TRENDING:

লেডিস 'ফার্স্ট ক্লাসে' বসেছিলেন তরুণী..., আচমকা জানালার কাছে এগিয়ে এল লোকটা, পরমুহূর্তেই যা ঘটল, নিমেষে ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: আর পাঁচদিনের মতো সেদিনও মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিল ১৯ বছর বয়সি এক কলেজ ছাত্রী। কিন্তু আর পাঁচদিনের থেকে এই দিনের যাত্রা এতটাই আলাদা হল যা হয়ত কোনওদিনই সে আর ভুলতে পারবে না।
advertisement
1/17
লেডিস 'ফার্স্ট ক্লাসে' বসেছিলেন তরুণী..., আচমকা জানালার কাছে এগিয়ে এল লোকটা, পরমুহূর্তেই..
দেশের সবচেয়ে জনপ্রিয় গণ পরিবহন নিঃসন্দেহে ভারতীয় রেল। সারাদিন বহু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে বেড়ান এই রেলপথের মাধ্যমে। গোটা দেশকে জুড়ছে ভারতীয় রেল পথ। কম সময়ে ও কম খরচে যাতায়াতের মাধ্যম হিসেবে মধ্যবিত্তের বন্ধু ট্রেন। Representative Image
advertisement
2/17
অপেক্ষাকৃত আয়াসে চাকরিস্থল থেকে স্কুল কলেজ নিজ নিজ গন্তব্যে পৌঁছতে প্রতিদিন ট্রেনে চড়ে বসেন মানুষ। অল্প বয়সি হন, বা বয়স্ক মানুষ সকলেই এই মাধ্যমটিকে বেছে নেন তাঁদের নিত্য যাত্রার মাধ্যম হিসেবে। Representative Image
advertisement
3/17
এই ট্রেন যাতায়াতে যাত্রী সাধারণকে নানা ধরণের সুযোগ সুবিধা প্রদান করে থাকে ভারতীয় রেল। কিন্তু নিয়ম থাকলেও এমন অনেক ঘটনা আচমকা ঘটে যায় যা আমাদের বার বার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। Representative Image
advertisement
4/17
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই এই ভিডিওতে যা দেখা যায় তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। এখনও ট্রেন্ড করা এই ভিডিওর দৃশ্য চমকে দেবে আপনাকে। Representative Image
advertisement
5/17
যা ঘটে গেল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তা দেখলে একদিকে যেমন বাড়ে উদ্বেগ তেমনই আবার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে রাস্তাঘাটে বা ট্রেনে বাসে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা জরুরি। কোথায়, আর ঠিক কী ঘটেছিল সেদিন? Representative Image
advertisement
6/17
দেশের মেট্রো শহরগুলির মধ্যে একটি মুম্বই। এই শহরটিকে সাধারণত মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ মহানগর শহরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা এই দাবি সম্পর্কে এবার গুরুতর প্রশ্ন তুলে দিল। Representative Image
advertisement
7/17
আর পাঁচদিনের মতো সেদিনও মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিল ১৯ বছর বয়সি এক কলেজ ছাত্রী। কিন্তু আর পাঁচদিনের থেকে এই দিনের যাত্রা এতটাই আলাদা হল যা হয়ত কোনওদিনই সে আর ভুলতে পারবে না। Representative Image
advertisement
8/17
যা ঘটেছিল তা কেবল মর্মান্তিকই নয়, ভয়াবহও বটে। মেয়েটি গোরেগাঁও স্টেশন থেকে ভিলে পার্লে যাওয়ার জন্য 'ফার্স্ট ক্লাস' মহিলা বগিতে ওঠার পরেই ঘটে এই চরম ঘটনা। Representative Image
advertisement
9/17
মেয়েটি ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানালার কাছে এসে মহিলাদের বগির বাইরে দাঁড়িয়েই সমানে মেয়েটির দিকে তাকিয়ে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। Representative Image
advertisement
10/17
