TRENDING:

'আপনার টিকিটটা দেখি...?' হাত বাড়ালেন TTE, কিছুক্ষণেই যা করলেন, ছুটে এল RPF থেকে GRP, নিমেষে ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!

Last Updated:
Indian Railways: সোশ্যাল মিডিয়ায় এক টিকিট পরীক্ষকের এমন একটি ভিডিও চরম ভাইরাল হয়েছে যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল এই ভিডিওতে একজন টিটিই-কে এমন কিছু করতে দেখা যায় যা দেখে সকলেই সম্ভিত হয়ে যান। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল চলন্ত ট্রেনের কামরায়? আঁতকে উঠবেন শুনলেই!
advertisement
1/13
'আপনার টিকিটটা দেখি...?' হাত বাড়ালেন TTE, কিছুক্ষণেই যা করলেন, ছুটে এল RPF থেকে GRP
ভারতীয় রেল দেশের গণপরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ভারতের যাত্রীদের বরাবরের প্রথম পছন্দ ট্রেন। সময়ে ও কম খরচে গন্তব্যে পৌঁছতে ট্রেনের বিকল্প পাওয়া ভার। খুব ভিড় না থাকলে ট্রেন ভ্রমণ বেশ মজাদারও হয়।
advertisement
2/13
এক একটি স্টেশন পেরোতে পেরোতে জানালা দিয়ে একের পর এক ধানক্ষেত, পাহাড়, জঙ্গল পেরিয়ে 'ডেস্টিনেশনে' পৌঁছতে কার না ভাল লাগে। কিন্তু এই ট্রেনের অভিজ্ঞতাও নানা রকমের হয়। কখনও তা খুব মধুর হলেও কখনও এমনও কিছু ঘটে যায় যা ভয়ঙ্কর। AI Generated Representative Image
advertisement
3/13
সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রায়ই কেউ না কেউ ট্রেনের কোনও না কোনও ভিডিও ও পোস্ট শেয়ার করেন যা তথ্যমূলক। আবার কিছু কিছু ভিডিও থাকে যা দেখে চমকে উঠতে হয়। অনেক সময় এই ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে এতটাই প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে যা মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পরে ভাইরাল হয়ে যায়। AI Generated Representative Image
advertisement
4/13
আমরা জানি ট্রেনের যাত্রা বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড়ের জন্য স্টেশনে ও ট্রেনের কামরায় থাকেন টিকিট পরীক্ষকেরা। টিটি ও টিটিই এই দুই পদাধিকারী আধিকারিকরা দায়িত্বে থাকেন। বিনা টিকিটে বা ভুল টিকিটে কোনও যাত্রী ট্রেনে ভ্রমণ করলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে রেলের আইন মোতাবেক তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেন তাঁরা। AI Generated Representative Image
advertisement
5/13
সোশ্যাল মিডিয়ায় এক টিকিট পরীক্ষকের এমন একটি ভিডিও চরম ভাইরাল হয়েছে যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল এই ভিডিওতে একজন টিটিই-কে এমন কিছু করতে দেখা যায় যা দেখে সকলেই সম্ভিত হয়ে যান। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল চলন্ত ট্রেনের কামরায়? আঁতকে উঠবেন শুনলেই! AI Generated Representative Image
advertisement
6/13
গত সোমবার কোটা রুটে নয়াদিল্লি-ডক্টর ভীমরাও আম্বেদকর এক্সপ্রেসের জেনারেল কোচে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। অন্য দিনের মতোই সেদিনও কামরায় ঘুরে ঘুরে টিকিট চেক করছিলেন দায়িত্বে থাকা টিটিই। আর সেই চেকিং চলাকালীনই এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। AI Generated Representative Image
advertisement
7/13
ট্রেনের কামরায় রুটিন টিকিট চেকিংয়ের সময় এক এক করে যাত্রীদের কাছ থেকে টিকিট চাইছিলেন টিকিট পরীক্ষক হেমরাজ মীনা। সেইসময়ই এক যাত্রীর কাছে টিকিট চান তিনি। কিন্তু তার কাছে ট্রেনের 'বৈধ' টিকিট ছিল না। AI Generated Representative Image
advertisement
8/13
টিকিট না থাকায় ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেন টিকিট পরীক্ষক। কিন্তু ঘটনায় এরপরেই বড় নাটকের শুরু। Representative Image
advertisement
9/13
জরিমানা পরিশোধ করে যাত্রী যখন চলে যেতে উদ্যত হন, তখন টিটিই আচমকা তাঁকে থামানোর চেষ্টা করেন। আর এই নিয়েই দুপক্ষের মধ্যে চরম তর্কাতর্কি হয় এবং বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।
advertisement
10/13
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে টিটিই আচমকা অপ্রত্যাশিত ভাবে ওই যাত্রীকে চড়, লাথি এবং ঘুষি মারতে শুরু করে। পুরো ঘটনাটি ঘটেছিল ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে। সেইসময় কামরায় ভিড় ও ছিল প্রচুর কিন্তু অভিযোগ যাত্রীরা কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। AI Generated Representative Image
advertisement
11/13
বিষয়টি অবিলম্বে কন্ট্রোল রুমে জানানো হয়, এরপর রামগঞ্জমন্ডি এবং ভবানীমান্ডিতে আরপিএফ কর্মীরা ট্রেনে পৌঁছন। তবে, আরপিএফ প্রথমে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেনি। পরে শামগড়ে জিআরপিকে জানানো হয় বিষয়টি। AI Generated Representative Image
advertisement
12/13
যাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর মেডিক্যাল চেকআপও করা হয়েছিল কিন্তু কোনও গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এরপরে ওই যাত্রী জরিমানা পরিশোধ করে বিষয়টি শেষ করতে রাজি হন এবং উভয় পক্ষের মধ্যে একটি মীমাংসা হয়। AI Generated Representative Image
advertisement
13/13
বিষয়টি গুরুতর বিবেচনা করে ঘটনার পর পরই রেল কর্তৃপক্ষ টিটিই হেমরাজ মীনাকে বরখাস্ত করেছে। এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য কর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'আপনার টিকিটটা দেখি...?' হাত বাড়ালেন TTE, কিছুক্ষণেই যা করলেন, ছুটে এল RPF থেকে GRP, নিমেষে ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল