TRENDING:

Indian Railways: ভারতের মধ্যে সবচেয়ে আস্তে চলে এই যাত্রীবাহী ট্রেনটি, গতিবেগ শুনলে হাসি পাবে! নাম শুনলে চমকেও উঠবেন

Last Updated:
Indian Railways: এই ট্রেনটির নাম নীলগিরি প্যাসেঞ্জার। পাহাড় ঘেরা ট্র্যাক ধরে নিয়ম করে ট্রেনটি পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে।
advertisement
1/6
ভারতে সবচেয়ে আস্তে চলে এই যাত্রীবাহী ট্রেনটি, গতি শুনলে হাসবেন! নামে চমকেও উঠবেন
আগামী দু-তিন বছরের মধ্যে ভারতের হাতে আসছে ‘টিল্টিং ট্রেন’। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের মধ্যেই নয়া প্রযুক্তির এই ট্রেনগুলি ভারতে চালু হবে। এমনটাই জানিয়েছেন ভারতীয় রেলের এক কর্তা। আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চ গতিসম্পন্ন ‘বন্দে ভারত’ ট্রেনে নতুন প্রযুক্তি যোগ করে তৈরি হবে এই ‘টিল্টিং ট্রেন’।
advertisement
2/6
এ যদি হয় ট্রেনের দ্রুত গতির জন্য নেওয়া ব্যবস্থা, তাহলে শুনলে অবাক হবেন এ দেশে এমন একটি ট্রেন যাত্রী নিয়ে যাতায়াত করছে যা দেশের সবচেয়ে আস্তে চলা রেলগাড়ি।
advertisement
3/6
শুনলে চমকে উঠবেন, এই ট্রেনটির গতিবেগ ৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। ট্রেনটির রুট মাত্র ৪৬ কিলোমিটারের। যেখানে পৌঁছতে তার সময় লাগে ৫ ঘণ্টা। দীর্ঘদিন ধরে ট্রেনটি যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে।
advertisement
4/6
কিন্তু এই ট্রেনটির নাম কী? অনেকেই ভাবতে পারেন, দার্জিলিংয়ের টয় ট্রেন হল সেই ট্রেন। কিন্তু তা একেবারেই ঠিক নয়। ভারতের সবচেয়ে আস্তে চলা ট্রেনটি চলে তামিলনাড়ুর মেত্তুপালায়াম থেকে উটি পর্যন্ত। আবার উটি থেকে ফিরে আসে মেত্তুপালায়ামে।
advertisement
5/6
এই ট্রেনটির নাম নীলগিরি প্যাসেঞ্জার। পাহাড় ঘেরা ট্র্যাক ধরে নিয়ম করে ট্রেনটি পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। পাহাড়ি পথের কারণেই এই ট্রেনে গতিবেগ বাড়ানো যায় না।
advertisement
6/6
নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনের কামরাগুলি কাঠের তৈরি। এটি প্রতিদিন সকালে উটি যায়। আবার ওই ট্রেনই ফেরার সময় উটি থেকে যাত্রী নিয়ে বিকেলে মেত্তুপালায়ামে ফিরে আসে। ভারতের দ্রুতগামী ট্রেনের চেয়ে ১৬ গুন কম গতিতে ছোটে এই নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ভারতের মধ্যে সবচেয়ে আস্তে চলে এই যাত্রীবাহী ট্রেনটি, গতিবেগ শুনলে হাসি পাবে! নাম শুনলে চমকেও উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল