TRENDING:

একসঙ্গে ক’‌টা তৎকাল টিকিট কাটা যায়? কীভাবে কাটতে হয়? রেলের নিয়ম জানলে কাজ সহজ

Last Updated:
Tatkal ticket booking process- সাধারণত অনেকেই এজেন্ট মারফত তৎকাল টিকিট কেটে থাকেন। তবে অনেক যাত্রী নিজেরাও তৎকাল টিকিট কাটেন। রেলের নিয়ম অনুযায়ী, এক জন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি তৎকাল টিকিট কাটতে পারেন।
advertisement
1/6
একসঙ্গে ক’‌টা তৎকাল টিকিট কাটা যায়? কীভাবে কাটতে হয়? রেলের নিয়ম জানলে কাজ সহজ
দোলের জন্য এখন ট্রেনে টিকিটের ব্যাপক চাহিদা। প্রবল গরম পড়ার আগে অনেকেই ঘুরতে যেতে চাইছেন। ফলে ট্রেনে টিকিটের চাহিদা তুঙ্গে। অনেকেরই ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে। ফলে ভরসা এখন তৎকাল।
advertisement
2/6
হঠাৎ করে কোথাও যাওয়ার হলে অনেকেই তৎকাল টিকিট কাটবেন বলে ভাবেন! তবে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে রেলের। সেগুলো সম্পর্কে অনেকেই জানেন না।
advertisement
3/6
আপনি কি জানেন, একসঙ্গে কতগুলো তৎকাল টিকিট কাটা যায়! বাতানুকাল শ্রেণির ক্ষেত্রে যাত্রার ঠিক একদিন আগে সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট-এর উইন্ডো খুলে দেয় রেল। সাধারণ শ্রেণির ক্ষেত্রে যাত্রার একদিন আগে সকাল ১১ টা থেকে টিকিট কাটতে পারেন যাত্রীরা।
advertisement
4/6
আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইটে ঢুকে তৎকাল টিকিট কাটতে পারেন। যাত্রীরা চাইলে মোবাইল থেকেও টিকিট কাটতে পারেন। আবার রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকেও টিকিট কাটা যায়। মোবাইলে টিকিট কাটার সময় ট্রেনের নম্বর, কোন শ্রেণিতে যাত্রা করবেন তা ঠিক করে নিতে হবে। নাম, বয়স, লিঙ্গ, আইডি প্রুফ দিতে হবে।
advertisement
5/6
সাধারণত অনেকেই এজেন্ট মারফত তৎকাল টিকিট কেটে থাকেন। তবে অনেক যাত্রী নিজেরাও তৎকাল টিকিট কাটেন। রেলের নিয়ম অনুযায়ী, এক জন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি তৎকাল টিকিট কাটতে পারেন।
advertisement
6/6
তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে নির্ধারিত সময়ে আইআরসিটিসি’-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তার পর বুকিং অপশনে যান। তৎকাল লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট বুক করতে হবে। সবশেষে পেমেন্ট করতে হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
একসঙ্গে ক’‌টা তৎকাল টিকিট কাটা যায়? কীভাবে কাটতে হয়? রেলের নিয়ম জানলে কাজ সহজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল