Indian Railways: ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে ওঠা যায় জানেন? অতিরিক্ত লটবহর নিয়ে উঠলে বিরাট জরিমানা হতে পারে, রেলের নিয়ম জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways: ট্রেনে তো যত খুশি ব্যাগ নিয়েই আমরা উঠে পড়ি। ট্রেনে কি যত খুশি ব্যাগ নিয়ে ওঠা যায়? সর্বোচ্চ কত ওজনের ব্যাগ নেওয়া যায় জানেন? নইলে হতে পারে বড় টাকা জরিমানা, জানুন
advertisement
1/10

বিমানে লাগেজ অর্থাৎ ব্যাগ-মালপত্র বহন করে নিয়ে যাওয়ার নির্দিষ্ট ওজন ও নিয়ম রয়েছে। কিন্তু ট্রেনে? ট্রেনে তো যত খুশি ব্যাগ নিয়েই আমরা উঠে পড়ি। ট্রেনে কি যত খুশি ব্যাগ নিয়ে ওঠা যায়?
advertisement
2/10
কিন্তু আপনার জানা জরুরি যে, ট্রেনেও লাগেজ নিয়ে যাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর সেই নয়িম ভাঙলে মারাত্মক অপরাধ হিসেবে তা ধরা হয় এবং জরিমানাও হতে পারে।
advertisement
3/10
দূরপাল্লার ট্রেনে কতটা ওজনের লটবহর বিনা খরচে নেওয়া যায়, কোন শ্রেণির বগিতে ব্যাগের মাপ সর্বোচ্চ কতটা হতে পারে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। অনেকেরই সে নিয়ম জানা থাকে না। ফলে সমস্যায় পড়তে হয় সফরের সময়। রেলের নিয়ম বলছে, না জানিয়ে অতিরিক্ত লটবহর নিয়ে ট্রেনে উঠলে সাধারণ খরচের দেড় গুণ দিতে হয় জরিমানা বাবদ।
advertisement
4/10
রেলের নিয়ম অনুযায়ী, রেলের কোন শ্রেণির যাত্রী তার উপরে নির্ভর করছে তিনি সফরের সময় নিজের সঙ্গে কতটা মালপত্র রাখতে পারবেন। যত দামি টিকিট তত বেশি মাল রাখা যায়।
advertisement
5/10
বাতানুকূল প্রথম শ্রেণির যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত মাল বিনাখরচে নিতে পারেন। এর পরেও ১৫ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়। কিন্তু এর বেশি হলেই তার জন্য ভাড়া দিতে হয়। তবে সঙ্গে রাখা মালপত্রের ওজন কখনও ১৫০ কেজির উপরে হতে পারে না।
advertisement
6/10
বাতানুকূল টু টিয়ারে ক্ষেত্রে এই তিনটি মাপ হল যথাক্রমে ৫০ কেজি, ১০ কেজি এবং ১০০ কেজি। বাতানুকুল থ্রি টিয়ারে যথাক্রমে ৪০ কেজি, ১০ কেজি এবং ৪০ কেজি। আর স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৪০ কেজি, ১০ কেজি ও ৮০ কেজি। দ্বিতীয় শ্রেণির বগিতে এই পরিমাণ যথাক্রমে ৩৫ কেজি, ১০ কেজি ও ৭০ কেজি।
advertisement
7/10
ট্রেনে কেমন মাপের ব্যাগ, ট্রাঙ্ক, স্যুটকেস, বাক্স নিয়ে ওঠা যায় তারও নির্দিষ্ট মাপ ঠিক করা আছে। সাধারণ বগিতে এক জন যাত্রী ১০০ সেন্টিমিটার লম্বা, ৬০ সেন্টিমিটার চওড়া এবং ২৫ সেন্টিমিটার উঁচু বাক্স সঙ্গে রাখতে পারেন। এর বেশি বড় কিছু থাকলে তা ব্রেক ভ্যানে তোলাই নিয়ম।
advertisement
8/10
বাতানুকূল থ্রি টিয়ার এবং চেয়ার কারের ক্ষেত্রে ব্যাগ বা বাক্সের আয়তন হতে হবে আরও ছোট। এ ক্ষেত্রে রেলের ঠিক করা সর্বোচ্চ মাপ ৫৫ সেন্টিমিটার লম্বা, ৪৫ সেন্টিমিটার চওড়া এবং ২২.৫ সেন্টিমিটার উঁচু। এর চেয়ে বড় ব্যাগ হলে সর্বনিম্ম ৩০ টাকা খরচে ব্রেক ভ্যানে তুলতে হবে।
advertisement
9/10
সাধারণ রেল যাত্রীদের মতো ছোটদের মাথাপিছু মালপত্তরের পরিমাণও আলাদা। ৫ বছরের উপরের শিশুরাই মাল নিয়ে সফর করতে পারেন।
advertisement
10/10
১২ বছর বয়স পর্যন্ত এক জন শিশু পূর্ণ বয়স্ক যাত্রীদের তুলনায় অর্ধেক ওজনের মাল সঙ্গে রাখতে পারেন। তবে সর্বাধিক মাল হবে ৫০ কেজি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে ওঠা যায় জানেন? অতিরিক্ত লটবহর নিয়ে উঠলে বিরাট জরিমানা হতে পারে, রেলের নিয়ম জানুন