্যান করে টাকা আদায় করত। অভিযুক্তের নাম শিব শঙ্কর জয়সওয়াল, সে উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাসিন্দা।Image: News18
advertisement
4/6
ট্রেনে ঘুরে বেড়াচ্ছে 'নকল' টিটিই! এই খবর পাওয়ার পর আরপিএফ-এর দল তদন্ত শুরু করে এবং আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে ভুয়ো টিটিই-কে পাকড়াও করা হয়। গ্রেফতারির সময় শিবশঙ্করের কাছে কোনও বৈধ রেলওয়ে আইডি বা পরিচয়পত্র ছিল না। জিজ্ঞাসাবাদের সময় সে নিজের অপরাধ স্বীকার করে নেয়।Image: News18
advertisement
5/6
যাঁদের টিকিট থাকত না, তাঁদের শিবশঙ্কর বলত, জরিমানা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে QR কোড দেখিয়ে পেমেন্ট করিয়ে নিত। এই QR কোডটি ছিল তার নিজের ই-ওয়ালেটের সঙ্গে যুক্ত। ফলে সেই টাকা সরাসরি তার অ্যাকাউন্টে চলে যেত।Image: News18
advertisement
6/6
শিবশঙ্কর বহু রাজ্যে ঘুরে প্রতারণা করত।শুধু আহমেদাবাদই নয়, দিল্লি, কানপুর, ভোপাল এবং নাগপুরের মতো রেলওয়ে স্টেশনেও প্রতারণা করেছে। প্রতিটি জায়গায় সে কয়েকদিন করে থাকত, বিভিন্ন ছদ্মবেশে নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে মানুষকে ঠকাত এবং তারপর শহর পাল্টে ফেলত।Image: News18
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: যুবক ট্রেনে যাত্রীদের একটাই প্রশ্ন করত,তার পরেই শুরু হত 'আসল খেলা', ট্রেন থেকে নামার সময় সে 'বড়লোক', কিন্তু কীভাবে? শেষমেশ পুলিশ যা ফাঁস করল, শুনলে চমকে উঠবেন