TRENDING:

Indian Railways: AM আর PM গুলিয়ে গিয়ে ভুল তারিখে ট্রেনের টিকিট কেটে ফেলেছেন? কী হবে এবার? সব টাকা গচ্চা, নাকি রয়েছে নিয়ম! জানুন

Last Updated:
Indian Railways knowledge story irctc: দূরপাল্লার ট্রেনে আগাম টিকিট বুক করতে হয়। তবে স্লিপার ক্লাস না কি এসি কোচ, সেটা যাত্রীর পছন্দ। কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দে বুকিংয়ের সময় অনেকেই ভুলচুক করে বসেন।
advertisement
1/8
AM-PM গুলিয়ে ভুল তারিখে ট্রেনের টিকিট কেটে ফেলেছেন! কী হবে এবার? সব টাকা গচ্চা?
চার-পাঁচ দিনের লম্বা ছুটি পেলেই হল। ট্রেনের টিকিট কাটতে সোজা আইআরসিটিসি-এর কাউন্টারে। সপরিবারে কোথাও থেকে ঘুরে আসা। দুটো দিন খোলা হাওয়ায় মুক্তির শ্বাস। এর থেকে ভাল আর কী হতে পারে!
advertisement
2/8
দূরপাল্লার ট্রেনে আগাম টিকিট বুক করতে হয়। তবে স্লিপার ক্লাস না কি এসি কোচ, সেটা যাত্রীর পছন্দ। কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দে বুকিংয়ের সময় অনেকেই ভুলচুক করে বসেন। বিশেষ করে তারিখে। ভুল তারিখে টিকিট বুক করলে কী হবে?
advertisement
3/8
না, চিন্তার কিছু নেই। টিকিট বাতিল করতে হবে না। যাত্রী সেই টিকিট অন্য কাউকে দিয়ে দিতে পারেন। আর চাইলে তারিখ পরিবর্তনও করা যায়। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। তবে এর সঙ্গে কিছু শর্তও রয়েছে। সেগুলো দেখে নেওয়া যাক।
advertisement
4/8
শুধু তাড়াহুড়োয় নয়, অনেক সময় রাত ১২টার পর ট্রেন থাকলেও ভুল হয়। আসলে AM আর PM-এর চক্করে তারিখ গুলিয়ে যায়। তখন ভুল তারিখে টিকিট বুক করে বসেন যাত্রী। এমনটা হামেশাই ঘটে। তাই টিকিটের তারিখ বদলের কিছু নিয়ম চালু করেছে ভারতীয় রেলওয়ে।
advertisement
5/8
যদি কেউ রেলওয়ে কাউন্টার থেকে টিকিট বুক করে থাকেন, তাহলে তিনি তারিখ এবং নাম পরিবর্তন করতে পারবেন। এর জন্য যাত্রীকে সরাসরি টিকিট কাউন্টারে যেতে হবে। এটাকে সাধারণত অফলাইন বুকিং বলা হয়।
advertisement
6/8
আর যদি কেউ, আইআরসিটিসি-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে অনলাইনে টিকিট বুক করেন, তাহলে আর কোনও পরিবর্তন সম্ভব নয়। সোজা কথায় টিকিটের তারিখ আর বদলানো যাবে না। অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আইআরসিটিসি অফলাইনের মতো সুবিধা দেয় না। এই ক্ষেত্রে টিকিট অন্য কাউকে দিয়ে দেওয়া ছাড়া অন্য উপায় নেই।
advertisement
7/8
ফি এবং প্রক্রিয়া: তারিখ বা নাম পরিবর্তনের জন্য নিকটবর্তী রেলস্টেশনে গিয়ে আবেদনপত্র জমা দিতে হয়। এর সঙ্গে মূল টিকিটটিও দিতে হবে। টিকিটের ভুল তারিখ বদলাতে বা ঠিক করতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। আর নাম বদল করতে ২৪ ঘণ্টা। ভারতীয় রেলওয়ের তরফে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
advertisement
8/8
তারিখা বা নাম পরিবর্তনের জন্য ফি দিতে হয়। তবে যাত্রী যে টিকিটের তারিখ বদলে নতুন করে যে তারিখ নেবেন, সেই দিনের ট্রেনে সিট ফাঁকা থাকতে হবে। তবেই তারিখ পরিবর্তন হবে। সিট ফাঁকা না থাকলে কিছু করার নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: AM আর PM গুলিয়ে গিয়ে ভুল তারিখে ট্রেনের টিকিট কেটে ফেলেছেন? কী হবে এবার? সব টাকা গচ্চা, নাকি রয়েছে নিয়ম! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল