TRENDING:

Indian Railways: ট্রেনে গোঙানির শব্দ, 'কে ওখানে?', যে সামনে এল...ভয়ে দৌড় দিল যাত্রীরা,স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন, তোলপাড়-হুলুস্থুল

Last Updated:
নির্দিষ্ট সময় পার হয়ে, পেরিয়ে গিয়েছে আরও ঘণ্টাখানেক! তবু ট্রেন ছাড়ছে না! যাত্রীরা উসখুশ করছেন, ধৈর্য্য হারাচ্ছেন, বার বার ট্রেন থেকে নামা-ওঠা করছেন... খবর নিয়ে জানা গিয়েছে, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি নেই! কিন্তু তবু ছাড়ছে না ট্রেন
advertisement
1/6
ট্রেনে গোঙানির শব্দ, 'কে ওখানে?'...যে সামনে এল, ভয়ে দৌড় যাত্রীদের,স্টেশনে দাঁড়িয়ে ট্রেন
ট্রেন স্টেশনে দাঁড়িয়ে! যাবে বিহারের রক্সৌল থেকে সমস্তিপুর। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে, পেরিয়ে গিয়েছে আরও ঘণ্টাখানেক! তবু ট্রেন ছাড়ছে না! যাত্রীরা উসখুশ করছেন, ধৈর্য্য হারাচ্ছেন, বার বার ট্রেন থেকে নামা-ওঠা করছেন... খবর নিয়ে জানা গিয়েছে, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি নেই! কিন্তু তবু ছাড়ছে না ট্রেন!
advertisement
2/6
সবথেকে বড় বিষয় হল, ট্রেন যে কেন ছাড়ছে না, তা কেউ-ই বুঝতে পারছেন না! অবশেষে জানা গেল আসল ঘটনা, শুনলে আপনিও হতবাক হবেন!
advertisement
3/6
ট্রেনের কামরায় একটি কুকুর! দিব্য ঘুরে বেড়াচ্ছে আর কেউ তার কাছে গেলেই চিৎকার শুরু করছে, তেড়ে যাচ্ছে। ভয়ে ওই কামরায় উঠতেই পারছিলেন না যাত্রীরা। রেলকর্মীদের তো মাথায় হাত! তারা বুঝতেই পারছিলেন না, কীভাবে ট্রেনে উঠে পড়ল কুকুরটি, কীভাবেই বা সমস্যার সামাধান করবেন! ফলে বিহারের রক্সৌল স্টেশনে এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকল সমস্তিপুরগামী এক্সপ্রেস!
advertisement
4/6
সমস্তিপুরগামী এক্সপ্রেস, নম্বর ৫৫৫৭৮ সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ রক্সৌল স্টেশন ছাড়ার কথা ছিল। যাত্রীরা ট্রেনে উঠতে গিয়েই ভিড়মি খেলেন। কামরার ভিতর থেকে কেমন এরকটা গোঙানির শব্দ আসছে! ব্যাপারটি কী? দু'পা এগোতেই বিষবটি স্পষ্ট হল! কামরায় ঘুরে বেড়াচ্ছে সাদা একটা কুকুর। যাত্রীদের দেখেই সে চিৎকার শুরু করে, তেড়ে যায় তাদের দিকে। ভয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা যাত্রীদের।
advertisement
5/6
ট্রেন দেরি করছে, কামরায় ওঠা যাচ্ছে না... রাগে ফেটে পড়েন যাত্রীরা। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষও বুঝতে পারছিল না, কীভাবে সমস্যার সমাধান হবে। শেষমেশ কামরা থেকে কুকুরটিকে নামিয়ে আনার জন্য রেলকর্মীদের একটি দলকে মোতায়েন করা হয়। কিন্তু কিছুতেই কুকুরটিকে কামরা থেকে নামানো যায়নি।
advertisement
6/6
শেষ পর্যন্ত একটা সামাধান হল! অনেক কাঠখড় পুড়িয়ে কুকুরটিকে ওই কামরার একটি সিটের সঙ্গে চেন দিয়ে বেঁধে ফেলেন রেলকর্মীরা। তবে ওই কামরায় কোনও যাত্রী উঠতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বেঁধে যায়। কী ভাবে কামরার মধ্যে কুকুরটি এল? ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ট্রেনে গোঙানির শব্দ, 'কে ওখানে?', যে সামনে এল...ভয়ে দৌড় দিল যাত্রীরা,স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন, তোলপাড়-হুলুস্থুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল