TRENDING:

রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল 'অদ্ভুত' এই জিনিস! এগুলো কী?

Last Updated:
রাতের আঁধারে পূর্বা এক্সপ্রেস ছুটে চলেছে দিল্লি থেকে হাওড়ার দিকে। এসি কামরায় ঘুমোচ্ছেন যাত্রীরা। কেউই টের পাননি, এই যাত্রাপথেই লুকিয়ে রয়েছে এক রহস্যময় চক্রান্ত। হতবাক রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
advertisement
1/9
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল 'অদ্ভুত' এই জিনিস!
রাতের আঁধারে ট্রেন ছুটে চলেছে দিল্লি থেকে হাওড়ার দিকে। এসি কামরায় ঘুমোচ্ছেন যাত্রীরা। কেউই টের পাননি, এই যাত্রাপথেই লুকিয়ে রয়েছে এক রহস্যময় চক্রান্ত। হতবাক রেল সুরক্ষা বাহিনী (RPF)।
advertisement
2/9
দিল্লি থেকে আলিগড়ের মধ্যে চলছিল আরপিএফের মোবাইল টিমের তল্লাশি। সেই সময় নজরে আসে A2 কোচের বাইরে রাখা ১৭টি সন্দেহজনক লাগেজ।
advertisement
3/9
যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই লাগেজগুলির কোনওটির মালিকানাই তাঁদের নয়। পরে জানা যায়, সেগুলি বহন করছিলেন কোচ অ্যাটেন্ড্যান্টরা। তাঁরা সন্তোষজনক উত্তর দিতে না পারায়, লাগেজগুলির তল্লাশি চালায় আরপিএফ।
advertisement
4/9
তুন্দলা জংশনে ট্রেন থামলে লাগেজগুলি নামিয়ে খতিয়ে দেখা হয়। কী ছিল ব্যাগগুলোতে? জানলে চমকে যাবেন।
advertisement
5/9
তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৭ বোতল দামি মদ, যার মধ্যে ছিল ৫ বোতল ৩০ বছরের পুরনো Glenfiddich Malt Scotch Whisky ও ১২ বোতল ২১ বছরের পুরনো Royal Salute।
advertisement
6/9
৩০ বছরের পুরনো ৫ বোতল Glenfiddich Malt Scotch Whisky (মূল্য ৫.৫২ লক্ষ টাকা) এবং ২১ বছরের পুরনো ১২ বোতল Royal Salute (মূল্য ৩ লক্ষ টাকা)। শুধু মদের আনুমানিক মূল্যই প্রায় ৮.৫ লক্ষ টাকা। পাশাপাশি একাধিক ইলেকট্রনিক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
7/9
পূর্বা এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কোচ (A2)-এ তল্লাশির সময় আরপিএফ উদ্ধার করল অবৈধ মদ ও ইলেকট্রনিক সামগ্রী সহ প্রায় ৮.৫ লক্ষ টাকার মালপত্র। ধরা পড়েছে তিন কোচ অ্যাটেন্ড্যান্ট, যাঁরা এই অবৈধ মাল দিল্লি থেকে নিয়ে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের জাসিদিহ জংশনে (দেওঘর)।
advertisement
8/9
ঘটনার পর রেলপুলিশ আটক করে তিন কোচ অ্যাটেন্ড্যান্টকে— নিতীশ পাসোয়ান (পশ্চিমবঙ্গ), মনু কুমার (গয়া, বিহার), ও দমন কুমার (মুঙ্গের, বিহার)। তাঁরা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিযুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তুন্দলা জংশনের আরপিএফ পোস্টে।
advertisement
9/9
এই ঘটনায় ফের একবার সামনে এল রেলপথে সক্রিয় পাচারচক্রের চেহারা। আরপিএফ আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে তারা আরও কঠোর নজরদারি চালাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল 'অদ্ভুত' এই জিনিস! এগুলো কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল