Indian Railways: চলন্ত ট্রেনে খুব 'বাথরুম' পেলে লোকো পাইলটরা কোথায় যান? ৯০% মানুষেরই উত্তর অজানা, আপনি জানেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
How Does Loco Pilot Uses Washroom: অনেক সময় এমন হয় ট্রেন চালানোর সময় লোকো পাইলটের প্রকৃতির ডাক আসে। সেই সময় সামনে যে স্টেশন আসছে সেখানেই তারা ট্রেন থামিয়ে বাথরুমে যান।
advertisement
1/5

*রাঁচি রেল ডিভিশনের সিনিয়র ডিসিএম শুচি সিং বলেন, "অনেক সময় এমন হয় ট্রেন চালানোর সময় লোকো পাইলটের প্রকৃতির ডাক আসে। সেই সময় সামনে যে স্টেশন আসছে সেখানেই তারা ট্রেন থামিয়ে বাথরুমে যান।
advertisement
2/5
*তবে কিছু ইঞ্জিনের সঙ্গে ওয়াশরুম লাগানো হচ্ছে। তবে এটা সত্যি যে আজও এমন অনেক ট্রেন আছে যেগুলোতে ওয়াশরুম নেই। এমন পরিস্থিতিতে একটু সমস্যা হয়। তবে নিশ্চিতভাবেই কোনও না কোনও রেলস্টেশনে ১ ঘণ্টা বা দেড় ঘণ্টার মধ্যে ট্রেন থামে।
advertisement
3/5
*একই সময়ে, তারা ট্রেনে ওঠার আগে ফ্রেশ হয়ে যায় এবং তার পরে, যদি ২ ঘণ্টা, ৩ ঘণ্টা পরেও স্টেশনে আসে, সেখানেই তাঁদের বাথরুমে যেতে হয় পরিষ্কার হওয়ার জন্য। সাধারণত মানুষ দুই থেকে তিন ঘণ্টা পরই ওয়াশরুমে যায়, সেক্ষেত্রে অনেক সময়ই অসুবিধা হয় না।
advertisement
4/5
*তবে মাঝে মাঝে একটু অপেক্ষা করতে হয়। তবে এখন ওয়াশরুম সংযুক্ত করে এ ধরনের ইঞ্জিন তৈরি করা হচ্ছে, এতে লোকো পাইলটের কোনও সমস্যা হবে না। তিনি আরও বলেন, 'বন্দে ভারত ট্রেনে সংযুক্ত শৌচাগার রয়েছে, তাই এতে কোনও সমস্যা নেই। প্রয়োজনে তারা চলে যায়। কারণ দু'জন লোকো পাইলট থাকায় অন্যজন ওই সময় বেশি সতর্ক থাকেন।
advertisement
5/5
*বর্তমানে টাটানগর রেলওয়ে ফ্যাক্টরিতে এই ধরনের কোচ তৈরি করা হচ্ছে, যেখানে ওয়াশরুম সংযুক্ত রয়েছে। বর্তমানের কথা যদি বলি, তাহলে ওয়াশরুমে যাওয়ার জন্য তাদের নির্ভর করতে হয় আসছে স্টেশনের ওপর। আশা করি আগামী সময়ে তাকে নিশ্চয়ই এত কষ্টের সম্মুখীন হতে হবে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: চলন্ত ট্রেনে খুব 'বাথরুম' পেলে লোকো পাইলটরা কোথায় যান? ৯০% মানুষেরই উত্তর অজানা, আপনি জানেন?