TRENDING:

ট্রেনের লোয়ার berth-এ মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা...! ১৪ সেকেন্ডে যা ঘটল, ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নিমেষে!

Last Updated:
Indian Railways: ট্রেন ছুটছে... আর একটি লোয়ার বার্থে মুখোমুখি বসে আসছে পৌঢ়-পৌঢ়া। বয়স্ক ওই মহিলার সামনে যিনি বসে আছেন তাঁকে ওঁর স্বামী বলেই মনে হয়। মাথা নিচু করে কিছু একটা করছিলেন তিনি। কী করছিলেন জানেন?
advertisement
1/9
ট্রেনে লোয়ার berth-এ মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা! ১৪ সেকেন্ডে যা ঘটল, ছড়িয়ে পড়ল নিমেষে!
ট্রেন যাত্রা অনেকেরই খুব মজার লাগে। একদিকে যেমন এই যাত্রায় বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ হয়, তেমনই আবার স্বচ্ছন্দে একজায়গা থেকে অন্য জায়গা যাওয়ার পথে জানালা দিয়ে একের পর এক ফ্রেম দেখতেও ভালবাসেন অনেকে। AI Generated Representative Image
advertisement
2/9
কেউ আবার ভালবাসেন সঙ্গীর সঙ্গে কিছুটা অন্তরঙ্গ সময়। আর এই ট্রেনেই তৈরি হয় নানা মুহূর্ত। কখনও মজার কখনও আবার এমন কিছু যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে দাবানলের মতো।
advertisement
3/9
এমনই চলন্ত ট্রেনের একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক বৃদ্ধ-বৃদ্ধা এমন একটি কাজ করলেন যা আজকের জেড প্রজন্মের প্রতি একটি বিশেষ বার্তা দেবে নিঃসন্দেহে। ঠিক কী ঘটেছিল সেদিন চলতি ট্রেনে? AI Generated Representative Image
advertisement
4/9
ভিডিওতে এক বয়স্ক দম্পতিকে ট্রেনে এমন কিছু করতে দেখা যায় যা সাধারণত চোখে পরে না।১৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় ট্রেন ছুটছে আর একটি লোয়ার বার্থে মুখোমুখি বসে আসছে পৌঢ়-পৌঢ়া। বয়স্ক ওই মহিলার সামনে যিনি বসে আছেন তাঁকে ওঁর স্বামী বলেই মনে হয়। মাথা নিচু করে কিছু একটা করছিলেন তিনি। কী করছিলেন জানেন? AI Generated Representative Image
advertisement
5/9
সবাইকে আশ্চর্য করে দেওয়া এই ভিডিওতে স্বামী তাঁর স্ত্রীর নখে স্নেহের সঙ্গে যত্ন করে লাগাচ্ছিলেন নেইলপলিশ। এই মুহূর্ত যেন ঘোষণা করছিল আসলে ভালবাসা প্রকাশের কোনও বয়স বা কোনও বিশেষ জায়গা নেই। আর নারী-পুরুষের ভালবাসা শুধু শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়। ছোট্ট ছোট্ট মুহূর্ত তৈরি করাও আসলে স্বাস্থ্যকর সম্পর্কের চাবিকাঠি। Representative Image
advertisement
6/9
ভিডিওতে দেখা যাচ্ছে যে বৃদ্ধ ব্যক্তি অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর স্ত্রীর নখে লাল নেইলপলিশ লাগাচ্ছেন। আর তাঁর স্ত্রী হাসিমুখে তাঁকে নখে রং লাগানোর সঠিক কায়দা শিখিয়ে দিচ্ছেন মজাচ্ছলে। এক এক করে প্রতিটি নখেই লাগিয়ে দিচ্ছিলেন লাল নেইলপলিশ। Representative Image
advertisement
7/9
এখন পর্যন্ত এই ভিডিওটি ১.৩ কোটিরও বেশি বার 'ভ্যিউ' হয়েছে এবং ৯ লক্ষেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। এই ছোট্ট দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় মানুষের হৃদয়ে একটি বড় জায়গা করে নিয়েছে।
advertisement
8/9
অনেক ব্যবহারকারী ভিডিওটিতে 'সুন্দর' প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, "দাদু এক মুহূর্তের কাজে সব নারীরই মন জয় করেছেন," আবার কেউ বলেছেন, "এটি আনুগত্যের চূড়ান্ত উদাহরণ।" তবে এমনও কেউ কেউ লিখেছেন, "আজকের যুগে এমন ভালোবাসা পাওয়া বিরল"। AI Generated Representative Image
advertisement
9/9
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এই ভিডিওটি আমাদের শেখায় সময়ের সঙ্গে সঙ্গে সত্যিকারের ভালোবাসা কখনও কমে যায় না, বরং এটি আরও ঘনিষ্ঠতা, শ্রদ্ধা এবং মাধুর্য যোগ করে সম্পর্কে। এই আবেগগুলোই এই ভিডিওটিকে এত বিশেষ করে তুলেছে। AI Generated Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনের লোয়ার berth-এ মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা...! ১৪ সেকেন্ডে যা ঘটল, ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নিমেষে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল