চলন্ত ট্রেনে হঠাৎ চেন টানলে কী হয়? অযথা ট্রেন দাঁড় করালে কী শাস্তি হতে পারে? কোন সময়ে টানা যায় চেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রেনের মধ্যেই একটি নিরাপত্তার উপাদান মজুত রাখা থাকে। যা হল অ্যালার্ম চেন। যদি আপনি ট্রেনে যাতায়াত করেন তাহলে দেখবেন ট্রেনের কামরাতেই লাল চেন ঝুলছে। আপনি হয়ত একাধিকবার শুনে থাকবেন যে খুব প্রয়োজন ছাড়া এই চেনে হাতও না দিতে। কিন্তু, যদি আপনি চলন্ত ট্রেনের চেন টানেন তাহলে কী হতে পারে?
advertisement
1/7

ভারতীয় রেল দেশের শুধু নয় গোটা বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক। প্রতি দিন এই ট্রেনে চেপেই প্রায় কয়েক লক্ষ মানুষ সারা দেশে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন।
advertisement
2/7
আর যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রেনের মধ্যেই একটি নিরাপত্তার উপাদান মজুত রাখা থাকে। যা হল অ্যালার্ম চেন। যদি আপনি ট্রেনে যাতায়াত করেন তাহলে দেখবেন ট্রেনের কামরাতেই লাল চেন ঝুলছে। আপনি হয়ত একাধিকবার শুনে থাকবেন যে খুব প্রয়োজন ছাড়া এই চেনে হাতও না দিতে।
advertisement
3/7
কিন্তু, যদি আপনি চলন্ত ট্রেনের চেন টানেন তাহলে কী হতে পারে?প্রথমেই জেনে নিতে হবে কীভাবে অ্যালার্ম চেন কাজ করে?যেহেতু চালক এবং গার্ডের সঙ্গে সরাসরি কোনও ধরনের কথা বলা সম্ভব নয়। তাই চেন টানলে ট্রেন থেমে গেলে তা একধরনের জরুরি অবস্থার বার্তা বহন করে। কিন্তু, এই গোটা বিষয়টি এত সহজ নয়।ব্রিটিশ ইঞ্জিনিয়ার জর্জ ওয়েস্টিংহাউস প্রথম এই চেনের উদ্ভাবন ঘটান। এরপর থেকে ১৫০ বছর ধরে একই কায়দায় তা চলছে।
advertisement
4/7
মূলত ট্রেনের ওই অ্যালার্ম চেনের সঙ্গে মূলত ব্রেক পাইপের সরাসরি সংযোগ থাকে। তাই কেউ যদি চেন টানে তাহলে কোচের ব্রেকের এয়ার পাইপের ভালভ খুলে যায়, ফলে হঠাৎ বাতাসের চাপ কমে যায়।লোকো পাইলট মিটারে চাপ কমতে দেখেই বুঝতে পারেন বিপত্তি ঘটেছে।তিনি সঙ্গে সঙ্গে তিনবার হর্ন বাজান যা গার্ড ও নিরাপত্তা কর্মীদের জন্য সংকেত দেয়।এরপর ট্রেনটি থামিয়ে দেওয়া হয়, এরপরেই রেলের আরপিএফ এবং অন্যান্য কর্মীরা তদন্ত শুরু করেন কোন কোচ থেকে চেন টানা হয়েছিল।
advertisement
5/7
কোন কোন ক্ষেত্রে চেন টানা যায়?যেহেতু ট্রেনের অ্যালার্ম চেন টানা সম্পূর্ণ জরুরি একটি অবস্থা বোঝায়, তাই শুধুমাত্র অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আর কোনওভাবেই ট্রেনের চেন টানা যায় না।১ মেডিক্যাল ইমারজেন্সি বা ট্রেনের কামরায় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন২ যদি কামরায় ধোঁয়া বা আগুন দেখা দেয়৩ রেললাইনে কোনও বাধা বা দুর্ঘটনা ঘটলে৪ কোনও এমন প্রয়োজনীয় পরিস্থিতি যেখানে ট্রেন দাঁড় করানো প্রয়োজন।
advertisement
6/7
কিন্তু, বহুক্ষেত্রেই চেন টানার ক্ষেত্রে বিভিন্ন অসাধু উপায় দেখা যায়। যেমন- বহু যাত্রীকে তাঁদের আত্মীয়রা ছাড়তে এসে ট্রেন থেকে নামতে না পারলে।অনেক বেআইনি ব্যবসায়ী চেকিংয়ের ভয়ে ট্রেন চেনে পালিয়ে যান।জানা গিয়েছে দক্ষিণ রেলের পক্ষ থেকে,২ হাজার ৬৩২ অবৈধ চেন টানার কেস ধরা পড়েছে২৬১৮টি গ্রেফতার হয়েছে। মোট জরিমানার পরিমাণ ১৫ কিটো ৪৫ লক্ষ ১৬৫ টাকা।
advertisement
7/7
অপ্রয়োজনীয় ভাবে চেন টানলে কী শাস্তি হতে পারে?ভারতীয় রেলওয়ে আইন ১৯৮৯ অনুযায়ী, ১৪১ ধারায় চেন টানা অত্যন্ত গর্হিত অপরাধ।এই ক্ষেত্রেএক বছরের জেল১ হাজার টাকার জরিমানাকিংবা দুইই হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
চলন্ত ট্রেনে হঠাৎ চেন টানলে কী হয়? অযথা ট্রেন দাঁড় করালে কী শাস্তি হতে পারে? কোন সময়ে টানা যায় চেন?