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়া এই ভিডিওতে দেখা যায়, রীতিমতো ভয় পেয়ে যায় মেয়েটি। এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পরে সে যে কিছুক্ষণের মধ্যেই দ্রুত বগির ভেতরে চলে যায় সে। কিন্তু পরক্ষণেই সে যা করে বসে তা চমকপ্রদ। Representative Image
advertisement
11/17
ভয় কাটিয়ে এবার সাহস দেখিয়ে সে চুপচাপ তার ফোন বের করে নেয় এবং দ্রুত লোকটির ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয়। যদিও পুরো কাজটাই সে এমন ভাবে করে যাতে লোকটি বুঝতে না পরে। মেয়েটি ভান করছিল যে সে ফোনে কথা বলছে, কিন্তু বাস্তবে সে ক্যামেরায় ওই ব্যক্তির মুখ বন্দি করে নেয় মুহূর্তের মধ্যে। Representative Image
advertisement
12/17
ভাইরাল এই ভিডিওতে দেখা যায় মেয়েটি ভয় পেয়ে বগির ভেতরে চলে যায়। কিন্তু তারপরেই সাহস দেখিয়ে সে চুপচাপ তার ফোনটি বের করে আনে ব্যাগ থেকে। আর তারপরেই নিজের ফোনে সেই লোকটির ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয় মেয়েটি। Representative Image
advertisement
13/17
কিছুক্ষণেই ওই ব্যক্তি যখন বুঝতে পারে যে তার কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, তখনই ধীরে ধীরে সে সেখান থেকে সরে যায়। তবে, ততক্ষণে মেয়েটি ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। Representative Image
advertisement
14/17
মেয়েটির এক বন্ধু রেডিটে এই পুরো ঘটনাটি সম্পর্কে তথ্য শেয়ার করে দেয়। তিনি বলেন, ঘটনার পর থেকে ওই ছাত্রী একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এখন লোকাল ট্রেনে একা ভ্রমণ করতেও ভয় পাচ্ছে সে। Representative Image
advertisement
15/17
রেডিট-এ পোস্টটি শেয়ার করে মেয়েটির বন্ধু লিখেছেন, "কল্পনা করুন, কী হত, যদি ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি বগিতে উঠে আসতো? আরও ভয়ঙ্কর হল, সেই সময় বগিতে মাত্র দুজন মহিলা ছিলেন। আমার বন্ধুকে পরবর্তী স্টেশন না আসা পর্যন্ত তাদের সঙ্গেই একা থাকতে হয়। আমরা সবসময় শুনেছিলাম যে মুম্বই নিরাপদ, কিন্তু এখন সেই বিশ্বাস যেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।" Representative Image
advertisement
16/17
মেয়েটির বন্ধুর করা পোস্টটি রেডিটে ভাইরাল হয়ে যায় এবং ১.৫ হাজারেরও বেশি মানুষ এটির পক্ষে ভোট দেয়। অনেক ব্যবহারকারী মন্তব্যে ছাত্রীটির সাহসের প্রশংসা করেছেন। অনেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার এবং মুম্বই পুলিশকে ট্যাগ করার পরামর্শ দিয়েছেন যাতে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করা যায়। Representative Image
advertisement
17/17
সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী ভিডিওটি দেখে লিখেছেন, "ঘটনাটি খুবই ভয়াবহ, কিন্তু আশা হারাবেন না। আপনার বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ করা জরুরি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এইগুলি করা হলে তবেই পরিবর্তন আসবে।" অন্য আরেকজন নেটিজেন ভিডিও দেখে রেগে বলেন, "এই ধরণের ব্যক্তিদের মহিলাদের দ্বারাই মারধর করা উচিত যাতে তারা উচিত শিক্ষা পায়।" Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
লেডিস 'ফার্স্ট ক্লাসে' বসেছিলেন তরুণী..., আচমকা জানালার কাছে এগিয়ে এল লোকটা, পরমুহূর্তেই যা ঘটল, নিমেষে ছুটল ঘাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল