রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল 'অদ্ভুত' এই জিনিস! এগুলো কী?
- Published by:Tias Banerjee
Last Updated:
রাতের আঁধারে পূর্বা এক্সপ্রেস ছুটে চলেছে দিল্লি থেকে হাওড়ার দিকে। এসি কামরায় ঘুমোচ্ছেন যাত্রীরা। কেউই টের পাননি, এই যাত্রাপথেই লুকিয়ে রয়েছে এক রহস্যময় চক্রান্ত। হতবাক রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
advertisement
1/9

রাতের আঁধারে ট্রেন ছুটে চলেছে দিল্লি থেকে হাওড়ার দিকে। এসি কামরায় ঘুমোচ্ছেন যাত্রীরা। কেউই টের পাননি, এই যাত্রাপথেই লুকিয়ে রয়েছে এক রহস্যময় চক্রান্ত। হতবাক রেল সুরক্ষা বাহিনী (RPF)।
advertisement
2/9
দিল্লি থেকে আলিগড়ের মধ্যে চলছিল আরপিএফের মোবাইল টিমের তল্লাশি। সেই সময় নজরে আসে A2 কোচের বাইরে রাখা ১৭টি সন্দেহজনক লাগেজ।
advertisement
3/9
যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই লাগেজগুলির কোনওটির মালিকানাই তাঁদের নয়। পরে জানা যায়, সেগুলি বহন করছিলেন কোচ অ্যাটেন্ড্যান্টরা। তাঁরা সন্তোষজনক উত্তর দিতে না পারায়, লাগেজগুলির তল্লাশি চালায় আরপিএফ।
advertisement
4/9
তুন্দলা জংশনে ট্রেন থামলে লাগেজগুলি নামিয়ে খতিয়ে দেখা হয়। কী ছিল ব্যাগগুলোতে? জানলে চমকে যাবেন।
advertisement
5/9
তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৭ বোতল দামি মদ, যার মধ্যে ছিল ৫ বোতল ৩০ বছরের পুরনো Glenfiddich Malt Scotch Whisky ও ১২ বোতল ২১ বছরের পুরনো Royal Salute।
advertisement
6/9
৩০ বছরের পুরনো ৫ বোতল Glenfiddich Malt Scotch Whisky (মূল্য ৫.৫২ লক্ষ টাকা) এবং ২১ বছরের পুরনো ১২ বোতল Royal Salute (মূল্য ৩ লক্ষ টাকা)। শুধু মদের আনুমানিক মূল্যই প্রায় ৮.৫ লক্ষ টাকা। পাশাপাশি একাধিক ইলেকট্রনিক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
7/9
পূর্বা এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কোচ (A2)-এ তল্লাশির সময় আরপিএফ উদ্ধার করল অবৈধ মদ ও ইলেকট্রনিক সামগ্রী সহ প্রায় ৮.৫ লক্ষ টাকার মালপত্র। ধরা পড়েছে তিন কোচ অ্যাটেন্ড্যান্ট, যাঁরা এই অবৈধ মাল দিল্লি থেকে নিয়ে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের জাসিদিহ জংশনে (দেওঘর)।
advertisement
8/9
ঘটনার পর রেলপুলিশ আটক করে তিন কোচ অ্যাটেন্ড্যান্টকে— নিতীশ পাসোয়ান (পশ্চিমবঙ্গ), মনু কুমার (গয়া, বিহার), ও দমন কুমার (মুঙ্গের, বিহার)। তাঁরা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিযুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তুন্দলা জংশনের আরপিএফ পোস্টে।
advertisement
9/9
এই ঘটনায় ফের একবার সামনে এল রেলপথে সক্রিয় পাচারচক্রের চেহারা। আরপিএফ আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে তারা আরও কঠোর নজরদারি চালাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল 'অদ্ভুত' এই জিনিস! এগুলো কী?