TRENDING:

Indian Railways: প্ল্যাটফর্ম‌ টিকিট কতক্ষণ বৈধ থাকে বলুন তো? না জানলে বড় টাকা জরিমানা! কত জানেন?

Last Updated:
Indian Railways: টিকিট না কেটে রেল স্টেশনে তো প্রবেশ করা যায় না। এবং এটা অপরাধও। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ঘোরাঘুরি করতে গিয়ে ধরা পড়েন, জরিমানাও দিতে হবে আপনাকে।
advertisement
1/7
প্ল্যাটফর্ম‌ টিকিট কতক্ষণ বৈধ থাকে বলুন তো? না জানলে বড় টাকা জরিমানা! কত জানেন?
পরিবারের কাউকে বা কোনও বন্ধুকে ট্রেনে তুলে দিতে কিংবা কাউকে আনতে অনেকেই রেল স্টেশন যান। সেক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্ম‌ টিকিট কাটতেই হয়। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া আপনি রেল স্টেশন ঘোরাঘুরি করতে পারবেন না। আমরা কমবেশি সকলেই এই প্ল্যাটফর্ম‌ টিকিট কেটেছি। কিন্তু প্ল্যাটফর্ম‌ টিকিটের বৈধতা কতক্ষণ জানেন? চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যাটফর্ম‌ টিকিটের খুঁটিনাটি।
advertisement
2/7
টিকিট না কেটে রেল স্টেশনে তো প্রবেশ করা যায় না। এবং এটা অপরাধও। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ঘোরাঘুরি করতে গিয়ে ধরা পড়েন, জরিমানাও দিতে হবে আপনাকে। প্রিয়জনকে ট্রেনে তুলে দিতে বা রিসিভ করতে অনেকেই রেল স্টেশনে যান। এবং প্ল্যাটফর্ম‌ টিকিট কেটেই রেল স্টেশনে প্রবেশ করতে হয়। কিন্তু প্ল্যাটফর্ম‌ টিকিট কাটার পর কতক্ষণ পর্যন্ত তার বৈধতা থাকে, জানেন?
advertisement
3/7
কিন্তু জানেন কি, প্ল্যাটফর্ম‌ টিকিট কাটার পর ২ ঘণ্টা পর্যন্ত এর মেয়াদ থাকে। এই ২ ঘণ্টা আপনি রেল স্টেশনে ওই টিকিট নিয়ে থাকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম‌ টিকিটের দাম হয় ১০ টাকা। বেশ কিছু রেল স্টেশনে প্ল্যাটফর্ম‌ টিকিটের দাম অবশ্য ৫০ টাকাও হয়ে থাকে। ভারতের যে কোনও স্টেশনে প্রবেশ করতে গেলে আপনাকে এই প্ল্যাটফর্ম‌ টিকিট কাটতেই হবে। এটাই রেলের নিয়ম।
advertisement
4/7
প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া রেল স্টেশন ঘোরাঘুরি করা অপরাধ। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ধরা পড়েন, তাহলে প্ল্যাটফর্ম‌ টিকিট চেকারকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।
advertisement
5/7
এমনকি প্ল্যাটফর্ম‌ টিকিটের মেয়াদ ২ ঘণ্টা শেষ হওয়ার পর আপনি রেল স্টেশনে ঘোরাঘুরি করতে পারবেন না। প্ল্যাটফর্ম‌ টিকিটের মেয়াদ শেষ হওয়ার পরও যদি স্টেশনে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।
advertisement
6/7
ভারতের প্রায় প্রতিটা স্টেশনেই যাত্রীদের ভিড় লেগে থাকে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ভারতীয় রেলে যাতায়াত করে। এই অবস্থায় প্ল্যাটফর্ম‌গুলোকে অতিরিক্ত ভিড়ের হাত থেকে সুরক্ষিত রাখতে এই প্ল্যাটফর্ম‌ টিকিট সাহায্য করে। প্ল্যাটফর্ম‌ টিকিট কাটলে হিসেব থাকে যে ওই দিন স্টেশন মোট কতজন ছিলেন।
advertisement
7/7
পাশাপাশি এই টিকিটের মাধ্যমে প্ল্যাটফর্ম‌ে মানুষের যাতায়াতকেও নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া এই প্ল্যাটফর্ম‌ টিকিটের মাধ্যমে ভারতীয় রেল রাজস্ব‌ তৈরি করে। এই প্ল্যাটফর্ম‌ টিকিট বিক্রি করে যে অর্থ উপার্জন করা হয়, তা প্ল্যাটফর্ম‌ রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: প্ল্যাটফর্ম‌ টিকিট কতক্ষণ বৈধ থাকে বলুন তো? না জানলে বড় টাকা জরিমানা! কত জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল